Bot Vaja || ভুড়ি ভাজা
আসসালামুআলাইকুম
আমি @mahir4221 বাংলাদেশ থেকে 🇧🇩
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লহ তায়ালার রহমতে ভালো আছি।
আমরা সবাই খেতে ভালোবাসি। কেউ কম কেউ বা একটু বেশি। যে কোন মুখরোচক খাবার খেতে সবাই ভালোবাসি।
ভাজাপোড়া জিনিস হলে তো কথাই নাই। আজ আপনাদের সাথে যে খাবার নিয়ে কথা বলবো সেটি হলো ভুড়ি ভাজা। যাকে আমরা অনেক অঞ্চলে বট ভাজাও বলে থাকি।
এটি হলো সেই জনপ্রিয় বট ভাজা। আমার অনেক পছন্দের একটি খাবার। বট ভাজা সচরাচর খিচুড়ির সাথে খাওয়া হয়। কিন্তু আমি এমনিই খেতে বেশি পছন্দ করি। বট ভাজা অনেক সুস্বাদু একটি খাবার। যারা এখনো খাননি। অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে।
Photo Clicked By | Redmi Note7s |
---|---|
Photographer | Mahir Shahriar Evan |
Food Item | Bot |
Location | Kurigram Nobanno Restora |
Good post @mahir4221
Thanks a lot 🥰