শনিবার,
তারিখঃ ০২ সেপ্টেম্বর ২০২৩
আসসালামু আলাইকুম,
"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি ঐতিহ্যবাহী ঝাঁকি জাল নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
 |
ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার কিছু চিত্র ধারণ। |
ঐতিহ্যবাহী ঝাঁকি জালঃ |
আমাদের এই বাংলাদেশে নানান জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে। তেমনি এক ঐতিহ্যবাহী পণ্য হলো ঝাঁকি জাল। এই ঝাঁকি জাল আদিম কাল থেকে এখন পর্যন্ত গ্রামে গঞ্জে ও শহরে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এই ঝাঁকি জাল এখনও আমাদের দেশের ঐতিহ্য বহন করছে। ঝাঁকি জাল দিয়ে এখনও গ্রাম অঞ্চলে মাছ ধরা হয়।

ঝাঁকি জালের ব্যবহারঃ |
বর্ষাকাল আসলেই সব জায়গায় মাছ ধরার ধুম পড়ে যায়। আর এই বর্ষাকালেই নদী অঞ্চলের মানুষেরা ঝাঁকি দিয়ে নদীতে মাছ ধরতে নেমে পড়ে। শুধু বর্ষাকালে যে ঝাঁকি জালের ব্যবহার করা হয় এটা ভুল। গ্রাম অঞ্চলের মানুষেরা যাদের নিজেস্ব পুকুর বা খাল-বিল রয়েছে তারা এই ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে থাকে। ঝাঁকি জাল দিয়ে খুব সহজেই মাছ ধরা যায়। বেশ কয়েকদিন আগে আমার এক প্রতিবেশী তিনি মেঘলা কালো দিনে সকালবেলা পুকুরে মাছ ধরার জন্য পুকুরে জাল নিক্ষেপ করছেন। তিনি অল্প সময়ে পুকুরে কয়েকবার ঝাঁকি জাল নিক্ষেপ করে অনেক গুলো মাছ শিকার করতে পেরেছেন। ঝাঁকি জাল আমাদের এলাকায় অনেক জনের বাড়িতে রয়েছে। আবার কারো কারো পুকুর না থাকা সত্ত্বেও ঝাঁকি জাল তৈরি করে রেখেছেন বর্ষায় নদীতে বা ঢুবে যাওয়া বিলে মাছ শিকার করার জন্য।
ঝাঁকি জাল তৈরিঃ |
গ্রামে আগেরকার দিনে দেখেছি বৃষ্টি বাদলের দিনে বা প্রচন্ড গরমে অবসর সময়ে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোকেরা তারা সুতা দিয়ে জাল বুনে থাকে। তারা প্রতিদিন অল্প অল্প করে ১-২ মাসে একটি জাল তৈরি করে থাকে। তারা প্রথমে সুতা দিয়ে ছোট ছোট ফাঁক রেখে জাল বুনে। ১০-১২ হাত বুনা হয়ে গেলে তারা বাজার থেকে লোহার কাঁঠি নিয়ে আসে। এরপর সুতা দিয়ে সেগুলো ঠিক করে। কাঁঠি দেওয়া হয়ে গেলে জালের উপর প্রান্তে সরু রশি বাঁধা থাকে যাতে জাল নিক্ষেপ করলে সহজেই ঢুবে যায়। আবার অনেকে সময় বাজারে গেলে ঝাঁকি জাল বিক্রি করতে দেখা যায়। তারা বিক্রেতারা তারা নিজেরাই জাল বুনে আবার মেশিনে তৈরি জাল ক্রয় করে তাতে লোহার কাঁঠি সংযুক্ত করে বিক্রি করে থাকেন।
আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা | ওয়ান প্লাস |
পোস্টের ধরণ | ঐতিহ্যবাহী ঝাঁকি জাল। |
ক্যামেরা | ৬৪ মেগাপিক্সেল |
ফটোগ্রাফার | @md-sajalislam |
অবস্থান | পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ। |
ধন্যবাদান্তে,
@md-sajalislam
https://twitter.com/sajalislam08/status/1697897447249567985?t=0ybYRnGQtHgRc8WRXcep3g&s=19
মাছ ধরার জন্য ঝাঁকি জাল বিশেষ ভুমিকা পালন করে। ঝাঁকি জাল সাধারণত নদীতে কিংবা পুকুর মাছ,ধরার কাজে ব্যবহৃত হয়। এই ঝাঁকি জালের মূল্য বর্তমান বাজারে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ঝাঁকি জাল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।
ধন্যবাদ।
গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগ ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করেন। আর যাকে জাল হলো আমাদের ঐতিহ্য। গ্রাম অঞ্চলে যাদের পুকুর রয়েছে তাদের বাসায় অবশ্যই একটি করে ঝাঁকি জাল রয়েছে । আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া ঝাঁকি জাল দিয়ে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মাছ শিকার করা যায়। অনেক কিছু ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পরেও ঝাঁকি জাল এখনো আমাদের ঐতিহ্য বহন করে চলতেছে। সত্যি অনেক ভালো লাগার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
আপনি একদম ঠিক বলেছেন ভাই গ্রামাঞ্চলে যাদের পুকুর বা খাল রয়েছে তারা এভাবে ঝাকি জাল দিয়ে মাছ শিকার করে থাকে। হাত দিয়ে ঝাকি জাল তৈরি করতে অনেক সময় লাগে। আমার নানা ছিল যে হাত দিয়ে ঝাকি জাল বানিয়ে বিক্রি করতো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
আমাদের গ্রামে সবচেয়ে মাছ ধরার সুন্দর মাধ্যম হচ্ছে ঝাঁকি জাল। আমার বাবা অনেক সময় নদীতে বা পুকুরে এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে থাকে। মাছ গুলো খুব টাটকা পাওয়া যায়। ঝাঁকি জাল দিয়ে সকলেই সহজেই মাছ ধরতে পারে। আমিও ঝাকি জাল দিয়ে মাছ ধরতে পারি। খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ধন্যবাদ।
জ্বী ভাইয়া আপনি ঠিক বলছেন বর্ষাকাল আসলে আমাদের গ্রামাঞ্চলে অনেকেই জাল নিয়ে মাছ ধরতে যায় এবং এই জালের মাধ্যমে অনেকেই বড় বড় মাছও পেয়ে থাকে কারণ এই বর্ষাকালে বন্যার পানিতে ভেসে আসা মাছগুলো এই জাল দিয়ে ধরা অনেক সহজ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ।
মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ।যাদের বাড়িতে পুকুর রয়েছে তাদের বাড়িতে এই জালগুলো থাকে।এই ধরনের জালগুলো দিয়ে বড় মাছ বা মাঝারি এই ধরনের মাছগুলো আটকা পড়ে। আমাদের বাসায় এমন দুটি ঝাঁকি জাল রয়েছে। এই জলগুলো দিয়ে পুকুরে বা নদীতে মাছ ধরা হয়। তবে এই জালগুলো নিক্ষেপ করার একটি বিশেষ কায়দা রয়েছে। আমাদের পুকুরে আমরা প্রায় প্রায়ই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
মাছ ধরার জন্য ব্যবহার করা এই ঝাঁকি জাল নিয়ে আপনি অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের এলাকায় এই জালটিকে "ভরি "জাল বলা হয়। বিভিন্ন ধরনের জলাশয়ে মাছ ধরার জন্য এই ঝাঁকিজাল বহু আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। তবে বর্তমানে বাজারে এই জাল কিনতে গেলে একেকটি জালের দাম প্রায় দুই থেকে তিন হাজার টাকা নেন বিক্রেতারা। বাজারে বিভিন্ন ধরনের সুতার তৈরি ঝাঁকিজাল পাওয়া যায়। তাই এই জানের ব্যবহার আমাদের ঐতিহ্য কে স্মরণ করিয়ে দেয়। চমৎকার ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
গ্রামাঞ্চলে বড় বড় পুকুরে মাছ ধরার জন্য এরকম ঝাঁকি জাল ব্যবহার করা হয়। এই জাল গুলো দিয়ে মাছ ধরা দেখতে ভালোই লাগে। আমাদের পুকুরে ও আমরা এই জাল দিয়ে মাছ ধরি। ঝাঁকি জাল নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
ঝাঁকি জাল দিয়ে আমি অনেক মাছ ধরেছি। এই জাল দিয়ে মাছ ধরা অনেক সহজ। আমি আমার পুকুরে প্রায় সময় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি। এই জাল দিয়ে মাছ ধরার পদ্ধতিটি অনেকটা ব্যতিক্রমধর্মী। এই জাল গুলো আমাদের গ্রামের কয়েকজন মানুষকে হাতে তৈরি করতে দেখেছি। এনারা ১-২ মাসের মধ্যে জাল বানিয় থাকে। আপনার ছবি গুলো সুন্দর হয়েছে মামা।
ধন্যবাদ ভাই।