Better life with steem. The dairy game. 16/02/2025. Very painful day.
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালের খাবার খেয়ে আমি আমার মরিচের জমিতে মরিচ উঠানোর জন্য চলে আসলাম। আমাদের মরিচের ধারাগুলোতে মরিচ উঠাবার মতো মরিচ বড় হয়েছে।
সকালে জমিগুলো দেখে পথের মধ্যে বেশ কিছু লোকের সাথে দেখা হল। ছবির মধ্যে রামলায় মাথায় নিয়ে যেয়ে দাঁড়িয়ে রয়েছে সে আমাকে এলাকার বাসিন্দা। তার নাম মোঃ ফারুক হোসেন। সে তার ধানের জমিতে আগাছা নিধন করার জন্য গামলার মধ্যে রাসায়নিক সার এবং ঘাস মারার জন্য বিষ নিয়ে যাচ্ছে। তার সাথে তার সংসারের অবস্থা কি রকম তা জিজ্ঞেস করলাম। সে বলল আল্লাহর অশেষ রহমতে চলতেছে ভালোই। তারপর আমি আমার ধানের জমিতে চলে আসলাম। এখানে এসে ধানের জমিতে সেচ ভালোভাবে দেওয়া হচ্ছে কিনা তা খেয়াল করে দেখলাম। পানি সেচ দেওয়ার জন্য ক্ষেতের মাঝখানে একটা চিকন সরু ড্রেন তৈরি রাখা হয়েছে। ড্রেনের মাধ্যমে পানি সেচ দিলে খুব সময় অতিবাহিত হয় না। পানি অপচয় এবং সময় অপচয় রোধ হয়। জমিগুলো ভালো করে দেখে আমি বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিলাম। তারপর আবারো খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে দুপুর পর্যন্ত বাড়িতে বসে ছিলাম। বাড়িতে বসে থেকে দুপুরের দিকে গোসল করে বাজারে মরিচ ক্রয় করার জন্য তৈরি হলাম।
বাজারে যাওয়ার জন্য তৈরি হয়ে আমি আমার ঘর থেকে বের হলাম। আমি খুব পত্যন্ত গ্রামে বসবাস করি। তাই গ্রামের রাস্তায় এখনো অনেক গরু বাধা থাকে। আমাদের বাড়ির পাশেই কাঁচা রাস্তাতে বাড়ির পাশের লোক তাদের গরুগুলো গাছের ছায়ার মধ্যে বেঁধে রেখেছে। এইসব ভেদ করে কিছুদূর হেঁটে একটা অটো রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম।
পাকা রাস্তার কাছে এসে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলাম। কয়েক মিনিট দাড়িয়ে থাকার পর একটা অটোরিকশা আসলো। আরো তো রিক্সার মধ্যে উঠে আমি বাজারের চলে আসলাম। বাজারে চলে এসে প্রয়োজনীয় কাজ সেরে নিলাম।
বাজারে এসে দেখি আমাদের লোভজন বেশ কিছু কাঁচামরিচ ক্রয় করেছে। তাদের কাজগুলো যাতে ভালো হয় সেজন্য আমি আমার কাজগুলো মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। সন্ধ্যা পর্যন্ত মরিচ কেনা কাটাই খুব ব্যস্ত হয়ে পড়লাম।
সন্ধ্যার দিকে বস্তার মধ্যে মরিচগুলো ভালো করে উঠিয়ে নেওয়া হল। তারপর মরিচের বস্তা গুলোকে ওজন করে বস্তার গায়ে ওজন লিখে দেওয়া হল। তারপর পাতাগুলোকে শ্রমিকেরা ট্রাকের মধ্যে উঠিয়ে দিয়ে দিল। হাত তুলে দেওয়ার পর আমি চূড়ান্ত হিসাবগুলো করতে শুরু করলাম। তারপর বাইরের দিকে পাওনা শুরু করলাম। বাড়িতে এসে হাতমুখ ধুয়ে রাতের খাবার খেলাম। এ হচ্ছে আজকে আমার সারাদিন। সকলের প্রতি শুভকামনা রেখে এখানেই শেষ করলাম। সকলকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Dear brother, you are involved in agricultural work. I feel very good about it. Like you, I also love doing farming. The moments spent today in your daily life were very beautiful.
আপনার প্রতি শুভকামনা রইলো আমার পোস্টটি দেখার জন্য।
Thanks brother.
Welcome
Curated By sergeyk
অসংখ্য ধন্যবাদ জানাই team 5 কে আমার পোস্টে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।