দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি পরিস্থিতি শেয়ার করলাম

in Steem For Bangladesh4 months ago

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

IMG_20241107_120802.jpg

Cox's BazarLocation Map

আসসালামু আলাইকুম অনেকদিন হয়ে গেল কোন ব্লগ লেখা। কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছে প্রায় 20 দিনের বেশি সময় ধরে। অনেকদিন পর একটি নতুন মোবাইল সংরক্ষণ করলাম এবং নতুন মোবাইল সংরক্ষণ করার পরেই প্রথমে চিন্তা করলাম একটি ব্লক লেখা উচিত
।আমি যেহেতু কক্সবাজারে থাকি তাই কক্সবাজার কেন্দ্রের বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করার। গত কয়েক কক্সবাজার এলাকায় ব্যবসায়ী যারা ছিল তাদের জন্য খুবই কঠিন একটা মুহূর্ত পার হয়েছে বিষয়টা যে শুধু কক্সবাজার বাসির জন্য তা নয় বাংলাদেশে একটা বিরাট বিপর্যয় গিয়েছে। সবকিছু অতিক্রম করে গত মাসে পরিবেশ পরিস্থিতি একটু শান্ত পাওয়ার পর আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্যবসা হয়েছে। গত মাসের মাঝামাঝি সময় থেকে কক্সবাজার এলাকায় অবস্থান করছি ব্যবসা উদ্দেশ্য। শীতকালীন বিভিন্ন পণ্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণ শীতকাল প্রায়ই চলে এসেছে।

IMG_20241107_120750.jpg

IMG_20241107_120714_1.jpg

Cox's BazarLocation Map

গতকালকে দুপুরের দিকে আকাশ অনেকটা মেঘ ছিল এবং গুটি গুটি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি শুরু হওয়ার আগে প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হয়েছে অনেকটা তুফান আসার মত। বিকালের সময়টা পর্যন্ত দোকানের বাহিরে পর্দা নামিয়ে অপেক্ষা করেছিলাম। অবশেষে অনেকক্ষণ পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার পরে বিকালের পরে বাতাস বন্ধ হয়ে আসলো।আবার এখন যেহেতু নভেম্বর মাস শুরু হয়ে যাচ্ছে কক্সবাজারে পর্যটক অনেকটা কমে এসেছে। নভেম্বর মাসে পর্যটকের সংখ্যা কক্সবাজার থাকে না বললেই চলে কারণ এই সময়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা গুলো সংগঠিত হয়। যেহেতু এই সময়ে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা থাকে তাই পারিবারিকভাবে যে পর্যটকরা ভ্রমণ করার জন্য আসে তাদের পাওয়া যায় না। তাই বলতে গেলে কক্সবাজারের জন্য নভেম্বর মাসটা ব্যবসার জন্য উপযুক্ত নয়। সন্ধ্যার পর থেকে উল্লেখযোগ্য তেমন কোন ব্যবসা হয় নি সন্ধ্যার পর থেকে রাতের প্রায় বারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ব্যবসার ভাবটাই এমন এখানে কখনো ভালো হবে আবার কখনও সারাদিন এবং রাত অপেক্ষা করার পরেও ব্যবসা ভালো হবে না এভাবেই ব্যবসা হয়।তবে গতকালকে খুব ভালো একটা সেল হয়েছে

IMG_20241107_120653.jpg

Cox's BazarLocation Map

এইভাবেই অনুপ্রেরণা নিয়ে উদ্যোক্তা জীবনটা অতিক্রম করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ধীরে ধীরে ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারব। কারণ কোন একটা জায়গায় প্রতিষ্টা অর্জন করতে চাইলে অবশ্যই ধৈর্য ধারণ করে সেখানে লেগে থাকলে হয় এবং পরিকল্পিত পরিশ্রম দিতে হয়। তবে সেই সেক্টরে ভালো একটা অবস্থান তৈরি করা সম্ভব। পরিকল্পিত পরিশ্রম না করলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Sort:  
 4 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI00
Period2024-11-07
ResultClub100

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95957.89
ETH 2786.70
SBD 0.67