আমি ক্ষমাপ্রার্থী।

in Steem For Bangladesh2 years ago

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের ভালোবাসায় শারিরীকভাবে অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার দ্বারা ঘটে যাওয়া একটি ভুলের কথা তুলে ধরতে ও @rme দাদার কাছে ক্ষমা চাইতে।

20230526_215703_0000.png

Edit in canva app
copyright free image source

সৃষ্টির সেই আদিকাল থেকেই আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে, "মানুষ মাত্রই ভুল"। আমরা সবাই জানি, ভুলের উর্দ্ধে কেউ নেই।সবার জীবনেই কম বেশি ভুল থাকে।হয়তো কারো জীবনে ভুলের সংখ্যা কম আর কারো জীবনে ভুলের সংখ্যা বেশি।তবে জীবনে কোনো ভুল নেই, এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর।

ভুলও মানুষের জীবনে খুব সুন্দর একটা অধ্যায়।কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়।একবার ভুল করার মাধ্যমে মানুষ ভুলের রাস্তাটি চিনতে শুরু করে,আর এটাও বুঝতে শুরু করে যে, এ পথে আর পা বাড়ানো যাবে না।

বাকি আর পাঁচ দশজনের মতো আমিও একজন সাধারণ মানুষ।তাই আমিও যে জীবনে চলার পথে ভুল করবো প্রকৃতিগতভাবে এটা স্বাভাবিক।তবে ঐ যে আগেই বলেছি, "কারো জীবনে ভুলের সংখ্যা কম থাকে আর কারো জীবনে বেশি থাকে।"আমার জীবনেও অনেক ভুল আছে যা গননা করতে গেলে হয়তে কয়েকটা মাস কেটে যেতে পারে।তবে এই সমস্থ ভুলের মধ্যে অন্যতম একটি ভুল হলো আমাদের সবার প্রিয় @rme দাদাকে বিরক্ত করার পাশাপাশি ভুলবসত অবমাননা করা।

@rme দাদার সাথে আমার পরিচয় হয় মাত্র কয়েক মাস আগে।আর এই কয়েকটি মাসের মধ্যে আমি খুব সাধারণ সমস্যা নিয়েও হাজির হয়ে যেতাম @rme দাদার কাছে।দাদাও বেশ আনন্দের সাথে আমার সমস্যাগুলোর সমাধান করে দিতেন।আর ওনার এইরকম রেসপন্স দেখে আমি ভেবেছিলাম হয়তো উনি আমার সাথে কিছুটা ফ্রি হয়ে গেছেন!তাই কারণে অকারণে আরো বেশি বেশি ডিএম করতে থাকলাম ওনাকে।

তবে,আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে কখনো এই ভাবনাটি ভেবে দেখিনি যে,@rme দাদা হলেন স্টিমিট প্লাটফর্ম এর অনেক বড় একজন ব্যক্তিত্ব।উনি বেশ অনেকগুলো কমিউনিটির অ্যাডমিন এবং ফাউন্ডার, তাই ওনার পুরোটা দিন কাটে ব্যস্ততার মধ্যে।তাছাড়া প্রফেশনালি উনি একজন সফটওয়্যার ডেভলপার যার জন্য সাধারণ লোকজনদের তুলনায় ওনার জীবনটা একটু বেশিই ব্যস্ততার মধ্যে কাটে। তারপরেও, সারাদিন এতোটা ব্যস্ততার মধ্যে থাকা সত্বেও তিনি ঠিকই সময় বের করে চলে আসেন কমিউনিটির সাধারণ ইউজারদের সাথে কথা বলতে।

teamwork-3213924_1280.jpg

copyright free image source

তবে, সারাদিন কাজ করার পর সবারই একটু ফ্রি সময় দরকার হয়, যে সময়টুকুতে সে চায় একটু এনার্জেটিক হয়ে উঠতে।আর আমি কতটা নির্বোধ, সেই সময়টাতেই দাদাকে ডিএম করতাম।তারপরেও, তিনি কোনোদিন আমার সাথে রূঢ় ভাষায় কথা বলেননি বরং আমার সমস্যাটা সমাধানে এগিয়ে এসেছেন।

sunset-1807524_1280.jpg

copyright free image source

এতকিছুর পরেও আমি তাকে বুঝতে পারিনি।কিছুদিন আগে আমি তাকে একটি কথা(দাদু ভাই) বলার মাধ্যমে ভুলবশত অবমাননা করার চেষ্টা করেছি।এখানে আমি ওনার বয়সের তুলনায় বেশি বয়সীদের সম্মোধনযোগ্য শব্দ বলে ফেলেছি। কিন্তু,এরপরেও তিনি আমার সাথে খারাপ ভাষায় কথা বলেননি, তিনি চেষ্টা করেছেন নরম কন্ঠে আমার ভুলটা ধরিয়ে দেবার, বোঝাতে চেয়েছেন আমার এই কথাটি বলা উচিৎ হয়নি।কিন্তু, আমি ওনার নরম কন্ঠকে তেমন কোনো মূল্য দেইনি, চেষ্টা করিনি নিজের ভুলটাকে বোঝার।

তবে, আজ আমি আমার ভুলটা বুঝতে পারছি।তাই দুইহাত তুলে ক্ষমা চাচ্ছি @rme দাদার কাছে।মানুষ ভুল করলে তাকে শাস্তি দেওয়া যায়,তবে সে যদি তার ভুলটা বুঝতে পেরে স্বীকার করে, আর ভুলটির জন্য আফসোস করে তবে সেই ব্যাক্তিকে ক্ষমা করে দেওয়া যায়।তাই আমি আশা করি,@rme দাদা ওনার সদগুণে দয়া করে, আমার ভুলগুলোকে ছোট করে দেখে আর আমার আফসোসটাকে বড় করে দেখে আমায় ক্ষমা করে দিবেন।

people-1492052_1280.jpg

copyright free image source

আমি প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন কখনো আপনার সাথে খারাপ আচরণ করার চেষ্টাও করবো না।দয়া করে দাদা এবারের মতো আমায় ক্ষমা করে দিন।

ইতি,
@nasir04

Sort:  

Warning,

This user was downvoted or is blacklisted likely due to farming, phishing, spamming, ID theft, plagiarism, or any other cybercrime operations. Please do your due diligence before interacting with it.

If anyone believes that this is a false flag or a mistake, consider reaching the watchers on Discord.

Thank you,

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67