বিনয়ী আচরণের মাধ্যমে একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব

in Steem For Bangladesh2 years ago
আসসালামু আলাইকুম আরেকটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে অবস্থিত হয়েছি। আশা করি সবাই ভাল আছেন সবার জন্য শুভকামনা রইল। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর ভিড়ে সবচাইতে সভ্য প্রাণী মানুষ। মানুষের বিচিত্র ব্যবহার ও বুদ্ধিমত্তা অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করেছে।

20230320_123350.jpg

Cox's BazarLocation Map

মানুষের মধ্যে একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজবদ্ধ হয়ে বসবাস করার একটা আলাদা যোগ্যতা রয়েছে। এছাড়াও মানুষের মধ্যে বিভিন্ন রকমের কার্য ক্ষমতা ও নতুন নতুন জিনিস আবিষ্কার করার মত জ্ঞান রয়েছে। মানুষের যে জ্ঞান ক্ষমতা ও বোঝার ক্ষমতা ও বিবেক রয়েছে তা অন্যান্য প্রাণীর মধ্যে নেই বলেই মানুষ সৃষ্টির সেরা। কিন্তু এই সৃষ্টির সেরা মানুষদের মধ্যেও আবার অনেক মানুষ রয়েছে যারা সৃষ্টির নিকৃষ্ট প্রাণীর চেয়ে খারাপ আচরণ করে।

RIA04505-01.jpeg

Cox's BazarLocation Map

একজন মানুষ কে তখনই অন্য একজন মানুষ সম্মান করে যখন তার আচরণ এবং কথাবার্তা সুন্দর ও সাবলীল হয়। কোন ব্যক্তির আচরণ কথাবার্তা যদি সাবলীল ও সুন্দর না হয় তাহলে সে সম্মানিত হতে পারে না। আপনি যখন যা আপনার সামনে যে ব্যক্তি রয়েছে তার সাথে সুন্দর সাবলীল অভিনয় ভাবে কথা বলবেন তখন সে ব্যক্তি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ তার অন্তরে আপনার জন্য সম্মান তৈরি হবে এবং সেও আপনার প্রতি বিনয়ী আচরণ করবে। কিন্তু আপনি যদি বিনয়ী না হন অন্যের সাথে সম্মানের সাথে কথা না বলেন তাহলে দিন দিন মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে।

RIA04503-01.jpeg

Cox's BazarLocation Map

একজন প্রকৃত মুমিন এবং একজন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য মানুষের সাথে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করা। শুধু মানুষের ক্ষেত্রে নয় প্রত্যেকটা প্রাণীর প্রতি তার ভালোবাসা কাজ করবে। একজন বিনয়ী মানুষের কোন শত্রু থাকেনা। আপনি যত বেশি মানুষের সাথে সুন্দর ভাবে কথা বলবেন ও ভালো আচরণ করবেন তত বেশি মানুষ আপনার নিকটে চলে আসবে। আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। সাথে আপনি মহান আল্লাহর কাছে সম্মানিতদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। বিনয়ী আচরণ আপনাকে একজন প্রকৃত মানুষ হিসেবে তোকে তৈরি করবে। সুতরাং আমাদের সবাইকে আচরণের দিকে বিনয়ী হতে হবে সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে। তবেই আমরা প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পারব নিজেকে।

20230320_123349.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67