"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬০৩ [ তারিখ : ২১.০৩.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬০২ তম রাউন্ড শেষে আজ ২১ মার্চ ২০২৫, ৬০৩ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@narocky71
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@narocky71
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-নুরুল আলম রকি। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফটোগ্রাফি করা। বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন । ভ্রমণ করতে পছন্দ করেন । যেকোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে ফটোগ্রাফি করেন। শিক্ষাগত যোগ্যতা- প্রথমে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, এরপর হাই স্কুলে ভর্তি হন । হাই স্কুল লাইফ শেষ করে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
General Writing: স্বপ্ন বাস্তবায়নের একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম। ( Publish: 20.03.2025 )
সফলতার মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম। আমাদের সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে হলে পরিশ্রম করতে হবে। মূল কথা পরিশ্রম না করলে কোনো কিছু সহজে পাওয়া যায় না। এখন বর্তমান সময়ে কঠোর পরিশ্রম ছাড়া প্রকৃত অর্থে সফলতা অর্জন করা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। তবে আমাদের অনেকের মধ্যে এমন একটা ধারণা থাকে যে, পরিশ্রম করবো না, কিন্তু আমি বড়ো লক্ষ্যে এচিভ করবো। কিন্তু আসলে পরিশ্রম আর ধৌর্য না থাকলে সেটা কোনোদিন সম্ভব না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আপনি যতই প্রতিভাবান হন বা যতই বসে বসে ইচ্ছাশক্তি প্রবল করুন না কেন, যতক্ষণ না পরিশ্রম আর ধৌর্য ধরে কাজ করবেন, ততক্ষন কোনো কিছু কাজে আসবে না।
অনেকেই দেখা যায় যে, হচ্ছে না বলে হাল ছেড়ে দেয়। ফলে যারা হাল ছেড়ে দেয় কোনো কাজের থেকে, তাদের আর সফলতা আসে না। সফলতা সহজে কারো জীবনে আসে না, তবে যদি ধৌর্যের সাথে পরিশ্রম করে লেগে থাকা যায়, তাহলে দেরি হলেও একদিন একদিন সফলতা নিজে থেকেই ধরা দেয়। ব্যর্থতা আমাদের প্রত্যেকের জীবনে আছে, তবে সেটাকেই হাতিয়ার করে ব্যর্থটাকে জয় করতে হবে আর তার জন্য ধৌর্য ধরে লেগে থাকা অনেক জরুরি। প্রতিটি সফল মানুষের জীবনে অনেকবার ব্যর্থতা এসেছে, কারো কম বা কারো বেশি। কিন্তু তারপরেও কিন্তু তারা সফলতা অর্জন করেছে, শুধুমাত্র কঠোর পরিশ্রম আর ধৌর্যের কারণে।
ধন্যবাদ সবাইকে।
বেশ দারুন একটি টপিক নিয়ে রকি ভাই আমাদের মাঝে লিখেছেন। সত্যিই স্বপ্ন পূরণের একমাত্র উপায় হল কঠোর পরিশ্রম করা।পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম না করলে কোন কাজে সফলতা আসে না।অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।
আজকের ফিচারড আর্টিকেলে @narocky71 পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আসলে সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম ছাড়া কখনো সফলতা আশা করাই সম্ভব হয় না। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজকের ফিচারড আর্টিকেলে আমার পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আমি চেষ্টা করেছি এই পোষ্টের মাঝে বাস্তবতাকে সুন্দর করে তুলে ধরার জন্য। আসলে কঠোর পরিশ্রম সবকিছুর মূলে রয়েছে। সফলতা কখনোই এমনিতে চলে আসে না, তার জন্য দরকার কঠোর পরিশ্রম। অনেক ধন্যবাদ আমার পোস্টটা মনোনীত করার জন্য।