THE DIARY GAME : 23/08/2020- VERY SIMPLE DAY

in Steem Bangladesh5 years ago

MY 23th POST OF SEASON 2 OF THE DIARY GAME (DAY 23)

বন্ধুগন কেমন আছেন আপনারা সবাই? আশা করছি এই অসাধারণ প্ল্যাটফর্মটির সাথে সকলেই ভালো আছেন। বন্ধুগণ আপনারা সকলেই জানেন আমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠবার পর আমি হাটতে বের হই। বন্ধুগণ আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে আমি হাঁটতে বের হইনি। আজকে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করি। ব্রাশ করবার পর আমি অংক করতে বসি। আজকে অংক গুলো করবার জন্যই সকালে হাঁটতে বের হইনি। আজকে অনেক সময় পেয়েছি অংক করার এবং এই কারণে আজকে আমি অনেকগুলো অংক করেছি। একটানা অংক করতে করতে হঠাৎ মাজাটা লেগে গেল এবং এই কারণে আমি উঠে দাঁড়ালাম।

আমার ভাইয়ের খেলার বেলুন

IMG_20200823_231554.jpg

IMG_20200823_231631.jpg

আজকের সমাধান করা অংক

IMG_20200824_001923.jpg

তারপর আমি ঘরের বাইরে গেলাম এবং ঘরের বাইরে গিয়ে দেখি আমার ছোট ভাই একটা বেলুন নিয়ে খেলা করছে। আসলে গতকালকে তারা ঘুরতে গিয়েছিল নদীর ধারে এবং সেখান থেকে এই বেলুনটি কিনে নিয়ে এসেছে। আমি তার কাছ থেকে বেলুনটি আমার হাতে নিলাম এবং বেলুনটি হাতে নেবার পর আমি একটা ছবি তুললাম। সেই ছবিটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপর একটু হাটাহাটি করে আবারো অংক করতে বসলাম। আবারো অনেকগুলো অংক করে ফেললাম এবং যে খাতায় আমি অংক গুলো করেছি সেটার ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।

তারপর মা সকালের নাস্তা খাবার জন্য আমাকে ডাকলো এবং আমি নাস্তা খাবার জন্য টেবিলে গিয়ে বসলাম। মাখাবার নিয়ে আসলো এবং আজকে খাবারে ছিল রুটি তরকারি ও ডিম ভাজি। এই খাবারটা আমি বেশিরভাগ সকালে খেয়ে থাকি। এটা আমার পছন্দের একটি খাবার। সকালের নাস্তা করবার পর আমার খুব ঘুম ঘুম আসছিল। তাই আমি ঘন্টাখানেক ঘুমিয়ে ছিলাম। আসলে আজকে অংক করবার জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি গোসল করি।

মুদিখানার পণ্যসহ বাজারের ব্যাগ

IMG_20200824_001755.jpg

মা আমাকে একটা বাজারের লিস্ট দেয় এবং আমি বাজার থেকে সেগুলো ক্রয় করার জন্য বাজারে যাই। আজকে মা যা যা ক্রয় করতে বলেছিল সেগুলো সবই ছিল মুদিখানার পণ্য। তাই আজকে বাজার ঘুরতে হয়নি একটা দোকান থেকেই সকল মুদিখানার পণ্য কিনে আমি বাড়িতে ফিরে আসি। আমি ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরে আসি এবং সেই ব্যাগের ছবি আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই ভাবেই আমার আজকের দিনটা কেটে যায়। আজকের দিনটা ছিল খুবই সাধারণ একটি দিন। যাইহোক প্রার্থনা করি আপনাদের দিনটা যেন ভালো কাটে।

FROM #BANGLADESH

DECLARATION: This is my original content of mine with own photography.

Sort:  

ভাল করেছ সকাল সকাল অংক করেছ।কারন সকাল সকাল যে কাজ ইইই করবা সেটা অনেক ভাল হয়ে থাকে।

 5 years ago 

হ্যাঁ আমার প্রিয় বন্ধু এটা আসলে সত্য।

 5 years ago 

আমি বেলুন এর গায়ে লেখা দেখে প্রথমে ভাবছিলাম আপনার গার্ল ফ্রেন্ড দিয়েছে হয়তো 😀।

 5 years ago 

কি যে বলেন না ভাই।

lovely balloons. keep working you are very nice personal active persons, so keep working you will be get more reward.

thank you

 5 years ago 

Thank you very much for support

see the picture of the red balloon. kids look playing with ballon. hope you did not hijack the ballon lol
#onepercent #cameroon

 5 years ago 

Hahaha....

Belunta dekte kintu osadharon

 5 years ago 

হ্যাঁ বন্ধু সত্যি কথা বলেছেন

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 96277.96
ETH 2823.68
SBD 0.68