Movie Review || 10 March 2021 || DEAD SILENCE || 2007 Movie ||steemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম

@sajjadsohan

From:Bangladesh

𝓜𝓸𝓿𝓲𝓮 𝓡𝓮𝓿𝓲𝓮𝔀


মুভি দেখতে আমরা সবাই ভালোবাসি। Romantic এবং action মুভি তো আমরা সবাই দেখি। এই মুভিগুলোর ছাড়াও যারা একটু Horror মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি। মুভির নাম শুনেই বুঝতে পারছেন মৃত্যু নিয়েই মুভির নাম।


Capture.PNG

ছবির পুতুলটি আমরা ছবির সবটা সময় দেখতে পাবো।


2.png

এই মহিলার নাম Mary তিনি একটি পুতুলের show করেন, যার নাম Mary show .
আমার ছোট থেকেই পুতুলের ভুতুরে মুভি একটু অন্য রকম ভালো লাগে।


Screenshot_8.png

যে মানুষই তাকে ভুল প্রমান করার চেষ্টা করে তাদের তিনি মেরে ফেলতেন। তিনি পুতুলের জন্য নিজেই মুখ দিয়ে কথা বলতেন। যারা এই বিষয়ে কথা বলতো, বা বিশ্বাস করতো না যে তার পুতুলগুলো কথা বলতে পারে না তাদের মেরে ফেলতো।

তাই এলাকার মানুষ Mary show বন্ধ করে দেয় এবং Mary কে মেরে ফেলে।


Screenshot_7.png

Mary এর কোন ছেলে মেয়ে ছিলো না , তার ছিলো ১০১ টি পুতুল। তার শেষ
ইচ্ছা ছিলো। তার কবরের পাশে তার ১০১ টি পুতুলের কবর দেয়া হবে। কিন্তু কেউ একজন ১ টি পুতুল কবর দেয়নি। সেই পুতুলটি এখন জীবন ফিরে পায়।


Screenshot_3.png

পুতুলটি একটি বাড়িতে Gift হিসাবে যায়। তারা পুতুলটিকে রাখেন। প্রথম থেকেই পুতুলটি একটু ভুতুরে ছিলো। পুতুলটি দিয়ে একজন অন্য জনকে ভয় দেখায়। কিন্তু রাতে যখন বাসায় কেউ একা থাকে তখন ঠিকই নিজেরাই ভয় পায়।


Screenshot_4.png

একদিন মেয়েটি বাসায় একা থাকে। ছেলেটি বাহিরে যায়। মেয়েটি একা পেয়ে পুতুলটি তাকে মারতে আসে।


Screenshot_5.png

পুতুলটিকে দেখ যদি কেউ ভয় না পায় তাহলে পুতুলটি কিছু করে না। কিন্তু যদি কেউ ভয় পেয়ে চিৎকার করে তাহলে পুতুলটি তার মুখ থেকে জিহবা নিয়ে যায় এবং মৃত্য মানুয়টির কন্ঠ তার হয়ে যায়।


Screenshot_10.png

নায়কটি জানতেন যে চিৎকার না করলে পুতুল কিছু করতে পারবে না। তাই পুতুলটি তাকে ভয় দেখালেও তিনি চিৎকার করে নি।

একটা সময় নায়কটি Mary show পুরানো বাড়ি সহ তার ১০১ টি পুতুল আগুন ‍দিয়ে মুভিরটির Ending হয়।

মুভিরটির link: https://www.netflix.com/bd/title/70063588
Movie IMDb; 6.2

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65