The dairy game : 20-11-2020.জুম্মা মোবারক
হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দোয়ায় সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
সকাল
আমি আজ সকাল ১১ টার দিকে ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আজ আমি সকালের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। সকালে খাবার মেন্যুতে ছিল ভাতের সাথে লাউ, ডাউল ঘন্ট । সকালে খাবার টা অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম কারণ এই খাবারটা আমার অনেক পছন্দের এবং আমি দীর্ঘদিন যাবত এই ধরনের খাবার খেতে পছন্দ করি। খাবার খেয়ে বিশেষ করে আমি একটু বিশ্রাম গ্রহণ করি।
এরপর পড়া শুরু করলাম।এখন আমি সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক টপিক পড়লাম। যেহেতু আজ জুম্মার নামাজের দিন।তাই নামাজের জন্য একটু আগেই গোছল করলাম। এরপর রুমে ফিরে আবারও পড়া শুরু করলাম। এরপরে আজান দিল এবং নামাজের জন্য বের হলাম।
দুপুর
এরপর আমি নামাজ পড়ে রুমে ফিরে আসলাম এবং দুপুরের খাবার খেলাম ।দুপুরের খাবারের মেনুতে ছিল মাছ এবং এবং মিষ্টি কুমড়ো রান্না ।আজকের দুপুরের খাবার টা আমার অনেক বেশি পছন্দের । তাই খুব তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেলাম।দুপুরের খাবার খেয়ে কিছু সময় জিরিয়ে নিলাম।
জুম্মার নামাজের পর নিজের রুমে ফিরে।
Google plus code:2C99+47 chhatrabaash
ডুয়েট এরিয়া,গাজীপুর।
Google plus code :2C99+47 chhatrabaash
বিকাল
২ঃ৩০ টার সময় বড় ভাই রুমে আসলেন পড়ানোর জন্য এবং ৩ঃ৪৫ মিনিট পর্যন্ত তিনি পড়ালেন।ভাই চলে যাওয়ার পর কিছুটা সময় ঘুমিয়ে নিলাম।
রাত
ঘুম থেকে উঠে মাগরিবের নামাজের পর বাইরে বের হয় আমার বন্ধুর সাথে । ওর জন্য একটি ফার্মেসি থেকে কিছু ঔষধ নিলাম এবং আরও একটু এগিয়ে গিয়ে একবোতল কালি জিরার তৈল কিনলাম।এরপর ঝালমুড়ি খেয়ে দুজন রুমে ফিরে আসলাম।
রুমে ফিরে পড়াশোনার জন্য প্রস্তুতি গ্রহণ করে পড়তে বসলাম।
ধন্যবাদ সবাইকে।
নিয়মিত নামাজ পড়া একটি ভালো অভ্যাস।ধর্মীয় প্রার্থনা মানসিক প্রশান্তি নিয়ে আসে। ভাই পোস্টটি আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এখন থেকে নিয়মিত Diary game শেয়ার করবেন ধন্যবাদ।
#onepercent #steem-bangladesh #affable
Thanks
আপনে আপনার আজকের দিনটা খুব ভালো কাটিয়েছেন।তবে আপনে যদি আপনার পোষ্টে আর ছবি ব্যবহার করেন তাহলে পোষ্টের মান বৃদ্ধি পাবে।আর চেষ্টা করবেন ইংরেজিতে পোষ্টটা করার।
ধন্যবাদ এতো সুন্দর পোষ্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
#steem-bangladesh
Ok,thanks..
welcome
JOIN WITH US ON DISCORD SERVER:
Great post. Jumma Mubarak brother! You had a lot of activity throughout the day. The photography has been beautiful. Performing prayers is truly a mercy of Allah.
#steem-bangladesh
Thanks
You are most welcome ☺️