গ্রামঅঞ্চলের ঐতিহ্যবাহী ফুটবল খেলা

in Steem For Tradition2 years ago
আসসালামু আলাইকুম
স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে যানাই,মাহে রমজানের শুভেচ্ছা । আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই হালকা গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ঐতিহ্যবাহী ফুটবল খেলা নিয়ে কিছু কথা বলবো।আশা করি সকলের ভালো লাগবে। নিচে তাহলে শুরু করা যাক।
কভার ফটো
Polish_20230409_161348975.jpg
উপরের যে ছবি গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের ঐতিহ্য বাহী ফুটবল খেলা। এটি আমাদের গ্রামঅঞ্চলের জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশের প্রায় সব জায়গার মানুষ এই খেলা খেলে থাকে।এই ফুটবল খেলা গ্রাম অঞ্চলের অনেক জনপ্রিয় একটি খেলা।আমিও এই ফুটবল খেলা খেলতে অনেক পছন্দ করি। আমি ছোট বেলা থেকে এই ফুটবল খেলা খেলি।
IMG_20230404_180136.jpg
IMG_20230310_173723.jpgIMG_20230310_173711.jpg
তো আমি একদিন আমাদের জমিতে পানি নেওয়ার জন্য যাচ্ছিলাম তো আমাদের জমি যাওয়ার সময় আমাদের এলাকার একটি স্কুলে দেখতে পেলাম দুটি দল মিলে ফুটবল খেলতেছে।এই ফুটবল খেলা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তখন আমি হাট্টে হাট্টে স্কুলটির ঐদিক গেলাম সেখানে গিয়ে দেখলাম যে একটি টিম হচ্ছে আমাদের গ্রামের ও আরেকটি টিম হচ্ছে আমাদের পাশের গ্রামের।দুই টিমই অনেক ভালো খেলতেছিল। তবে আমাদের গ্রামের টিমের থেকে পাশের গ্রামের টিম একটু ভালোই খেলতেছিল।কিছুখন খেলার পর তারা হাফ টাইম এর জন্য বিরতি নিলো।
IMG_20230310_173738.jpg
IMG_20230310_173709.jpg
এরপর তারা সবাই বসে একটু রেস্ট নিয়ে পানি খেল। এরপর আমি তাদের কিছু পরামর্শ দিলাম। এরপর তারা আবার মাঠে প্রবেশ করল এবং আবার খেলা শুরু করল। এটপর আমার পরামর্শ অনুযায়ী বেশ ভালো খেলতে শুরু করল। কিছুখন পর তারা একটা গোল দিল এভাবে তারা খেলতে খেলতে দুটি গোল দিল। এরপর সময় শেষ হলে তারা জিতে গেল। আসলেই ফুটবল খেলাটি দেখে আমি মুগ্ধ হলাম এবং আমার অনেক ভালো লাগলো খেলাটি দেখে। আমাদের গ্রাম অঞ্চলে বেশির ভাগ সময় আমরা ফুটবল খেলা খেলি।
IMG_20230404_175501.jpgIMG_20230310_173552.jpg
IMG_20230404_175754.jpg
বিশেষ করে আমরা যখন আমন ধান কাটা মারা মারি করি তখন আমরা একটু বেশি ফুটবল খেলা খেলি। ফুটবল খেলা এটা ঐতিহ্যবাহি খেলা। কারন এই খেলা সব ধরনের মানুষ খেলাটি বুঝতে পারে।তাই এই খেলা সবাই পছন্দ করে।তাই আমরা এই ফুটবল খেলাটি ধরে রাখার জন্য ফুটবল খেলা নিজেও খেলবো আবার অন্যকেও খেলার জন্য উৎসাহিত করব।
পরিশেষে সকলের সুসাস্থ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে।


আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসvivo y33s
ফটোগ্রাফার@ahanaf057
লোকেশনতের-আনিয়া, যশাই,পার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ আহনাফ শাহরিয়ার । আমার স্টিমিট ইউজার নেম @ahanaf057। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার যশাই হাটের তের-আনিয়া গ্রামের একজন বাসিন্দা। আমি পার্বতীপুর সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি।এখন পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি ও ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি। আর সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 2 years ago 

