বাংলাদেশের সহযোগীতায় সমুন্নত হউক ইসলামের সম্মান।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্! প্রিয় পাঠক বৃন্ধ আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ অত্যান্ত খুশি মনে আপনাদের সাথে একটা বিষয়ে আলাপ করতে চাই।
কোরআনের সম্মান।
আপনারা জেনে অত্যান্ত আনন্দিত হবেন যে, সম্প্রতি বাংলাদেশের এক কিশোর ছোট ভাই, হাফেজ সালেহ আহমেদ তাকরিম বাংলাদেশের পতাকা বহণ করে,তার সুললিত কণ্ঠে, পবিতে কালামে হাকিমে কোরআন থেকে তেলাওয়াত করে মুসলিম বিশ্বের ১১১ টি দেশের মধ্যে ৩য় স্থান লাভ করে,প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বিশ্বে আবারো পরিচিত করে দিলো আমরাও পারি।
সম্প্রতি সৌদিআরব সরকারের তত্ত্ববধানে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশের অনন্য অর্জন। যা,আমাদের দেশের জন্য অত্যান্ত গৌরবের।
মুসলিম সংস্কৃতি
ইসলাম শান্তির বার্তা বহণ করে,এটাই চিরন্তন সত্য।
আমরা মুসলিম সংস্কৃতি লালন করি। আমরা চাই প্রকৃত ইসলামের বাণীতে সবাই মুগ্ধ হউক। বাংলাদেশে আজ প্রত্যেক জাতীর বসবাস।
বাঙালীর সংস্কৃতি
এই দেশে আমরা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান, এবং মুসলিম খুবই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে বসবাস করি। একে অপরের সুখে-দুঃখে সামর্থ্য অনুসারে পাশে থাকি। এটাই আমাদের সংস্কৃতি। কেউ কারো প্রতি কঠোরতা প্রদর্শন করি।
কেউ বিপদে পড়লে এগিয়ে যায়,সহায়তা প্রদান করি। সেখানে কে কোন ধর্ম লালন পালণ করে সেটা নিয়ে আমরা কখনো বিবাদে জড়ায় না। কারণ দিনশেষে আমরা সবাই বাংলাদেশি নাগরিক। এখানে তফাৎ সৃষ্টি করা কোনভাবেই কাম্য নই।
ইসলামি মূল্যবোধ
আপনি আমি যাই করি না কেনোভাবেই ইসলামের মূল্যবোধের উপর আঘাত হানা বা অন্য ধর্মের প্রতি বিরুদ্ধতা করা এটা ইসলামি মূল্যবোধের অংশ হতে পারে না।
ইসলাম আমাদের অন্যের প্রতি কঠোরতা পরিহার করে মানবিকতার হওয়ার শিক্ষা দেই।
ইসলাম কোনভাবেই কাউকে বিপদে রেখে নিজেকে সুখী হতে শেখায় না।
ইসলাম কখনো ধনী-গরীব সাদা-কালো পার্থক্য করতে সেখায় না।
বরংচ ইসলাম চাই এটাকে কেবল মানুষ হিসেবে বিবেচনা করে,একসাথে চলতে।
আমাদের করণীয়
প্রত্যেক ধর্মের অনুসারীরা যদি তাদের ধর্মীয় বাণী সঠিকভাবে মানার চেষ্টা করে, তাহলে কোনভাবেই ধর্মীয় বিরুপ মন্তব্য করা যায় না।
প্রত্যেক ধর্ম তার অনুসারীর প্রতি নির্দিষ্ট কিছু রুলস মেইন্টেইন করার আদেশ দিয়ে থাকে।
অথচ আমরা কোনভাবেই সেটাকে অনুসরণ করিনা, মুর্খামি করি। এটা কোনভাবেই কাম্য নই।
আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করুক আমিন।
ভালো থাকবেন সবাই,আল্লাহ হাফেজ।
![]() |
---|
Copyright Free Image Source: Pixabay
বাংলাদেশি শিক্ষার্থী
যে, সব প্রিয় শিক্ষার্থী এতো পরিশ্রম করে,দেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সম্মাননা বয়ে আনে তাদের প্রতি রইলো অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা।
![]() |
---|
Copyright Free Image Source: Pixabay
সমুন্নত হউক বাংলার সম্মান
সত্যি বলতে যে, বা যারা যেদিক থেকে পারে এই দেশের পতাকাবাহী হয়ে,দেশের জন্য সম্মান বয়ে আনার চেষ্টা করতেছে,আসুন দেশ ও দশের কল্যাণে কাজ করি।
![]() |
---|
Copyright Free Image Source: Pixabay
আগামীর সূর্য্যি মামা তারুণ্যের
এই দেশে তারুণ্যের বহু প্রতিভা আছে। কিন্তু অবহেলায় নষ্ট হচ্ছে। হেউ প্রতিপন্ন হয়ে নষ্ট হচ্ছে অনেক মেধাবী তরুণ। কেউ এগিয়ে যেতে চাইলে সেটার,সঠিক গাইডলাইন দিতে জানিনা আমরা। এভাবেই হারিয়ে যাচ্ছে দেশের মেধা।
![]() |
---|
Hi, @monnacox,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @gorllara.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application