ঘর সাজানো বিভিন্ন ধরনের সোপিস

in Steem For Tradition2 years ago

আজ শনিবার,
তারিখঃ ০২-সেপ্টেম্বর-২০২৩

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।আমি @afsanaety,
আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
"স্টিম ফর ট্রেডিশন" কমিউনিটির সকল সদস্যদের জানাই মন থেকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
আজকে "স্টিম ফর ট্রেডিশন" সদস্যদের জন্য নিয়ে এলাম নতুন এক আলোচনা নিয়ে,
"ঘর সাজানো বিভিন্ন ধরনের সোপিস"।আশা করি সকলের ভালো লাগবে।চলেন তাহলে কথা আর না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।

20230902_133750.jpg

প্রত্যেকে চায় তার বাড়িটি সুন্দর করে পরিপাটি থাকুক।ঘর সাজাতে অনেক কিছুর দরকার হয় তবে অনেকেই নিজের সখ পুরণ করতে বিভিন্ন জিনিস কিনেন বা নিজেই তৈরি করেন।ঘরের সৌর্ন্দয বৃদ্ধি করতে সোপিসের কোনো বিকল্প নেই।এমন বাসা খুব কম পাওয়া যাবে যেখানে সোপিস নেই।কম বেশি সবার বাসায় সোপিস দেখা যায়।আমাদের বাসায় বিভিন্ন জায়গায়,এবং প্রত্যকটি ঘরে সোপিস আছে।ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে।তাই আমি আজ আমার বাসার এক অংশের সোপিস নিয়ে আলোচনা করবো।হাজার বছর ধরে মানুষ সোপিস ব্যবহার করে আসছে।বিভিন্ন ধরনের সোপিস পাওয়া যায়,যার হিসাব নেই।কাঁচের তৈরি,চিনা মাটির,প্লাস্টিকের,বাঁশের,বেঁতের,কাদামাটির তৈরি,কাঠের,কাগজের তৈরি আরো নাম না জানা অনেক ধরনের সোপিস দেখতে পাওয়া যায়।ছবিতে দেয়া সোপিসটি দেখে মনে হচ্ছে বাস্তব কোনো বাড়ি।আমি মাঝে মাঝে এ সোপিসের দিকে তাকিয়ে থাকি আর ভাবতে থাকি মানুষ চাইলে সব কিছু করতে পারে।

20230902_134004.jpg

20230902_134030.jpg

এটি একটি ছোট ফুলদানির মতো সোপিস,চিনা মাটির তৈরি।কিন্তু এটি ফুলদানি না।সামনে পিছনে অনেক সুন্দর করে নকশা করা।সাথে মুক্তার মতো পাথর দেয়া।সাথে আর্টিফেসিয়াল ফুল লাগানো।ছবিতে যতোটা সুন্দর দেখতে,বাস্তবে আরো সুন্দর।

20230902_133709.jpg

সোপিসটি শক্ত ও মোটা কাগজ এবং ছোট ছোট শামুকের তৈরি।এটি একটি নৌকা।এতো সুন্দর নৌকা দূর থেকে কেউ বুজবেনা যে এটি কাগজের তৈরি।তবে এ কাগজ সহজে নষ্ট হবেনা।ছোট ছোট শামুক দিয়ে কতো সুন্দর একটি আকার দিয়েছেন কারিগর।সোপিসটির ওজন আছে,শামুক থাকার জন্য সোপিসটির ওজন বেশি হয়েছে।

20230902_133625.jpg

20230902_171231.jpg

20230902_171112.jpg

কাঁচের তৈরি সোপিস,কাদামাটি ও বাঁশের তৈরি সোপিস দেখতে অনেক সুন্দর লাগে।কারিগররা অনেক পরিশ্রম করে ধাপে ধাপে জিনিস গুলো বানায়।সময় যেমন লাগে তার চেয়ে বেশি পরিশ্রম হয়।সোপিসের দাম বিভিন্ন ধরনের আছে তাই নির্দিষ্ট দাম বলছিনা।আমাদের দেশে বা অন্য দেশে সব জায়গায় সোপিসের প্রচলন রয়েছে।শুধু ঘর সাজানোর সোপিস কিনে রেখে দিলেই হবেনা।সে জিনিস গুলোর ময়লা প্রতিদিন পরিষ্কার করতে হবে নইলে খুব তারাতাড়ি নষ্ট হয়ে যাবে।ঘরের যে কোনো জিনিস যত্ন করলে টিকে থাকে,এছাড়া যত্ন করলে অনেক অনেক বছর একই রকম লাগে দেখতে,যেমনটা নতুন অবস্থায় ছিল।

