ডায়েরি গেম - ১৫- ফেব্রুয়ারি - ২০২৫ - আমার কাটানো নরমাল একটি দিনের গল্প।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি।আমরা প্রতিদিন বিভিন্ন কাজের মাধ্যমে একটি দিন পার করে থাকি প্রতিদিনই আলাদা আলাদা কাজের মাধ্যমে দিন পার হয়।তাই আজকে আপনাদের মাঝে আমার কাটানো দিনের কিছু সময়ের গল্প তুলে ধরলাম।
সকালে ঘুম থেকে উঠলে আমার শরীরটা অনেক খারাপ লাগে কারণ ঘুম যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায়। ফজরের নামাজ পড়ে আবার কিছুক্ষণ শুয়ে রইলাম। ঘড়িতে যখন ছয়টা তখন উঠে গেলাম সবার জন্য নাস্তা বানানোর জন্য। সবার জন্য নাস্তা বানিয়ে এরপর সবাই উঠলে একসাথে সকালের নাস্তা করে নিলাম। সকালে ঘুমটা কাটার জন্য আমার এক কাপ চা খেতে হবে তাই করা করে এক কাপ চা বানিয়ে খেয়ে নিলাম।
চা খাওয়া শেষ হলে ঘরের হালকা কিছু কাজ ছিল কাজগুলো করে নিলাম। অন্যদিকে আমার শ্বশুরবাড়ি থেকে ডিম পাঠিয়েছিল কারণ আমাদের ঘরের সবগুলো দিন শেষ হয়ে গেছে ডিমগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম ও দুপুরের রান্নার জন্য কিছু সবজি পাঠিয়েছিল তা রেখে দিলাম।
সবজিগুলো সুন্দর করে কাটা হলে আমি দুপুরের রান্নার জন্য চলে গেলাম। রান্না করতে করতে অনেক সময় লেগে গেল রান্না শেষ হলে পাতিল গুলো পুরো ধুয়ে গোসল করে দোকানের নামাজ পড়ে নিলাম। সবাই একসাথে হলে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম।
আসরের আযান দিলে উঠে অজু করে আসরের নামাজ পড়ে নিলাম। সময় কাটতেছে না তাই চলে গেলাম বাড়ির ছাদের গাছগুলোকে দেখার জন্য। ছাদের বিভিন্ন রকমের গাছের মধ্যে আমি খুবই সুন্দর একটি গাঁদা ফুল গাছ লাগিয়েছি। গাঁদা ফুল গাছ আমার অনেক ভালো লাগে কারণ একসাথে অনেকগুলো ফুল ফুটে যাওয়ার কারনে গাছটি সুন্দর দেখায়। আমার গাছটি অনেক ছোট তারপরেও গাছের ভিতরে চার পাঁচটি ফুল ফুটেছে।
ছাদ থেকে নেমে আমাদের পালন করা হাঁস মুরগি গুলোকে খাবার খেতে দিলাম খাওয়া শেষ হলে হাঁস মুরগিগুলোকে তাদের বাসায় ঢুকিয়ে দিলাম। একটু পরে মাগরিবের নামাজে সময় হয়ে গেল দুপুরে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে কিছুক্ষণ পরে দেখি বাজার থেকে ঘের নাস্তার জন্য বুট ভাজি, পেঁয়াজু, বেগুনি নিয়ে আসে তার সাথে কাঁচা বুটের সাথে সালাত দিয়ে করা একটি খাবার নিয়ে এসে যা খেতে আমার অনেক ভালো লাগে। আমরা সবাই একসাথে এই খাবার দেখে রাতে আর আমি ভাত খাই না। এরপর সবার খাওয়া-দাওয়া শেষ হলে সব কিছু গুছিয়ে রাতে ঘুমাতে চলে গেলাম।
বন্ধুরা আজকে আমার দিনটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Hi, Greetings, Good to see you Here:)