২০২৪ সালের শেষ কেনাকাটা

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার বন্ধুরা,

মনে হচ্ছে অবশেষে ২০২৪ সালের কেনাকাটা শেষ হলো। শুক্রবার দিন ফের শীতের জন্য বেশ কিছু কেনাকাটা করে নিলাম। বলা যায় মোটামুটি আমার পুরো ওয়াড্রোবের ভোল পরিবর্তন হয়ে গেলো। আর কিছুটা কেনাকাটি বাকি, যেটা করলে হয়তো পুরোটাই বদলে যাবে। কদিনের মধ্যে পাঁচটা জিন্স হয়ে গিয়েছে, দু-একটা নতুন শার্ট কিনেছি। বাকি ছিল শীতের সোয়েট শার্ট, হুডি। মূলত এতো জিনিস কেনার পিছনে কারণ হলো দারুন সমস্ত অফার। ভালো ভালো অফার দেখে হাত যেকারো হাত নিশপিশ করবে, পনেরশো টাকার মধ্যে লিভাইস, পেপে জিন্স এর মতো ব্র্যান্ডের জিন্স কিনে ফেলা সত্যিই দারুন অনুভূতি। শুক্রবার গিয়েছিলাম শুধুমাত্র শীতের জামাকাপড় কিনতেই।

1000064558.jpg

ফ্যাশন ফ্যাক্টরি প্রতিবছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দারুন অফার নিয়ে হাজির হয়, সেখানে ৫০০০ টাকার কেনাকাটা করলে দিতে হবে মাত্র ২০০০ হাজার টাকা। অর্থাৎ ৬০% ছাড়, এইবার নিশ্চই বুঝতেই পারছেন আমি কেন এতো কেনা কাটা করছি। এতো ভালো অফার পেলে আপনারা কি করতেন? আমি অন্তত এমন অফার ছাড়িনি। তবে এবার আমি একা যাইনি, আমার সাথে নিয়ে গেছিলাম আমার দিদিকেও। তারও বেশ কিছু জামাকাপড় কিনতে হতো সেইগুলোই একসাথে কিনে নেওয়া আরকি। কলকাতা ফিরে এসে বৃহস্পতিবার দিন শুধুই গেছে ব্যস্ততা। বাড়িতে ঢুকতে রাত ১১:৩০ বেজে গিয়েছিল। শুক্রবার কাজকর্ম চাপ থাকবে, সেকথা মাথায় রেখে সন্ধ্যেবেলায় যাওয়া ঠিক হয়েছিল।

1000064561.jpg

1000064559.jpg

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঠিক পাশে লি রোডের ফ্যাশন ফ্যাক্টরি। সেখানে বরাবরই হালকা-পাতলা ভিড় থাকে তবে যেহেতু অফারটা খুব দারুণ ছিল সেজন্য ভিড় একটু বেশি। শীতে জামা কাপড় আর কি কেনার, একখানা হুডি নিলাম আর একটা সোয়েটার। আর দুটোই বেশ কম দামের মধ্যেই পেলাম। আরো অনেক কিছু জামাকাপড় পছন্দ হয়েছিল বটে তবে এ বছর কম করে হলেও হাজার দশের টাকার কেনাকাটা হয়ে গেছে, আরেকটু বেশি কেনাকাটা হলে পকেটে টান পড়ে যাবে।

1000064562.jpg

1000064560.jpg

জিনিস পছন্দ করতে খুব কম সময় লাগলেও বিল মেটাতে গিয়ে বেশ বিপত্তি হল মানুষজনের ভিড় তো ছিলই এমন হলো শেষ পর্যন্ত পরিস্থিতি যে যখন আমরা বিল মিটিয়ে বেরোচ্ছি তখন ফ্যাশন ফ্যাক্টরি ভেতর দিকে অন্ধকার হয়ে গিয়েছে। মানুষজন কেউ আর দোষ দিয়ে কিভাবে বলুন এইরকম অফার পেলে কে আর ছাড়ে। জানিনা ২০২৫ কি অপেক্ষা করছে তবে কেনাকাটা থামলে যেন একটু পকেটের রেহাই হয় 😶


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

বাপরে আপনি কত কেনাকাটা করছেন! আপনার কেনাকাটা তো শেষই হয় না! হা হা হা। পাঁচটা লিভাইস পেপের জিন্স কত বছর যাবে আমি সেটাই ভাবছি! হা হা হা৷ ইস আমিও যদি এই সময় কলকাতায় থাকতাম গুছিয়ে কেনাকাটি করতাম।

 4 months ago 

আমারা বাঙালি ছাড় দেখলে সেখানে হুমড়ি খেয়ে পরি।এরকম ৬০% ছাড় পেলে তো কথায় নেই আমি এরকম পেলে তো অনেক কিছুই কিনতাম যেরকমটা আপনি কিনেছেন।আপনার কেনাকাটার মুহুর্তটা আমাদের সাথে শেয়ার করেছেন ভালো লাগলো।

 4 months ago 

এমন অফার পেলে তো কেনাকাটা করতেই ইচ্ছে করবে দাদা। আমি এমন অফার পেলে তো আরও বেশি শপিং করতাম। কারণ শপিং করতে আমার খুব ভালো লাগে। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79403.69
ETH 1508.47
USDT 1.00
SBD 0.78