স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এক সপ্তাহের এক্টিভিটি লিস্ট
![]() |
---|
"স্টীম ফর ট্র্যাডিশন" কমিউনিটি সম্পূর্ণ ভিন্ন একটি সম্প্রদায়। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটি ছাড়া স্টিমিটে আরও সম্প্রদায় রয়েছে। তবে "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটি অন্যান্য কমিউনিটির মতো না। আমরা এই সম্প্রদায়ে আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ও টিকে থাকা ঐতিহ্য নিয়ে পোস্ট করার সুযোগ পাচ্ছি। এর ফলে আমরা বিভিন্ন দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি। আমাদের দেশ বাংলাদেশে এমন অনেক জায়গা আছে। যেখানকার গ্রামীণ-জীবন আমাদের গ্রাম ও অঞ্চলের সাথে কোন গ্রামীণ জীবনের মিল নেই। আমাদের এই সম্প্রদায়ে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন আছে। এটি আমাদের সমস্ত জেলার ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ দেয়।
আমি সম্প্রদায়ের প্রত্যেক সদস্যকে "স্টিম ফর ট্রাডিশন" সম্প্রদায়ে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই এই সম্প্রদায়ে পোস্ট করুন, মন্তব্য করুন ও ব্যস্ততা বাড়ান।
ক্রমিক নং | মেম্বারদের নাম সমুহ |
---|---|
০১ | @toufiq777 |
০২ | @selimreza1 |
০৩ | @shihab24 |
০৪ | @rahul989 |
০৫ | @shamimhossain |
০৬ | @riyan1020 |
০৭ | @masud-rana |
০৮ | @hive-131369 |
০৯ | @aslamarfin |
১০ | @rumana12 |
১১ | @ahanaf057 |
১২ | @polash123 |
১৩ | @zufius |
১৪ | @anowarhoussain |
১৫ | @jannatmou |
১৬ | @mainuna |
১৭ | @nakib07 |
১৮ | @biplobsarker |
১৯ | @ratul420 |
২০ | @rahulkazi |
২১ | @meraj3217 |
২২ | @labibasultana |
২৩ | @naeem0 |
২৪ | @rakib570 |
২৫ | @ariful2 |


Vote for @bangla.witness
অনেক সুন্দর ভাবে একটিভ মেম্বারদের লিস্ট আপনি তৈরি করেছেন। আশাকরি পরবর্তী সময়গুলোতে আপনাদের পাশে থাকতে পারবো।আমার এক্টিভিটি দেখে অনেক ভালো লাগলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
ভাই আপনি অনেক সুন্দর ভাবে একটিভ মেম্বার দের একটা তালিকা তৈরী করেছেন। "স্টীম ফর ট্র্যাডিশন" কমিউনিটিতে এক্টিভ থাকার চেষ্টা করব। আমাকে মেনশন করার জন্য আপনাকে ধন্যবাদ।
লিস্টে আমি থাকতে পেরেছি ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আগামিতে আরো বেশি এক্টিভ থাকব আমি এইটা আশা করতেছি।