20230902_171740.jpg

আমি আমার বাসার একটি কর্নার আপনাদের সাথে শেয়ার করেছি।এ স্লেফটিতে বিভিন্ন ধরনের সোপিস সাজিয়ে রেখেছি।যা সব আমার পছন্দের।আমি বাজারে কিংবা মেলাতে গেলে যে সোপিস ভালো লাগে চোখে সেটাই কিনে নিয়ে বাসায় আসি।ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে সোপিস।সোপিসের অনেক ধরন আছে।সব গুলো তুলে ধরতে না পারলেও আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি।

লিখায় কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।পোস্টটি পড়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন।আবারও আগামীতে হাজির হবো নতুন কোনো কিছু নিয়ে।ততোদিন সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন আশা করি।

আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সৌখিন মানুষেরা ঘরে বিভিন্ন ধরনের শোপিস রাখেন।আপনার শেয়ার করা প্রথম ছবিটি অর্থাৎ ঘরের শোপিসটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এখানে মাটির তৈরি দুটি শোপিস দেখা যাচ্ছে যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঘরের মাঝে এ ধরনের শোপিস থাকলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ঘরকে দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে টেবিলের ওপর এ ধরনের সবকিছু গুলো দেখতে অসাধারণ লাগে। অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago (edited)

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। শোপিস গুলো দেখলে কিনতে মন চায়। ঘর সাজানোর জন্য অন্যতম একটি মাধ্যম হলো এই বিভিন্ন ধরনের শোপিস গুলো। শুধু শোপিস নয় আপু ,যে কোন জিনিসের যদি যত্ন না করা হয় তাহলে সেই জিনিসটি বেশিদিন টিকে না। আপনার শেয়ার করা প্রথমের শোপিজটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বুক সেলফে রাখা শোপিস গুলো অনেক সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

শোপিস ঘরের সৌন্দর্য বাড়ায়। প্রত্যেক মেয়েরই এই জিনিসগুলোর প্রতি একটি আলাদা টান থাকে। আপনার শেয়ার করা সবগুলো শোপিস আমার বেশ ভালো লেগেছে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ছবির শেপিসটি। বিভিন্ন ধরনের মেলায় এই শোপিস গুলো পাওয়া যায়। আপনি আপনার রুমের কর্নারের সেল্ফটি খুব সুন্দর করে সাজিয়েছেন। এগুলো ঘরের সৌন্দর্য বহুবনে বাড়িয়ে দেয়। আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

শোপিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, আপনি বিভিন্ন ধরনের শোপিস নিয়ে দারুণ উপস্থাপন করছেন আপু। কর্নার সেল্প এ বিভিন্ন শোপিস সাজিয়ে রাখা হয়। ফুলের ঝুড়ি দেখতে অসাধারণ লাগে। আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শোপিস সম্পর্কে অনেক সুন্দর ধারনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

এমন শোপিস গুলো ঘরের মধ্যে থাকলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় আপু। আপনার প্রতিটি শপেজ আমার খুবই ভালো লেগেছে। সব থেকে ফলের ঝুড়ি এবং বাড়িটি বেশি ভালো লেগেছে। শোপিস গুলোর সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের সোপিস ঘরের সাজিয়ে রাখা হয়। আপনার শেয়ার করার সোপিস গুলো অনেক সুন্দর। খুব সুন্দর আলোচনা করেছেন আপু। ঘর সাজানো বিভিন্ন ধরনের সোপিস নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg
 2 years ago 

ঘর সাজানোর জন্য শোপিস গুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপু। আপনার ঘরের সাজানোর দৃশ্য দেখে মনে হচ্চে আপনি বেশ শৌখিন মানুষ। নৌকা কোথায় সাজিয়ে রেখেছিলেন আপনি? মাটির বানানো এই ফল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপু। যত্ন করলে অনেকদিন ভালো থাকে এই জিনিসগুলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.032
BTC 93926.96
ETH 1773.31
USDT 1.00
SBD 0.86