বৃষ্টিমুখর দিনে...

in আমার বাংলা ব্লগ7 months ago

GridArt_20240801_235845790_copy_1228x690.jpg

নমস্কার বন্ধুরা,

সারাটা দিন ধরে অঝোরে বৃষ্টি হয়ে চলে যায় থামবার যেন কোন যৌন বিগত কদিন ধরে কলকাতার পরিস্থিতি ঠিক এরকম ভাবেই চলছে। কিছু সময় হয়তো বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না সেই সময়ে হাফসা গরম আর বাকি সময়টা টিপটিপ করে কখনো কখনো আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। রোদ্দুরের দেখা আদৌ হয়েছে কিনা সেটা জানিনা ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তাই একদম সকাল বেলায় আদৌ সূর্য ওঠে কিনা সেটা বুঝতে পারছি না তবে ঘুম থেকে ওঠা থেকেই শুধুমাত্র মেঘলা আকাশ চোখে আসে আর থেমে থেমে বৃষ্টি।

IMG20240731131733.jpg

আমাদের গ্রাম্য ভাষায় কলকাতার বর্তমান পরিস্থিতিটাকে ঝরি বলে। ঝরে ঝরে চলেছে সেই জন্যই হয়তো এরম নাম। কলকাতাতে সেরকমই বরুন দেবতার যেন থাম্মার খুব একটা ইচ্ছে নেই তবে জেলার দিকে কিন্তু পরিস্থিতি একটু ভিন্ন। উত্তরবঙ্গ এখন শুকনো। বেশ কয়েকদিন যাবৎ সেখানে বৃষ্টি বাদলা কিছু নেই। কলকাতায় আবার ছাতা ছাড়া বেরোনোই সম্ভব নয়। ছাতা নিয়ে বেড়িয়ে ও যে খুব একটা লাভ হয় তা কিন্তু নয়। আমি তো ছাতা নিয়ে প্যান্ট গুটিয়ে বেরোই কিন্তু তবুও জামা প্যান্ট চারিদিকে অল্প সল্প ভেসে যায়।

PXL_20240731_200634067_copy_1209x907.jpg

এই সময়ে খুব ইচ্ছে হয় বাড়িতে সারাদিন থাকি আর গরমাগরম খিচুড়ি খাই। কিন্তু উপায় নেই তাই বৃষ্টি কিছুটা থামলে কাজে বেরিয়ে পড়লাম। কলকাতায় আজকে বৃষ্টির প্রশিক্ত হয়ে আছে ভয়ে পকেট থেকে ফোন বের করার সাহস হয়নি। এক হাতে ছাতা আর এখানে একটা জাপটে ধরে থাকার জন্যই সুযোগ এবং সুবিধা কিছুই করে উঠতে পারিনি। কাজকর্মশিরে বৃষ্টির দিনের সেই গরমের ছেলে পূরণ করলাম হালকা খিচুড়ি সাথে কিছু ভাজা ডিমের অমলেট টাও পরে নিয়েছিলাম তবে তখন আবার বৃষ্টি আসার জন্য মাথায় খাই বোঝার জন্য দৌড়াদৌড়ি করছিলাম।

PXL_20240731_134214089_copy_1209x907.jpg

অনেকদিন পরে এরকম একটা দিন কাটালাম আসলে বর্ষা আমার খুবই পছন্দের কিন্তু কলকাতার বর্ষার মধ্যে তেমন আনন্দ পাই না আর যদি ঘরে না বসে থাকি কারণ কাজে যদি বের হতে হয়। সিক্ত দিন আবার কবে কাটবে সেটা জানি না তবে কিরকম সময়ে বেশিদিন থাকলে যে কটা জামা কাপড় বেঁচে আছে সব কটা সাথে আমিও ঝুলে পড়বো।

PXL_20240731_205507734_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আমাদের এখানেও টানা ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আজকে দুপুরে মাংস দিয়ে বেশ মজা করে খিচুড়ি খেলাম। যাইহোক বৃষ্টিমুখর দিনে বেশ মজা করে খিচুড়ি খেয়েছেন এবং সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন দাদা। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

যদি কখনো বর্ষার দিনে গঙ্গার ঘাটে যাও, তাহলে দেখবে কলকাতার বর্ষার মজাই আলাদা। যদিও বাড়ির ভিতর বন্দি অবস্থায় থেকে কলকাতার বর্ষা আমার কাছেও খুব বেশি একটা ভালো লাগে না। তবে গতকাল প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এজন্য পুরো দিনটাই ঘরে কাটিয়েছি। যাইহোক, দাদা তোমাকে খিচুড়ি খেতে দেখে আমার নিজেরই তো এখন খিচুড়ি খেতে ইচ্ছা করছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67