মগের মুল্লুক :( যা খুশি তাই করার দেশ।
মগের মুল্লুক মানে যে দেশে যা খুশি তাই করা যায়। সবথেকে খুশির খবর হলো আমরা মগের মুল্লুকের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। যেখানে সীমাহীন দুর্নীতি এবং অব্যাবস্থাপনার জন্য আজ আমরা প্রতিদিন নতুন নতুন বিপত্তি এবং কষ্টের মুখে পতিত হচ্ছি। যখন কোন কাজের ক্ষেত্রে কোন কৈফিয়ত কিংবা জবাবদিহি করতে হয় না তখন অন্যায় এবং অবিচার সীমাহীন পর্যায়ে পৌঁছে যায় তখন তাকে মগের মুল্লুক বলা যায়।
অতীতেও মানুষ বিভিন্ন বিপদ কিংবা বিপত্তির মুখে পতিত হয়েছে, তবে এরকম মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কখনো দেখা যায়নি। গরিবের ডাল আর আলুর ভর্তার দাম এমন পর্যায়ে পৌঁছেছে, যেটা সংগ্রহ করতে এখন হাড়ভাঙ্গা পরিশ্রম করেতে হচ্ছে। দিনদিনই দারিদ্র্যতা চারিদিক থেকে ঘিরে ধরেছে মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্ত মানুষকে।
পোস্টের শুরুতেই মগের মুল্লুকের দেশ বললাম কারন হলো সকালে বাজারে গিয়ে দেখবেন কোন জিনিসের দাম বিশ টাকা, সেটা সন্ধ্যা হতে না হতেই ষাট টাকা হয়ে গেছে। কোন নিয়মনীতি কিংবা সামান্যতম বিবেক নেই দাম বাড়ানোর বিষয়ে। দাম বাড়িয়েছি তাতে কি? খেতে হলে বাড়তি টাকা দিয়েই কিনে খেতে হবে 😡
কতৃপক্ষ ফলাও করে দাম বেঁধে দিলেও সিন্ডিকেট ব্যাবসায়ীরা বুড়ো আংগুল দেখিয়ে দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে কতৃপক্ষ নীরব ভূমিকা পালন করে, ঠিক অসহায় ভূমিকা। এটা যেন অনেকটা শাক দিয়ে মাঝ ঢাকার মতো সব চালিয়ে দেয়ার মজার প্রক্রিয়া। আজ মগের মুল্লুকের দেশে কষ্টের আহাজারি আর নীরব দুর্ভিক্ষ দেখার কেউ। শুধুমাত্র উন্নয়নের মূলা ঝুলিয়ে, মানুষকে খাবারের কষ্ট দেয়ার কোন মানেই হয়না।
মগের মুল্লুক চালাচ্ছে কোন উল্লুক?
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

কথাটা ঠিক বলেছেন ভাই দেশটা যেন মগের মুল্লুক হয়ে গিয়েছে। এবং কোন একজন উল্লুক এটা করছে না। এর পেছনে রয়েছে একগুচ্ছ উল্লুক হা হা। দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষের জনজীবন একেবারে নাজেহাল। কিন্তু কিছু করার নেই। কিছু বলারও নেই কোথায় বলবেন কাকে বলবেন বলেন হা হা।
আসলে অবস্থা খুবই নাজুক।
সত্যিই কিছু বলার নেই আরকি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রতিটা সেক্টরে এখন এরকম দেখা যাচ্ছে, দুর্নীতিমুক্ত কোন খাদ খুঁজে পাবেন না, বিশেষ করে আমাদের মত মানুষ যেখানে আছে সেখানে ভেজাল থাকবেই।
বহুদিন পর তৃপ্তি পেলাম এমন একটি টাইটেল পড়ে। সত্যি কিন্তু দেশটা এখন মগের মুল্লাক। কারো যেন কোন শাসন বারন নেই। নেই কোন তদারকি। কেউ কাউকে মানতে নারাজ। সব মিলিয়ে অনেক নাজুক অবস্থায় দিন যাচেছ। কি হবে আগামী তে সেটা নিয়েও চিন্তায় আছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
কথাগুলো ভেতরের চাপা কষ্ট থেকে লিখার চেষ্টা করেছি।
আসলে যে দিকে তাকায় সেদিকে মিথ্যে আর দুর্নীতি দেখা যায় । সবাই দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছে। কার মাঝে বিবেক এবং মনুষত্ববোধ নেই। যে যেভাবে পারছে সেভাবে সাধারণ জনগণকে চুষে খাচ্ছে। সিন্ডিকেট ব্যাবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার পোস্ট এর টাইটেল পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। আসলে আমরা এখন মগের মুল্লুক দেশে বাস করছি। কখন যে কি হচ্ছে বলা খুব মুশকিল। দেশের যে অবস্থা সবার খুব কষ্ট হচ্ছে। জানি না এভাবে আমাদের কত দিন কষ্ট করে যেতে হবে। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার পরিবারের জন্য দোয়া রইল।
কি বলবো ভাই বলার ভাষা নেই আর 💔 বলতে গেলে আমাদের দেশটা চলছে কোন নিয়ম-কানুন ছাড়াই। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছে তারাই এই কষ্টটা বুঝতে পারবে। হ্যাঁ দেশটাকে যেন মগের মুল্লুক বানিয়ে নিয়েছে। যারা উপর পদে আছে তাদের দায়িত্ব পালনে উদাসীনতার কারণে দ্রব্যমূল্যের দাম এমনটা এলোমেলো হচ্ছে।
ইনশাআল্লাহ পরিবর্তন একদিন হবেই, আজ নয়তো কাল।