ঘুরে এলাম মন খুলে

in STEEM CN/中文2 years ago

ঘুরে এলাম মন খুলে।

আজকে শুক্রবার, ছুটির দিন হওয়াতে বন্ধুর সাথে ঘুরতে গেলাম। প্রতিটা শুক্রবার বাংলাদেশিদের জন্য এক আনন্দের নাম। কারণ এই শুক্রবার আমাদের ছুটির দিন।

সারা সাপ্তাহিক কাজের নানান ঝামেলার পরে শুক্রবার আসে আনন্দের আনন্দ ধারা নিয়ে। আজকে আমরা ঘুরতে গেলাম আমাদের পাশের এলাকায়। পর্যটক কেন্দ্র হিসেবে এইটা বেশ পরিচিত।

মুছাপুর ক্লোজার হচ্ছে এর নাম। বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহত সমুদ্র সৈকত এটি।
গ্রামীন পরিবেশ, কৃষি ফসলের খেত, নদীর গর্জন, মাছের রাজা ইলিশ সব কিছুই আছে আমাদের এই সমুদ্র সৈকতে।

আজকে আমি আমার বন্ধুর সাথে ঘুরতে গেলাম। অনেক অনেক ভালো লাগলো। অনেক দিন ধরেই ভাবছি কোথাও বেড়াতে যাব। কিন্তু তা আর হয়ে উঠছে না। তাই আজকে ঘুরে এলাম আর মন ফ্রেশ করে আসলাম।

তোমরাও ছুটির দিনগুলোতে ঘুরতে যাবে দেখবে ক্লান্তি দূর হয়ে যাবে।

Follow Me
Follow Me Facebook
Follow Me Facebook

Posted using SteemPro Mobile

Sort:  

@sultantipu

অনেক সুন্দর লাগছে আপনার গল্পটি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.030
BTC 83494.92
ETH 1593.94
USDT 1.00
SBD 0.76