জোঁক থেরাপি।|| Leech therapy.

in আমার বাংলা ব্লগ5 months ago
জোঁক থেরাপি

IMG20241101182707~2.jpg

পৃথিবীতে কত কিছুই না অজানা রয়ে গেছে আমাদের। আসলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জিনিস দেখা এবং জানার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধি বাড়িয়ে চলেছি। কিছু কিছু সময় এমন কিছু অদ্ভুত জিনিস জানা হয় যা কখনো ভাবাই যায় না। তেমনি একটা ব্যাপার সম্পর্কে জানলাম জোঁক থেরাপি।

জোঁক জিনিসটা আমরা সবাই চিনি এবং অনেকেই এই ছোট্ট প্রাণীটি দেখে ভীষণ ভয়ও পায়। আমি ব্যাক্তিগত ভাবে একে খুব ভালো করে চিনি কারন ছোট্ট বেলায় যখন মাছ ধরতে যেতাম তখন বহুবার এর আক্রমনের শিকার হয়েছি। এটা রীতিমত আমার ভীষণ ভয় লাগে। যাইহোক হঠাৎ করেই সেদিন হাটে গিয়ে দেখলাম এক লোক তার পসরা সাজিয়ে নিয়ে বসেছে। অবাক হলাম তার প্রধান হাতিয়ার জোঁক। আমি তো রীতিমত অবাক হয়ে দেখতে থাকলাম ঘটনাটা কি, পরে যা জানলাম তা আমার কাছে একদমই নতুন কিছু।

IMG20241101182653.jpg

বেশ কিছু বছর থেকে নাকি এই জোঁক থেরাপি চলে আসছে, অনেক মানুষ নাকি এই থেরাপি বা চিকিৎসা নিয়ে থাকেন। অবাক হলাম এই দোকানের চারি পাশে বেশ কিছু মানুষ ভিড় করছে এবং চিকিৎসা নেয়ার চেষ্টা করছে। তাহলে কি সত্যিই এই থেরাপি কাজ করে? আসলে এটা যদি কাজ না করতো তাহলে এতো মানুষ কেন এই থেরাপি নেয়ার চেষ্টা করে যাচ্ছে।
আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে অনলাইনে বেশ কয়েকবার অনুসন্ধান করে যা জানতে পারলাম, তা সত্যিই চমকপ্রদ ব্যাপার।

IMG20241101182647.jpg

বাস্তবতা হলো এই ছোট্ট রক্তচোষা প্রাণীটি মানুষের হার্টের সমস্যা, ডায়বেটিস, ক্যান্সার, বিভিন্ন ব্যাথা এমনকি কানের সমস্যায় দারুন এবং কার্যকরী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ব্যাথা কিংবা যন্ত্রনায় মিরাকেল হিসেবে এটা কাজ করে চলেছে।

যাইহোক তবে আমি কিন্তু এরকম পথে ঘাটে এই জোঁক থেরাপি নেয়ার পক্ষে না, কারন কোন ঔষধ কিংবা থেরাপি দেয়ার ক্ষেত্রে পরিমাণ এবং সঠিক দিকনির্দেশনা ভীষণ প্রয়োজন। যাইহোক কেউ আবার হুট করে এই জোঁক থেরাপি নিতে যাবেন না, যেখানে সেখানে 😄 পরে দেখা যাবে বিপদে পরতেও পারেন।
যাইহোক এর সম্পর্কে আমার তেমন বেশি জ্ঞান নেই, যদি কেউ আরো বিশদ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 5 months ago 

জোঁক থেরাপি সম্পর্কে আপনার পোস্ট এ প্রথমবারের মতো শুনলাম। সত্যি পৃথিবীতে কত কিছুই না অজানা। প্রতিনিয়ত নতুন কিছু সম্পর্কে ধারণা হচ্ছে। আপনার পোস্ট এর মাধ্যমে অনেকেই জোঁক থেরাপি সম্পর্কে জানতে পারবে। সম্পুর্ন নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 5 months ago 

এখানে যুক্ত হয়েছে কত কিছু দেখলাম ভাইয়া তবে বেশ ভালোই লাগে এগুলো জানতে পেরে। আজকে প্রথম জোঁক থেরাপি নামটি শুনলাম এবং এই সম্পর্কে বিস্তারিত আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আমি জোঁক ছোটবেলায় অনেক দেখেছি এগুলো মানুষের রক্ত চুষে। তবে এগুলো দিয়ে যে থেরাপি ও দেয়া যায় এটা জানা ছিল না। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে কিছু জানতে পারলাম ধন্যবাদ।

 5 months ago 

হাহাহাহা জোক থেরাপির পোস্ট টি পড়ে বেশ ভালো লাগলো।শুনেছিলাম জোক থেরাপি হয় তবে পুরানা কোন ঘায়ে যদি জোক লাগিয়ে দেয়া হশ তাহলে নাকি জোকে বদ রক্ত চুষে নেয় আর তারাতাড়ি ঘা শুখিয়ে যায়।তবে এতো কঠিন কঠিন রোগের জোক থেরাপি হয় জানা ছিলো না।জোক থেরাপি কি কেউ দেয় সত্যি এতো সাহস কার।জোক গুলোর তো বেশ তাজা।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 5 months ago 

স্ট্রেশনে অনেক দেখেছি এইরকম জোঁক নিয়ে বসে থাকতে। জোঁক থেরাপি সম্পর্কে আমি নিজেও শুনেছি। জোঁক নাকী শরীরের বিষাক্ত রক্ত চুষে নিয়ে বিভিন্ন ব‍্যাথার উপশম হিসেবেও কাজ করে। যাইহোক বেশ লাগল আপনার পোস্ট টা। যদিও এটা আমারও বিশ্বাস হয় না খুব একটা

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 84620.80
ETH 1620.09
USDT 1.00
SBD 0.75