আগেরকার দিনে জমিতে পানি দেওয়ার জন্য শ্যালোমেশিন ব্যবহার করা হতো।
রবিবার,
তারিখঃ ৩০ জুলাই ২০২৩
আসসালামু আলাইকুম,
"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি ৯০ দশকে পানি সেচের একমাত্র মাধ্যম হলো শ্যালোমেশিন নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
![]() |
---|
শ্যালো মেশিন হলো একটি ইঞ্জিন চালিত যন্ত্র। এই যন্ত্রটি জমিতে পানি সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই শ্যালো মেশিন চালানোর জন্য মূলত ডিজেল তেলের এবং এর ইঞ্জিন চালানোর জন্য মবিলের প্রয়োজন হয়।এছাড়াও এই শ্যালো মেশিনের সাথে একটি ছোট টিউবওয়েল থাকে।এই টিউবওয়েলটির সাথে মেশিন সেট দিয়ে টিউবওয়েলে পানি দিয়ে চাপতে থাকলে পানি উঠে আসলে তখন মেশিন হ্যান্ডেল দিয়ে স্ট্যাট করতে হয়।শ্যালো মেশিন চলাকালীন এটি ভটভট শব্দ করে।মেশিনের মুখে পাইপ লাগিয়ে কিংবা নালা করে জমিতে পানি দেওয়া হয়।
একটা সময় ছিল যখন দেশের সব জায়গায় বিদ্যুৎ ছিল না।তখব জমিতে পানি সেচের একমাত্র মাধ্যম ছিল এই ডিজেল চালিত শ্যালো মেশিন।আশির শতকের পানি সেচের একমাত্র মাধ্যম ছিল শ্যালো মেশিন। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এখন দেশের সব জায়গায়তেই বিদ্যুৎ থাকায় শ্যালো মেশিনের পরিবর্তে এখন মানুষ বিদ্যুৎতিক মটারেই ব্যবহার করছে বেশি।এই মটারের সাহায্য কৃষক অল্প সময়েই জমিতে সেচ দিতে পারে।
ছোট বেলায় স্কুল থেকে বাসায় এসে বন্ধুরা সবাই মিলে যেতাম শ্যালো মেশিনের পানিতে গোসল করতে।আম্মুকেও দেখতাম শ্যালো মেশিনের পানি দিয়ে কাপড় ধুতে।আমাদের গ্রামের অনেকেই তাদের টিউবওয়েলে পানি না থাকায় তারা থালা বাসন ও পরিষ্কার করতো এই শ্যালো মেশিনের পানিতে।
সাধারণত আমরা দেখি আমন মৌসুমে পানি সেচের প্রয়োজন হয় না।কারন এসময় আকাশের পানিতেই চারিদিক ভরে উঠে। কিন্তু এবছর বৃষ্টি না হওয়ার এবং অতিরিক্ত লোডশেডিং এর ফলে কৃষক আবার এই শ্যালো মেশিনের ব্যবহার শুরু করেছে।আমাদের এলাকায়ও এবার অনেকেই শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছে।
আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ক্যামেরা | ওয়ান প্লাস |
---|---|
পোস্টের ধরণ | শ্যালোমেশিন দিয়ে পানি সেচ |
ক্যামেরা | ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা |
ফটোগ্রাফার | @md-sajalislam |
অবস্থান | পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ। |
![]() |
---|
ধন্যবাদান্তে,
@md-sajalislam
ডিজেল চালিত স্যালো মেশিন কৃষি কাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান আবহাওয়া বিরুপ হওয়ায় বৃষ্টি কম হচ্ছে এবং কৃষকেরা নির্ভর হচ্ছে এই স্যালো মেশিন এর উপর। শ্যালো মেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শ্যালো মেশিন নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। যখন বিদ্যুৎ ছিল না তখন শ্যালো মেশিন ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষ আবার সালে মেশিন ব্যবহার করছেন। ছোটবেলায় আমরা শ্যালো মেশিনের পানিতে গোসল করতাম। সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
আমাদের দেশে জমিতে সেচের প্রয়োজন। আর সেচের মাধ্যমে জমিতে ফসল উৎপন্ন করা হয়। তার জন্য পানি সেচের একমাত্র মাধ্যম হলো শ্যালোমেশিন। শ্যালোমেশিন আগেকার সময়ে প্রচুর পরিমানে চাহিদা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে শ্যালোমেশিনের চাহিদা কমে যাচ্ছে।
শ্যালো মেশিন আমাদের ঐতিহ্য। আগের দিনে শ্যালো মেশিন এর ব্যবহার বেশি করা হতো জমিতে সেচ দেওয়ার জন্য, এখন ইলেকট্রনিক মটর নামার কারণে শ্যালো মেশিন এর ব্যবহার কমে গেছে, আমাদের শ্যালো মেশিন ছিলো। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন ভাই। ফটোগ্রাফি দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ডিজেল চালিত এই শ্যালো মেশিন গুলো এখন আর আশেপাশে দেখা যায় না। এগুলোর পরিবর্তে এখন সবাই বৈদ্যুতিক পাম্প ব্যবহার করে পানি উত্তোলন করে কৃষি জমিতে দিয়ে থাকে।আমাদের গ্রামে আগে একাধিক ডিজেল চালিত শ্যালো মেশিন ছিল দিয়ে কিন্তু বর্তমানে এখন সবগুলোই বৈদ্যুতিক মটর দিয়ে পানি উত্তোলন করা হয়।
শ্যালো মেশিন নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট লিখেছেন।একটা সময় ছিল যখন সেচের একমাত্র মাধ্যম ছিল শ্যালো মেশিন।কিন্তু এখন শ্যালো মেশিনের পরিবর্তে কৃষকেরা বৈদ্যুতিক মটারেই বেশি ব্যবহার করছে।আপনার তোলা ছবিগুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া
https://twitter.com/sajalislam08/status/1685593486463311872?t=hUAB91Wxu_rfMryZRlBuKw&s=19
শ্যালো মেশিন সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন। আগে একমাত্র পানি প্রয়োগ করার এই যন্ত্রটি দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এইটি ছিল আমাদের অনেক উপকারী একটি জিনিস। বিদ্যুৎ থাক বা না থাক মেশিন চালু করলে সম্পূর্ণ পানি মিশিয়ে দেওয়া যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
শ্যালোমেশিন নিয়ে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন আপনি।আগের দিনে শ্যালোমেশিন প্রচুর ব্যবহার হতো।বর্তমান আধুনিকতার ছোঁয়ায় শ্যালো মেশিন হারিয়ে যাচ্ছে।এখন কম বেশি সবাই মটার ব্যবহার করে।আপনি সুন্দর ভাবে ছবি গুলো তুলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।