Steem Bangladesh Contest || Photography || 14th September 2022.
ফটোগ্রাফি
১ম ছবি
- Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প
আমি কয়েকদিন আগে জমিতে কীটনাশক প্রয়োগ করতে যাই,আমি জমির পাশে বসে ছিলাম সে সময় লক্ষ্য করি আকাশে সুন্দর মেঘের ভেলা উড়ছে।আমি লক্ষ্য করেছে বাতাসে মেঘ গুলো ভেসে যাচ্ছে এবং ধানের গাছ গুলো এলোমেলো বাতাসে দোল খাচ্ছে। সময় পরিবেশটা অনেক সুন্দর ছিল। এমন পড়বে শুধুমাত্র গ্রাম অঞ্চলে পাওয়া যায় শহরে এমন পরিবেশ পাওয়া খুবই দুষ্কর। যাদের মন খারাপ থাকে তারা যদি এ রকম প্রকৃতিতে এসে সময় কাটায় তাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে।
২য় ছবি
- Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প
এই ছবিটা দেখতে পাচ্ছেন চাঁদের আলো এবং তারার আলোয় জ্বলজ্বল করছে আকাশে। আমরা রাস্তায় বসে থাকার সময় রাস্তার গাছের উপর ফাঁকি দিয়ে চাঁদের আলো এবং তারার আলো আমাদের কাছে চলে এসেছে। সময়ের পরিবেশটি অনেক সুন্দর ছিল। এবং এর সময় রাস্তায় বসে থাকতে বেশ ভালো লাগতেছিল।
৩য় ছবি
- Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প
ছবিটিতে ভালো করে লক্ষ করুন মনে হচ্ছে দূর থেকে কোনো বড় পাহাড় দেখা যাচ্ছে। আসলে এটি পাহাড় নয় এটি হচ্ছে একটি মেঘের অনেক বড় অংশও পাহাড়ের মত দেখা যাচ্ছে। আমাদের উত্তরাঞ্চলে আমরা পাহাড়ের দেখা পাইনা তবে এরকম বড় বড় মেঘের পাহাড় অবশ্যই দেখতে পাই। আমরা সব মেঘের পাহাড় কে পার্বত্য অঞ্চলের পাহাড় মনে করি।
৪র্থ ছবি
- Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প
এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মেঘের অনেকগুলো খন্ড একত্রিত হয়ে উচু নিচু হয়ে ভেসে বেড়াচ্ছে। মেঘগুলো এতটাই চমৎকার যে দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এমন মেঘের ভেলা শুধুমাত্র শরৎকালের লক্ষ্য করা যায়। তবে ঋতু বৈচিত্র্যের কারণে এখন এরকম মেঘের ভেলা আগেই লক্ষ্য করা যায়।
৫ম ছবি
- Location➤MW92+GXH আমেরিক্যান ক্যাম্প
আমাদের প্রকৃতি কতটা সুন্দর এই ধরনের ছবিগুলো আমার না দেখলে বুঝতে পারতাম না। আকাশে অনেকগুলো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং অনেক বড় আকাশ দেখতে পাচ্ছি। আসলে প্রযুক্তির ছোঁয়ায় এসব ছবিগুলো তোলা যাচ্ছে।আজকের দিনে উন্নত মানের ক্যামেরা এবং মোবাইল ফোন গুলো না থাকলে সব ছবি তোলা সম্ভব হতো না।
এই কনটেস্টে এই বন্ধুদের অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Hermosas fotografías de paisajes naturales, gracias por la invitación.
Éxito en el concurso.
Gracias por la invitación
Thank you.
অসাধারণ ফটোগ্রাফি। সবগুলো ছবিতে মেঘ চমতকারভাবে ফুটে উঠেছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Thank you.
ফটোগ্ৰাফিগুলো খুবই চমৎকার হয়েছে।বিশেষ করে চাঁদের ছবিটি বেশি ভাল লেগেছে।
Thank you.