Macro Photography & Writing Contest
আসসালামু আলাইকুম
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি। @steem-bangladesh কমিউনিটি আয়োজিত ম্যাক্রো ফটোগ্রাফি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যাচ্ছি।আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কে ভালো লাগবে।
শিউলি ফুল
Location-MW28+X8W Parbatipur
সকাল বেলা পার্বতীপুর রেলওয়ে স্টেশন এ বরেন্দ্র ট্রেন থেকে নেমে ১নাম্বার প্ল্যাটফরম দিয়ে বাসার দিক যাচ্ছিলাম। স্টেশন একটি ছোট বকুল ফুলের গাছ আছে অনেকেরই হয়তো জানা আছে।তো দেখতেছি সকাল সকাল অনেক গুলো ফুল গাছ থেকে ঝড়ে নিচে পড়ে আছে।তাই কিছু ফুল কুড়ে নিয়ে ফটোগ্রাফি করা শুরু করে দেই।তার মাঝে আমার সব থেকে ভালো লাগা ফটো টা আপনাদের সাথে সেয়ার করলাম।
শিউলি ফুল
Location-MW38+G22 Parbatipur
বকুল ফুলকে মানুষ ভালোবাসে না খুব কম লোকই পাওয়া যাবে।বকুল ফুল একটার পর একটা করে সুন্দর ভাবে সাজালাম। দেখতে খুব সুন্দর লাগতেছিলো।তাই আকাশের পানে তুলে কিছু ফটোগ্রাফি করলাম।
কাঠঁগোলাপ
Location-MR6X+9M8 Gobindapur
ফুলকে ভালোবাসে না এমন লোক খুব কমই পাওয়া যাবে।এজন্য আজকে ফটোগ্রাফি তে ফুলকে কেন্দ্র করে। ছবিতে সুন্দর একটি কাঠঁগোলাপ ফুল। হলুদ ও সাদা রং সমন্বয় একটি ফুল।মাঝখানে হলুদ বাকি চারিদিক সাদা ডানা মেলে আকাশের পানে চেয়ে তার সুন্দরতা ফুটিয়ে তুলেছে।
নাম না জানা ফুল
Location-JWM9+6GR Haldibari
ছবিটা পার্বতীপুর সরকারি টেকনিকেল স্কুলের নবনির্মিত ভবন সামনে থেকে নেয়া।এ ফুলটি ঘাস ফুল হিসাবেও বলা চলে।কেননা ফুলটি ঘাসের মাঝে ফোটে মাঠে বসে আড্ডা দেওয়ার সময় ফুলটি চোখে পরে।তাই ক্যামেরা বন্দি করে নেই।
Your photography skills are very good. Your photography is really admirable.
Thank you bro
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ভাই ঐটা শিউলি ফুল বকুল ফুল না। আপনি ভুল ক্যাপশন দিয়েছেন। ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।
তাহলে আমার জানার ভুল আছে ভাইয়া। সরি ক্যাপশন চেন্জ করে দিচ্ছি।
শিউলি ফুলগুলো অনেক স্নিগ্ধ লাগছে দেখতে।কাঠগোলাপ টিও অসাধারণ।
ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।
অসাধারণ ছবি তুলেছেন শিউলি ফুলের। কাঠগোলাপ আমার পছন্দের ফুল। নাইস ফটোগ্রাফি।
ধন্যবাদ ভাইয়া
what a photography 😘
😍