Sky Photography & Writting Contest || 30% to @hive-138339 || Sky Photography & Writting by @mmratulahmed.
Assalamu Alaikum
Hello dear steemians.
How are you? Hope everybody is fine.
I am @mmratulahmed from Bangladesh. 🇧🇩
Today I am going to participate Sky photography.
•´¯•»💭 Sky photography💭 »•
¯´•
https://w3w.co/kennels.supposing.recover
এটা আমার স্কুলের নতুন ভবন। আসলে স্কুলে সাথে কলেজ খুলছে যখন তখন এই ভ্রমণটা তৈরি করা হয়েছে। আমি যখন ছিলাম স্কুলে তখন ওই ভবনটা ছিলনা। আমি স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর এই ভবন টা তৈরি হয়েছে। সেজন্য আমরা বন্ধুরা মিলে মনটা দেখতে গেলাম। ভবনের উপরে উঠে আকাশের সুন্দর একটা দৃশ্য পেলাম। তাই দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করে নিলাম। নিজেদের স্কুলের ভবনের উপরে উঠে ভালই লাগতেছিলো।
https://w3w.co/reflect.decking.composts
এই জায়গাটির নাম বনরুপা। যখন সূর্য ডুবে যায় তখন আকাশটা অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে। পুরো আকাশটাই লালচে বর্ণের হয়ে যায়। এটি সাধারণত মাগরিবের আযানের পর পরই দেখা যায়। এই সময় প্রায়ই আকাশটালাল হয়ে যায়, কিন্তু আজকের এই দিনে আকাশটা বেশি লাল হয়ে গেছিল খুব সুন্দর দেখাচ্ছিল।
https://w3w.co/exhales.vivid.committed
এই ছবিটা প্লেন থেকে তোলা। আকাশে উড়তে উড়তে আকাশ দেখার মজাই আলাদা। এক অন্যরকম অনুভূতি হয় এই সময়। আমরা সাধারণত মাটি থেকে মেঘ দেখি আকাশে। কিন্তু মজার বিষয় হল এখান থেকে আমাদের প্লেনের নিচে মেঘ দেখা যাচ্ছিল। প্লেন উড়ে যখন মেঘ পার করে একটা পর্যায়ে উঠে যায় তখন নিচে সাদা মেঘ এবং উপরে নীল আকাশ। এ এক অন্যরকম সৌন্দর্য। যারা প্লেনে উঠছেন তারাই বুঝতে পারবে এটি।
https://w3w.co/forklift.resentful.souk
পৃথিবীর সবচেয়ে লম্বা এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্র সৈকত না দেখলে কেউ বুঝতে পারবে না যে সমুদ্র সৈকত কত মজাদার এবং কতটা আনন্দের। সবচাইতে বেশি ভালো লাগে যখন সমুদ্রের ভিতর সূর্য অস্ত যায়। ওই সময়টা অন্যান্য সময়ের চেয়ে বেশী আকর্ষনীয় এবং মধুর লাগে। মনে হয় যে হালকা হালকা বাতাসে আস্তে আস্তে সূর্যটা মনে হয় সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে।
ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @saikat000 ভাই & @chaitanno000 ভাই কে ।
This photography captured by | Me |
---|---|
Device Name | Xiaomi Redmi Note 9 |
Camera | 48 mp |
Image type | Sky photography |
@mmratulahmed
🆃🅷🅰🅽🅺🆂
Cc: @tarpan
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Thank you for support me.
বরাবরের মতোই অসাধারণ সব ফটোগ্রাফি করেছেন ভাই। শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।