বড়দিনের উৎসব উপলক্ষে ক্রিসমাস ট্রি বা বড়দিনের বৃক্ষ অংকন
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি। স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটিতে অনেক সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করেছেন। আর এই বড় দিন উপলক্ষে স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটিতে আমি ক্রিসমাস ট্রি বা বড়দিনের বৃক্ষ অংকন করতে যাচ্ছি।
![]() |
---|
- একটি A4 সাইজের আর্ট পেপার
- একটি কম্পাস
- একটি স্কেল
- রাবার
- পেন্সিল
- একটি কালো রঙের মার্কার
- রং
![]() |
---|
প্রথমে আমাদের একটি A4 সাইজের আর্ট পেপার নিতে হবে। তারপর একটি কম্পাস এর সাহায্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে।
![]() |
---|
এই ধাপে আমরা একটি স্কেল দিয়ে বৃত্তের মাঝে দাগ দিবো এবং বৃত্তের মাঝ খানে দুইটি বাড়ি তৈরি করব।
![]() |
---|
এই ধাপে আমরা একটি ক্রিসমাস ট্রি অংকন করব।
![]() |
---|
এই ধাপে আমরা বাড়ির পিছনের অংশে আরো অনেক কয়েকটা গাছ অংকন করতে হবে।
![]() |
---|
এই ধাপে আমরা একটি ক্রিসমাস পুতুল আঁকাব এবং সেই সাথে একটি হরিণ আঁকাতে হবে। এবং সর্বশেষ আমরা একটি চাঁদ আঁকাব।
![]() |
---|
এই ধাপে আমরা একটি কালো রঙের মার্কার দিয়ে পুরো অঙ্কটি ভালো করে আবার একাবার এঁকে নিব যাতে করে সম্পূর্ণ চিত্র টি বোঝা যায়।
![]() |
---|
আমাদের চিত্র সম্পূর্ণ রূপে তৈরি এবার আমাদের কে রং করতে হবে। আর প্রথমে আমরা আকাশ টিকে রং করব।
![]() |
---|
এবার আমরা চারিপাশের গাছ গুলো রং করব। এবং ক্রিসমাস ট্রির উপরে একটি তাঁরা কে রং করে নিব।
![]() |
---|
এই ধাপে আমরা বড়দিনের উৎসব উপলক্ষে বাড়িটিকেও রং করতে ভুলব না।
![]() |
---|
সর্বশেষ ধাপে আমরা হরিণ টিকে রং করব। আর সেই সাথে আমাদের বড়দিনের উৎসব উপলক্ষে ক্রিসমাস ট্রি বা বড়দিনের বৃক্ষ অংকন সম্পূর্ণ হয়ে গেছে।
![]() |
---|
এই ধাপে আমি আমার তৈরি চিত্র অঙ্কনের সাথে একটি সেলফি তুললাম।
এই প্রতিয়োগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমার ৩ জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি -
কালার কম্বিনেশন টা অনেক সুন্দর লেগেছে আপনার। তবে অংকন টি চমৎকার লাগল। আপনার জন্য শুভকামনা রইল ভাই 🤪💞😁
ধন্যবাদ ভাই
বইনোক দিয়ে আর্ট করে নেওয়ার জন্য বাড়ি গেছেন৷ আপনি তো মিয়া ভালো না৷ হামাকোও আর্ট করি দাও কেনে?
ধন্যবাদ ভাইয়া আপনার মনের কথা বলার জন্য। আমি বর্তমান পার্বতীপুরে আছি ভাই।
ভাই আপনি বড় দিন উপলক্ষে প্রতিযোগিতায় ক্রিসমাস ট্রি নিয়ে সুন্দর ও চমৎকার চিত্র অংকন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য। আরো ধন্যবাদ জানায় এতো সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করার জন্য।
মারাত্মক আট করেছেন.
ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন।
3ডি আর্টের মত লাগছে কিছুটা। সাদা পেপার রঙ এর খুব সুন্দর ব্যবহার করেছেন।
ধন্যবাদ ভাইয়া।
বড় দিন উপলক্ষে আপনি ক্রিসমাস অনেক সুন্দর করে একটি বৃত্তের মধ্যে একেঁছেন। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাই
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Your post has been successfully curated by @irawandedy at 30%.
Thank you @irawandedy❤️❤️❤️
এত সুন্দর আর্ট আপনারা কিভাবে করেন। অসাধারণ হয়েছে ভাই শুভকামনা রইল আপনার জন্য এগিয়ে যান
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন
অসাধারণ হয়েছে
ধন্যবাদ বস।