Betterlife//The Diarygame 29-08-2024//A very nice day

in Steem For Bangladesh6 months ago

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালার রহমতে ভাল আছি।

বন্ধুরা আজকে আমি @kalidsyfulla আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ।

প্রিয় বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। পাক পবিত্রতা অর্জন করে মসজিদে গিয়ে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়।

IMG_20240829_054201.jpg

IMG_20240829_054149.jpg

প্রতিদিনের ন্যায় আজও নাস্তা করার জন্য চায়ের দোকানে যাই এবং ড্রাই কেক ও চা খেয়ে গল্প করে বিল পরিশোধ করে চলে আসি। তবে আজকে আমার সাথে সঙ্গ দেয় আমার একজন প্রিয় ভাই।

বাড়িতে এসে বাড়ির কিছু কাজ করে সকালের খাবার খেয়ে নিই।
IMG_20240829_095149.jpg

IMG_20240829_094810.jpg

তারপর চলে আসি আমাদের পুরাতন ভিটাতে এখানে বেশকিছু গাছগাছালি আছে এবং কিছু সবজির চাষও করা হয়। আজ এসেছিলাম বাগানের চারিপাশে বেড়া দেওয়ার জন্য। গতকাল কিছু আম গাছ লাগানো হয়েছিল এবং বেড়ার কিছু কাজ বাকি ছিল সেগুলো করার জন্য। এবং সেই সাথে কিছু বেগুনের চারা রোপন করা হয়েছিল সেগুলোতে কিছু পরিমাণ সার দিয়েছি।

IMG_20240829_101938.jpg

তারপর সেখান থেকে চলে আসি মাঠে ঘাসের জমিতে। এবং গরুর জন্য ঘাস কাটি, গাছগুলো আটি বেধে সাইকেলে করে বাড়িতে নিয়ে চলে আসি। তারপর ঘাস গুলোকে ছোট ছোট করে চুরোয়
ও গরুগুলোকে খেতে দেয়।

আজ গোসল করে আমার স্ত্রী কে নিয়ে যায় হসপিটালে এক্সরে করার জন্য। এক্সরে করার পর রিপোর্ট সেখানেই রেখে আসি আগামীকাল ডাক্তার দেখাবো এজন্য।
বাড়িতে এসে মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করে চলে আসি এবং খাওয়া-দাওয়া সেরে বিশ্রাম নিয়।আবার আসরের সময় হলে মসজিদে চলে যায়।

IMG_20240829_181401.jpg

IMG_20240829_172913.jpg

IMG_20240829_180329.jpg

নামাজ শেষ করার পরে চলে যায় বাজারে সারের দোকানে। এবং কিছু সার কিনে নিয়ে আসি। স্যারগুলো ঘাসের জমিতে ছিটিয়ে দিয়।
মাঠে থাকা অবস্থায় মাগরিবের আজানের সময় হয়ে আসে, এজন্য দ্রুত মসজিদের দিকে চলে যায়। নামাজ শেষ করে বাচ্চাদেরকে পড়াই। তারপর এশার নামাজ পড়ে বাড়িতে চলে আসি। এবং খাওয়া দাওয়া করে অন্যান্য কাজ সেরে ঘুমানোর জন্য তৈরি হই ।

প্রিয় বন্ধুরা ব্লগটা আজ এ পর্যন্তই। শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
লেখক @kalidsyfulla

Sort:  
 6 months ago 

শুভেচ্ছা @kalidsyfulla, আপনার পোস্ট কোয়ালিটি আরও উন্নত করা প্রয়োজন। একটি ডায়েরীগেম পোস্টে কাটানো দিনটির ভিন্ন সময়ের কিছু কর্মকান্ডের ফটো শেয়ার করে সেই অনুযায়ী সমস্তদিনের কার্যক্রম উপস্থাপন করতে হয়। আমি আপনাকে অন্যান্য ব্যবহারকারী পোস্ট ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে আপনি ভালো পোস্ট করার ধারণা পাবেন।

বিস্তারিত যেকোনো প্রয়োজনে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে থাকুন : https://discord.gg/Yr3HKtD9S8

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67