ডায়েরি গেম - ৩১ মার্চ - ২০২৫ - ঈদের দিনে সবার সাথে মিলেমিশে কাটানো সুন্দর একটি দিনের গল্প।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক।ঈদ মানে আনন্দ ঈদ মানে মজার মজার খাবার খাওয়ার সময়। ঈদ আমাদের মুসলমানের জন্য খুবই আনন্দের একটি দিন সবাই এই দিনে একে অপরের সাথে সুখ ভাগাভাগি করে নেয়। ঈদের দিন আমরা সবাই মজার মজার খাবার খেয়ে থাকি তাই আজকে আমি আপনাদের মাঝে কি কি করেছি তার কিছু ফটোগ্রাফি তুলে ধরলাম।
সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে তাকিয়ে দেখি সবাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আমার কিছু অপরিষ্কার থালাবাটি ছিল তা আমি ধুয়ে রেখে দিলাম । থালা বাটি গুলো দোয়া হলে আমি প্রথমে গিয়ে গোসল করে নিলাম ঈদের দিন সকাল সকাল সকাল সবাই গোসল করে নতুন জামা কাপড় পড়ে। এরপর চলে গেলাম সকালের জন্য সেমাই তৈরি করার জন্য সেমাই তৈরি করা হলে আমি সবার জন্য নুডুলস তৈরি করে নিলাম।
নুডুলস তৈরি করা হলে সবাই মসজিদে যাওয়ার আগে সকালের নাস্তা করে নিল একসাথে বসে। নাস্তা করা শেষ হলে সবাই চলে গেল ঈদের নামাজ পড়ার জন্য অন্যদিকে আমরা তৈরি হতে শুরু করে দিলাম। সবাই নতুন জামা কাপড় পড়ে একে অপরের সাথে সালাম বিনিময় করলাম আমি সবার কাছ থেকে অনেকগুলো সালামি পেয়ে গেলাম।
সবার সাথে দেখা করা শেষ হলে চলে গেলাম রান্না করার জন্য আমি আর আমার শাশুড়ি দুইজন একসাথে মিলে দুপুরে খাওয়ার জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার সিদ্ধান্ত নেই। আমার শাশুড়িকে সবকছু গুছিয়ে দিলে তিনি বসে বিরিয়ানি রান্না করে। রান্না করা শেষ হলে সবাই একসাথে বসে বিরিয়ানি খায়।
খাওয়া-দাওয়া শেষ করা হলে কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে অতিথিরা আসে। তারা এসে সবার সাথে সালাম বিনিময় করে ও অনেক আড্ডা দেওয়া শুরু করে দেয়। আমরা তাদেরকে খাওয়ার জন্য কিছু ফল কেটে দিও অনুরোধ রান্না করে দি সবাই একসাথে বসে নাস্তা করে ও অনেক কথা বলি।
তারা অনেকক্ষণ গল্প করার পর তাদের বাড়িতে চলে যায় কিছুক্ষণ পরে আসরের নামাজের সময় হলে নামাজ পড়েনি বাজার থেকে আসার সময় আমার দেবর খুবই মজার একটি মিষ্টি নিয়ে আসে এই মিষ্টিটি আমার খুবই পছন্দের তাই আমরা সবাই বসে মিষ্টি খাই।
খাওয়া-দাওয়া শেষ হলে সন্ধ্যা হয়ে গেলে মাগরিবের নামাজ পড়েনি। নামাজ শেষ করে সবার জন্য চা বানাতে চলে যায়। চা বানানো হলে কিছুক্ষণ পরে সবাইকে ডেকে এনে একসাথে চা দিয়ে বিস্কুট খায়।
ঈদের দিন রাতে খাওয়ার জন্য আমরা মুরগির কাবাব ও পরোটা খাওয়ার পরিকল্পনা করি। তার বাজর থেকে মুরগির কাবাব ও গরম গরম পরোটা নিয়ে আসে সবাই একসাথে বসে মজা করে খাই ।
তো বন্ধুরা আমার ঈদের দিনটি এভাবে কেটে গেল আপনাদের আমার কাটানো দিনটি কেমন লাগলো জানাবেন।
তো বন্ধুরা আজকে আমার দিনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Hi, Greetings, Good to see you Here:)