গরম বাড়ার প্রস্তুতি
নমস্কার বন্ধুরা,
কলকাতায় তাপমাত্রা বাড়তে বাড়তে এপ্রিলের শুরুতেই এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে যে এখন ঘর থেকে একটু বেলা করে বেরোলে ঘেমে স্নান করার মত পরিস্থিতি হয়ে যায়। তাপমাত্রা কলকাতাতে এখনো ৩৪/৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে তবে দূষণ, বহুতল, গাড়ির ধোঁয়া সব মিলিয়ে তাপমাত্রার অনুভূতি প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। গরমের চোটে ফুল শার্ট গুলো তুলে ফেলার সময় চলে এসেছে। আর কদিন পরে ফুল শার্ট পড়ে বাইরে বেরোলে গায়ে ফোসকা পড়লেও আমি অস্বাভাবিক হবো না। এইবার মে জুন মাসে কি অপেক্ষা করছে সেটার বলাই বাহুল্য। বিগত বছরে তাপমাত্রার অনুভূতি প্রায় পঞ্চাশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল।
গরম ধীরে ধীরে বাড়বে সেজন্য ফুলহাতা জামা ব্যাগে ঢুকিয়ে হাফ হাতা জামা সঙ্গী হবে। ক'দিন ধরে কটা হাফ জামা কিনবো কিনব ভাবনা চিন্তা করছি। আজ সময় পেয়ে চলে গিয়েছিলাম যেখান থেকে আমি মূলত পুজোর সময় জামাকাপড় কিনেছিলাম সেখানেই। উদ্দেশ্য একটা, গোটা কয়েক হাফ শার্ট কিনে ফেলা।
গরম পড়েছে স্বভাবতই গরমের প্রচুর জিনিসপত্রে ছেলেদের জায়গাগুলো ভর্তি হয়ে গেছে। খুঁজে খুঁজে এক রঙা টি-শার্টের দিকে ছুটলাম। যেটা কেনার জন্যই এসেছি। রং পছন্দ তিনটে। তবে সেই সাথে দরকার বুক পকেট। ব্র্যান্ড গুলো জামার পকেট টুক করে তুলে দিচ্ছে, এখন সেই পকেট বাড়তি সুবিধা হিসেবে মনে হচ্ছে। খুঁজে খুঁজে পকেট সহ জামা কয়েকটা রং পছন্দ করে ট্রায়াল রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। লাইন অল্প আছে, বেশ খানিকটা সময় অপেক্ষা করতেই হবে। একজনের হাতে বেশ কিছু জামাকাপড় দেখে তাকে কিছুটা গুইগাই করে ঢুকে পড়লাম ট্রায়াল রুমে। তিনটে রং পছন্দ হয়েছিল তার মধ্যে ফটাফট তিনটেই রং গায়ে জড়িয়ে দেখে নিলাম। পছন্দ হয়ে গেল দুটো, একটা গাঢ় নীল রঙের আরেকটা জলপাই রঙের।
দুটোকে অবলম্বন করে যেই বেরিয়ে এসেছি, সাথে সাথে ঘোষণা হল দোকান বন্ধ হওয়ার আর ১০ মিনিট। আর করবো, ঝটপট বিল মিটিয়ে জামা দুটো নিয়ে বেরিয়ে পড়লাম।। সবে দুটো হয়েছে তবে মনে হচ্ছে খুব জলদি আরো দু তিনটে কিনতেই হবে। গরমে এরাই আরামের সাথী।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.