Steem Bangladesh Contest : Photography
আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।
•. Location - P7GJ+CCR Rangpur.
আমার প্রথম ফটোগ্রাফি একটি নৌকার কিন্তু নৌকাটি কাঠের নয় বরং গাছ দিয়ে তৈরি। এটি দেখতে অনেকাংশে নৌকার প্রতিরূপ। আর গাছ গুলো এমন ভাবে কাটা হয়েছে এটি দেখতে সম্পূর্ণ ভাবে নৌকার মতো দেখতে লাগছে। আর এই স্থানটি তাজহাট জমিদার বাড়ি, রংপুর এ অবস্থিত।
•. Location - P6VJ+GHH Shatgara.
আমার দ্বিতীয় ছবি একটি মসজিদের। মসজিদ টি অনেক সুন্দর ভাবে তৈরি করেছে সেটা দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে। এই মসজিদ টি রংপুরের বাস টার্মিনাল এ অবস্থিত। এখানে প্রায় সব সময় অনেক মানুষের ভীড় লেগে থাকে নামাজ পড়ার জন্য।
•. Location - P99P+PRC Dhaka.
আমার এবারের ছবিটি একটি ফুলের ছবি। ফুলটির নাম সূর্যমুখী ফুল। হঠাৎ করে একদিন বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম লালবাগ কেল্লায় তখন এই ছবিটি তোলা। এমন অনেক সুন্দর ফুলের বাগান আছে লালবাগ কেল্লা তে। আমার পছন্দের ফুলের মধ্যে সূর্যমুখী ফুল অন্যতম।
•. Location - JWX9+5W8 Parbatipur.
আমার চতুর্থ ফটোগ্রাফি একটি পুকুরের। পুকুরের চারিদিকে সবুজ গাছ পালা লাগানো। এবং কিছু দোকান তৈরি করা আছে। দেখতে অনেক সুন্দর লাগছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
•. Location - MW77+35J Parbatipur.
আমার সর্বশেষ ফটোগ্রাফি হচ্ছে আকাশ এর। এক পাশে ডেমু ট্রেন এবং অপর পাশে একটি রেলওয়ে ইঞ্জিন এবং মধ্যে খান দিয়ে আকাশে সাদা মেঘের হাতছানি। একদিন অফিস থেকে বাসায় যাওয়ার সময় তোলা এই ছবিটি।
This post was selected for Curación Manual (Manual Curation)
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/8) Get profit votes with @tipU :)
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
wow!
সবগুলো ছবি অসাধারণ।তাজহাটে এখন নতুন অনেক কাজ ই করা হয়েছে।বহু আগে গিয়েছিলাম।তখন এতো কাজ ছিলোনা।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য। হ্যা আপু এখন অনেক কাজ ই করছে দেখার মতো।
Koi amader bollen na to 🙄
@sohanurrahman তুমিতো জানো,তাই কয়নাই তোমাক।
Ami apnake bolesi 😃