The dairy game : 22-11-2020. ## দিনশেষে ফলাফল শূন্যsteemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দোয়ায় সবাই ভালো আছেন।আমার শরীর এবং মন দুইটায় খারাপ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন।

সকাল

আমি আজ সকাল ১১ টার দিকে ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আজ আমি প্রথমেই সকালের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সকালে খাবার মেন্যুতে ছিল ভাতের সাথে আলু এবং ছিম ভাজি । সকালে খাবার টা অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম কারণ এই খাবারটা আমার অনেক পছন্দের এবং আমি সকালে একটু ক্ষুধার্ত থাকি এবং আমি দীর্ঘদিন যাবত এই ধরনের খাবার খেতে পছন্দ করি। খাবার খেয়ে বিশেষ করে আমি একটু বিশ্রাম গ্রহণ করি।

এরপর বাইরে বের হলাম কিছু জিনিস পত্র কিনবার জন্য। কেনাকাটা শেষে রুমে ফিরে আবারও ঘুমাতে লাগলাম।

দুপুর

ঘুম থেকে উঠে গোসলের জন্য প্রস্তুতি নিলাম।গোছল শেষে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারের মেনুতে ছিল ডিম এবং এবং পেঁপে রান্না সাথে মুলার শাক ভাজি।ডিম আমার খুব একটা পছন্দের না তবে শাক ভাজিটা আমার অনেক বেশি পছন্দের । তাই খুব তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেলাম এবং কিছু সময় রেস্ট নিলাম।

বিকাল

এরপর একটি বই কেনার জন্য বাইরে বের হলাম এবং বই কেনা শেষে রুমে ফিরে আসলাম। এরপর আমি আবারও বাইরে বের হলাম একজন বড় ভায়ের সাথে দেখা করতে। একসাথে দুজন চা খেলাম।গাজীপুর বনের দিকে ঘুরতে গেলাম। দুজন পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম।

1605814616574-01.jpeg

রঙিন কচু ফুল গাছ। যেটা দেখতে অনেক সুন্দর।

Google plus code :2C8F+73 chhatrabaash

1606046876602-01.jpeg

গাজীপুর বনের মধ্যে ট্রেন লাইন,এখানে ঘুরতে অনেক ভালো লাগে।

Google plus code :2C8F+73 chhatrabaash

1606046982078-01.jpeg

মেসের সমনেই গাড়ি মেরামতের গ্যারেজ।দুইজন মিলে গাড়ি মেরামত করছে।

Google plus code :2C8F+73 chhatrabaash

রাত

এরপর মাগরিবের নামাজের পর বাইরে থেকে রুমে ফিরে আসলাম। রুমে ফিরে পড়াশোনার জন্য প্রস্তুতি গ্রহণ করে পড়তে বসলাম।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 years ago (edited)

আপনি এত দেরিতে ঘুম থেকে কেন উঠেছিলেন।পোস্টটিকে আরো সুন্দর করে সাজাতে @tarpan ভাইয়ের পিন করা পোস্টটি দেখতে পারেন।
#twopercent #steem-bangladesh #affable

image.png

এই গাছটির নাম 'Caladium bicolor'। গাছটি কচুর পাতার মত দেখতে অনেকটা। #steem-bangladesh

 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Hi @sohanbd your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

 4 years ago 

সকালে খাবার মেন্যুতে ছিল ভাতের সাথে আলু এবং ছিম ভাজি

আপনি এত আগেই ছিম পেলেন কোথায়।আমি তো এই পর্যন্ত ছিম দেখলাম ই না।
ছিম আমার খুব পছন্দের সবজি।
#steem-bangladesh

 4 years ago 

গাজীপুর এ চলে আসছে, ভাই।

 4 years ago (edited)

আপনার ম্যাচটি কোথায় অবস্থিত৷ বাংলায় পোস্ট লেখার থেকে ইংরেজিতে পোস্ট লিখতে সময় কম লাগে। বাংলা অনেক লিখতে হয়৷

আপনার পোষ্টটিতে #bangladesh tag ব্যবহার করেন।

 4 years ago 

গাজীপুর এ ভাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84874.99
ETH 1647.52
USDT 1.00
SBD 0.75