Betterlife//The Diarygame 28-08-2024//A very nice day
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ইস্টিমিটের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমি@kalidsyfulla আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লক শেয়ার করবো,আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।
বন্ধুরা, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে এজন্য ঘুম থেকে উঠে জামা কাপড় গায়ে দিয়ে মসজিদের দিকে রওনা হয়েছি।
মসজিদে পৌছে গিয়ে আজান দিয়েছি তারপর জরুরত সেরে অযু করে ফজরের সুন্নত নামাজ আদায় করেছি। এবং ৫:১০ ফজরের জামাত শুরু হয়। নামাজ শেষ করে কিছু সময় পরে মসজিদ থেকে বের হয়ে যায়।
তার পর যায় চায়ের দোকানে। গিয়ে দেখি আজ এখনো দোকান খোলা হয়নি কিছু সময় অপেক্ষা করি তারপর দোকান খোলা হয়,এবং একটা বিস্কুটের প্যাকেট নিয়ে খাওয়া হয়। তারপর পানি খেয়ে দোকানের বিল দিয়ে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে সকালের খাওয়া দাওয়া সেরে চলে যাই আমাদের পুরনো বাড়ির দিকে আজ সেখানে কিছু আমের চারা রোপন করা হয়।কাজ শেষ করে বাড়িতে ফিরে আসি এবং গোসল সেরে চলে যায় মসজিদে।
জোহরের নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খাই এবং কিছু সময় বিশ্রাম নেই।
আবার আসরের সময় হলে চলে যায় মসজিদে,নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসি।
তারপর যাই শতখালী নতুন বাজার আল আমিন নার্সারিতে এক ভাইয়ের সাথে
মোশাররফ হোসেন ভাই
নার্সারি থেকে কিছু চারা ক্রয় করা হয় এবং সেগুলো একটি ভ্যানে করে বাড়িতে আনা হয়।
তারপর মাগরিবের নামাজের জন্য চলে যায় মসজিদে।
মাগরিবের নামাজের পরে দুইটা ছোট্ট ছেলেকে প্রাইভেট পড়াই মসজিদে। আজ পড়ার ফাঁকে গিয়েছিলাম একটু নাস্তা করার জন্য, তারপরে আবার চলে যাই মসজিদে।
এশার নামাজ পড়ে বাড়িতে
চলে আসি এবং খাওয়া-দাওয়া শেষ করি।
এভাবেই কেটে গেল আজকের দিন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য
" হ্যালো বন্ধুদের! 😊
আজকের দিন মোটামুটি ভালো। সকালে ৩:৫০ না ৪টা যাই বাড়িতে
শেষ করে চলি স্নান এবং খাওয়া।
ছোট্ট ভাইটা মাগরিবের নামাজ পড়ে, তারপরে সন্দ্যার আল্লাহর নামাজ।
ফোন থেকে একটা ডিল অ্যাপ চলে গিয়ে শুরু করি, তারপর ১ম দফাই ভাইসাথে।
২য় দফায় নেবনা এবং আসিতে অঙ্গুলির মেলা, ভাইকে ডেস্কে ১টা স্প্রে দিয়ে বসানো।
এখনো তার অঙ্গুলির মেলা, আজ একটু ভীন্ডের পরিবর্তে ফুস্কি ১টা খাই।
রাতে গান শোনাই দ্রুত ঘুম আসে।