পরিচিত পোস্ট

in Steem Bangladesh2 years ago

IMG_20220530_122509.jpg

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি গ্রুপে নতুন। তো আজকে আসলাম সকলের সাথে পরিচিত হতে।

নিচে আমার সম্পর্কে কিছু কথাবার্তা আপনাদের তুলে ধরলাম।

আমি জয়নাল আবেদীন। গ্রামের বাড়ি আনোয়ারা, চট্টগ্রাম। তবে আমি থাকি কক্সবাজারে। মূলত বেশিরভাগ সময় কক্সবাজারে অতিক্রম করেছি। এইচএসসি পর্যন্ত কক্সবাজারে পড়েছে। পরবর্তীতে বিবিএ এবং এমবিএ করি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় হতে। তারপর চার বছরের মত চট্টগ্রামে চাকরি করি। ২০১৭ সালের শেষের দিকে কক্সবাজার চলে আসি এবং তার পর থেকে কক্সবাজারে এনজিও সেক্টরে কাজ শুরু করি।

আমরা দুই ভাই, এক বোন। আমি সবার বড়। তারপর আমার এক বোন এবং সবার ছোট ভাই। তারা দুজনই উচ্চ শিক্ষিত। মাস্টার্স পাশ করেছে। ছোট বোনের বিয়ে হয়েছে। বর্তমানে সে দুই সন্তানের জননী, আর ছোট ভাই সাম্প্রতি মাস্টার্স শেষ করেছে। বর্তমানে চাকরির সন্ধানে আছে।

IMG_20220517_094638.jpg

আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। দু'বছর মতো হল তিনি অবসরে গেছেন আর মা মূলত গৃহিণী। পাশাপাশি হস্তশিল্পের কাজ করতো। আমি বিয়ে করি ২০১৭ সালের শেষের দিকে।আমার তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমার স্ত্রী ও সম্প্রতি মাস্টার্স শেষ করেছে। পাশাপাশি অনলাইন বিজনেস করে।

মূলত অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া গান শোনা, মুভি দেখা এসব পছন্দ করি। চাকরির পাশাপাশি ২০১৩ সাল থেকে আমি ই-কমার্স ব্যবসার সাথে জড়িত এবং কক্সবাজারে সব থেকে বড় কমিউনিটি কক্সবাজার ইউথ এন্টারপ্রেনিয়ার্স ক্লাবের একজন এডমিন এর দায়িত্ব পালন করছি। এইতো আমার সম্পর্কে মোটামুটি পরিচিতি পোস্ট।

এতক্ষণ ধৈর্য সহকারে করার জন্য সবাইকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96442.29
ETH 2762.51
SBD 0.65