দীর্ঘদিন পর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাটানো কিছু সময়

in Steem For Bangladeshlast year

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

20240210_223916.jpg

20240210_172030.jpg

Cox's BazarLocation Map

গ্রামের বাড়িতে দীর্ঘদিন একটা সময় পার করে আসার পর পুনরায় ফিরে এসেছে কক্সবাজার। যেহেতু কক্সবাজারের ডিসেম্বরের পর থেকে মার্চ মাস পর্যন্ত ভালো একটা সিজন থাকে তাই এই সময়ে ভালো একটা ব্যবসা করার সুযোগ থাকে। জানুয়ারি মাসটা পুরোপুরি চট্টগ্রামের সময় দিয়েছি তাই চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসে এসে পূর্ণরাই আমার দোকানটাতে একটু সময় দিতে।গতকালকে সকালের দিকে গিয়েছিলাম একজন পরিচিত মানুষের বাড়িতে। দিনের সময় আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং পরিচিত মানুষদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে চেষ্টা করে। এক বড় আপু আসছে যার সাথে সব সময় কক্সবাজার আসলেই দেখা হয় খুবি স্নেহ করে। তাই অনেকদিন পর কক্সবাজার এসে আগে আপুর বাসায় গেলাম অনেকক্ষণ পর্যন্ত আপুর বাসায় সময় দিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে ফিরে এলাম। দুপুরের সময় চলে গেলাম এক ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য। যেহেতু সে চাকরি জিবি তাই তার শোরুমের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর বের হয়ে চলে এলাম। এরপরে আমার গন্তব্য ছিল দোকানের দিকে।

20240210_223913.jpg

Cox's BazarLocation Map

আমি সন্ধ্যার পর থেকেই দোকান নিয়ে গিয়ে বসতে চেষ্টা করে কারণ সারা দিনে আমার অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করতেই ভালো লাগে। এছাড়া দিনের সময় তেমন একটা কাস্টমারের চাপ থাকে না কারণ কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসে তারা বেশিরভাগ সময় নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সময় কাটায়। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর যখন আমি দোকানে প্রবেশ করেছিলাম তখন থেকেই মোটামুটি ঝামেলা শুরু হয়ে যায়। প্রচুর পরিমাণে পর্যটক এসেছে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার। পর্যটকের সংখ্যা এতটাই বেশি ছিল যে অনেক জায়গায় রুম পাওয়া যায়নি। পর্যটক অনুযায়ী ব্যবসা পরিকল্পনা করে কি সেই পরিমাণ না হলেও মোটামুটি ভালোই হয়েছে। সন্ধ্যার পর থেকে রাতের প্রায় ৯:৩০ পর্যন্ত দোকান থেকে বের হওয়ারই সুযোগ পাইনি। পরবর্তী যখন ঝামেলা একটু কমলো তখন দোকান থেকে বের হয়ে হালকা নাস্তা করে পুনরায় ফিরে এলাম।

20240210_172200.jpg

Cox's BazarLocation Map

সিজন সময়টাতে দোকানে প্রচুর পরিমাণে চাপ থাকে তাই রাতের বারোটা একটা পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। অনেক সময় দোকান বন্ধ করতে রাত দুইটারও বেশি পার হয়ে যায়। কারণ কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা চেষ্টা করে প্রায় মধ্যরাত পর্যন্ত সমুদ্র সৈকতের পারে ঘোরাঘুরি করতে। সব মিলিয়ে খুব ব্যস্ততম একটি দিন অতিক্রম হয়েছে এবং ভালো একটি ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 83541.44
ETH 1572.95
USDT 1.00
SBD 0.76