গ্রামঅঞ্চলের ঐতিহ্যবাহী ফুটবল খেলা নিয়ে অসাধারণ একটা পোস্ট করেছেন ভাই, ছোট বেলায় এই ফুটবল খেলা অনেক খেলছি, এখনো আমি মাঝে মাঝে খেলি,ফুটবল খেলা কম বেশি সবার পছন্দের একটা খেলা।আপনি দারুন ফটোগ্রাফি করছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

ফুটবল খেলা দেখে না এমন লোক পাওয়া মুশকিল। গ্রাম বাংলার খুব জনপ্রিয় খেলা ফুটবল খেলা। ছোট সময় অনেক বায়না ধরতাম একটা ফুটবলের জন্য। আমাদের গ্রামে ধান কাটার পর মাঠে সবাই মিলে ফুটবল খেলতাম। অনেক সুন্দর ভাবে সাজিয়েছে উপস্থাপন করছেন ভাই । অসংখ্য ধন্যবাদ ভাই জনপ্রিয় ফুটবল খেলা নিয়ে এত সুন্দর লেখার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Loading...
 2 years ago 

চমৎকার লাগল আপনার পোস্ট। তবে ভালোই লিখেছেন ভাই। ছোটো বেলায় অনেক খেলেছি এইভাবে। ধন্যবাদ ভাই চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য। 💝

 2 years ago 

ফুটবল একটা জনপ্রিয় খেলা। ফুটবল খেলা সবাই পছন্দ। শৈশবে সবাই ফুটবল খেলা খেলছে। ফুটবল আমিও খেলি।ফুটবল খেলার হাজার হাজার দর্শক।ঐতিহ্য ফুটবল খেলা। আপনি ফুটবল খেলা নিয়ে খুব সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। আমিও ফুটবল খেলতে পছন্দ করি। আমরা আগে সবাই মিলে মাঠে খেলতে যেতাম এখন আর খেলা হয়।সবাই কাজে কাজে ব্যাস্ত হয়ে গেছে অনেক আগে থেকে আর খেলা হয় না।ধন্যবাদ আপনাকে ফুটবল খেলা নিয়ে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

বেশ কিছুদিন আগেও বিকাল হলে সবার হাতে দেখা যেত ফুটবল নয়ত ক্রিকেট বল। কিন্তু সময়ের কালক্রমে এবং ডিজিটালাইজেশনের কারণে এখন তারা দেখতে পাওয়া যায় না। এখন অবসর সময়ে খেলাধুলা না করে সবাইকে ফ্রী ফায়ার গেম খেলতে দেখতে পাওয়া যায়। আপনি এই ঐতিহ্যবাহী খেলা নিয়ে সুন্দর উপস্থাপন করেছেন এবং লিখেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

ফুটবল এমন একটি খেলা যে খেলায় সবাই অংশগ্রহণ করতে চায় কারণ বলে একটা লাথি দিতে পারলেই যেন আনন্দ। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। আমাদের দেশেও এর ব্যতিক্রম নয় তবে শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে ফুটবল খেলা বেশি হয়। ভালো লিখেছেন।শুভকামনা রইল

 2 years ago 

ঐতিহ্যবাহী ফুটবল খেলা হলো বাংলাদেশের একটি অন্যতম খেলা।এই খেলা খেলতে প্রায় সবাই ভালোবাসে। ফুটবল খেলতে আমাকেও খুব ভালো লাগে। তবে তেমন খেলা হয় না এখন। খুব সুন্দর লিখেছেন আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

গ্রাম অঞ্চলের ছোটখাটো ফুটবল খেলায় আমি যতটুকু মজা পাই ততটুকু মজা বড় বড় ক্লাবের খেলা দেখে পাই না। আমরা ছোটবেলায় যখন স্কুল মাঠে ফুটবল খেলতে যেতাম তখন পাশের বাড়ির ছোট্ট একটি ভাইকে নিয়ে যেতাম কারণ তার ফুটবল ছিলো। আর ফুটবল ভাড়া আমাদের ১০ টাকা দেওয়া লাগে, তার ফলে আমাদের প্রত্যেকটি ম্যাচ পাঁচ টাকা দশ টাকা করে বাজিতে খেলতে হয়। তার ফলে তাদের ফুটবলে ভাড়া টা আমরা দিতে পারতাম। বিশেষ করে মজা ছিল তখন যদি হ্যান্ডবল হত তাহলে কত বাহানা এমনকি মাথা ছুঁয়ে ওয়াদা করতাম কতই না মজা হতো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83904.00
ETH 2099.68
USDT 1.00
SBD 0.63