"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৭৯ [ তারিখ : ২২.০২.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫৭৮ তম রাউন্ড শেষে আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৫৭৯ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@joniprins



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মোহাম্মাদ রেজাউল করিম। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ চাকুরীজীবী। শখঃ ভ্রমন করা। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২২ সালের মার্চ মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@joniprins-র পোস্ট থেকে

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি।। ( Publish: 21.02.2025 )

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই জানেন যে আজকে একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষার জন্য বাংলাদেশের কত যুবক রক্ত দিয়েছিল। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা। তারা আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, তারা আমাদেরকে উর্দু ভাষায় কথা বলতে বাধ্য করেছিল। কিন্তু এই বাংলার মানুষকে কখনো দাবিয়ে রাখা যায় না, দিনের পর দিন বছরের পর বছর এই ভাষার জন্য বাংলার দামান ছেলেরা লড়াই করেছে। রফিক, বরকত, জব্বার, ছালামদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই ভাষা।...


রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার গৌরব এই একুশে ফেব্রুয়ারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । এই দিবসটি বিশেষভাবে বাংলাদেশে পালন করা হলেও এটি ভারত সহ প্রায় সব দেশেই বাঙালিরা বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে এই দিনটি পালন করে থাকে। এই দিনটি বিশ্বব্যাপী ভাষার অধিকার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। ১৯৫২ সালের এই দিনটাতে বাংলা ভাষা অধিকার এর জন্য কত মানুষ প্রাণ দিয়েছিলেন, বিশেষ করে রফিক, সালাম সহ অনেকেই তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন এই ভাষার জন্য। শুধুমাত্র তাদের এই মহান বলিদান এবং আত্মত্যাগ এর ফলেই এই বাংলা ভাষা। ভাষা আন্দোলন শুধু যে একটা দাবী ছিল তা নয়, এটি সমস্ত বাঙালিদের একটা অস্তিত্বের লড়াই ছিল।

এই বাংলা ভাষাকে অনেক ভাবে পাকিস্তানি শাসকরা তাদের ভাষা উর্দুতে পরিনত করতে চেয়েছিলো, কিন্তু বাঙালি জনগণ সেটা কখনোই মেনে নিতে পারেনি। এই অন্যায়ের প্রতিবাদে বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য দীর্ঘদিন সংগ্রাম করে অনেক প্রাণের বিনিময়ে এই ভাষাকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। আজকের এই দিনটা সমস্ত বাঙালি- ছোটো থেকে বয়স্ক সবার কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন। সবাই সকালে খালি পায়ে এই দিনটাতে শহীদ মিনারে গিয়ে পুষ্পান্জলি দিয়ে থাকেন শ্রদ্ধার সাথে। আজকের দিনে এই পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। কথাগুলো ভালোভাবে উপস্থাপন করেছেন তিনি।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 23 hours ago 

প্রথমেই জনি প্রিন্স ভাইয়াকে জানাই অনেক অনেক অভিনন্দন। ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে। আর ওনার এই পোষ্টটা আজকের ফিচারডে দেখে আমার অনেক ভালো লাগলো। এই দিনটা অনেক বেশি স্মৃতিময়। যেইদিন আমরা শহীদের স্মরণ করি। ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।

 21 hours ago 

জনি প্রিন্স ভাই দারুন একটি টপিক নিয়ে পোস্টটি লিখেছিলেন। তার পোস্ট পড়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার রেখা আরো বেড়ে গিয়েছিলো। যাই হোক তার পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করাই ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি জনি প্রিন্স ভাইয়ের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আগামীতে আমাদেরকে সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দিবেন।

 21 hours ago 

জনি প্রিন্স ভাইয়ার পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে বেশি ভালো লাগলো। আসলে উনি খুব সুন্দর একটা পোস্ট করেছেন। যেখানে অনেক কিছুই বর্ণনা করেছেন। তার পোস্টটাও পড়ে ভালো লেগেছে তার পোস্ট ফিচারড আর্টিকেলের স্থান পাওয়ার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন জানাই।

 20 hours ago 

এরকম একটা পোস্ট ফিচার্ড হবে এটাই কাম্য।২১ ফেব্রুয়ারিতে ভাষার জন্য মানুষের আত্নত্যাগ কখনই ভুলতে পারবো নাহ। সেই উপলক্ষে জনি ভাই অনেক সুন্দর করে আজকের পোস্ট সাজিয়েছেন এবং ফিচার্ড হিসাবে মনোনিত হয়েছে।

 17 hours ago 

প্রথমেই ধন্যবাদ জানায় দাদাকে, আমার ব্লগটি এবিবি ফিচার্ডে যুক্ত করার জন্য। গতকাল সকালবেলা রাস্তায় যখন ছোট ছোট বাচ্চাদেরকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে দেখলাম, তখন নিজের কাছে খুবই ভালো লেগেছে। বাংলা ভাষার টিকে থাকুক আমাদের সবার বুকের মাঝে। এ ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।

 13 hours ago 

প্রথমেই জনি প্রিন্স ভাইয়াকে জানাই অনেক অনেক অভিনন্দন। ভাইয়ার সুন্দর একটা পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভালো লেগেছে। মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি অনেক সুন্দর পোস্ট লিখেছেন। উনার পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64