স্পোর্টসঃ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভের জন্য ভারতীয় দলকে অভিনন্দন

in আমার বাংলা ব্লগyesterday

Screenshot_20250309_222238.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Prime

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , মার্চ ১০/২০২৫

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গত কয়েকদিন যাবত আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো দেখছিলাম আর খেলা গুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। খেলাধুলা আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা আমার খুবই ভালো লেগেছিল। যেহেতু এখানে সবগুলো ভালো দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তাই খেলা গুলো অনেক সুন্দর হচ্ছিল। প্রতিটা দল আমাদেরকে খুবই সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিয়েছিল। সব মিলিয়ে যখন আমরা সবগুলো খেলা শেষ করে ফেললাম ঠিক সেই মুহূর্তে আমাদের সকলের সামনে অপেক্ষা করছিল ফাইনাল খেলা। আর এই ফাইনাল খেলা তে অংশগ্রহণ করেছিল নিউজিল্যান্ড এবং ভারত।

Screenshot_20250309_223548.jpg

Screenshot_20250309_223709.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Prime

টসে জয় লাভ করে নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা ভালো খেললেও শেষ পর্যন্ত আর তারা খুব একটা বেশি রান করতে পারেনি। নির্ধারিত ওভারের খেলা শেষ হয়ে যাবার পরেও তারা মাত্র ২৫১ রান করতে পেরেছিল। ২৫২ রানের টার্গেট এ খেলতে নেমে ভারতের অধিনায়ক প্রথম থেকেই ভালো খেলা উপহার দিতে শুরু করেছিল। আর শেষ পর্যন্ত খেলাটা কিছুটা জমজমাট হলেও ভারত খুব সহজে জয়লাভ করে যায়।

Screenshot_20250309_222013.jpg

Screenshot_20250309_222002.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Prime

অনেকদিন পর ভারতে জাতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি জয়লাভ করতে পেরে তারা অত্যন্ত খুশি হয়েছে। শুধুমাত্র এই খুশিটা ১১ জন খেলোয়াড়ের নয় পুরো ভারতবাসীর। আমরা লক্ষ্য করে দেখেছি তারা গত কয়েক বছর খুবই সুন্দর খেলা আমাদেরকে উপহার দেয় আর তার ফলাফল স্বরূপ জয় লাভ করল এই চ্যাম্পিয়নস ট্রফি।

Screenshot_20250309_230149.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Prime

টুর্নামেন্টের সবশেষে প্রথমে রানার্সআপ দলের খেলোয়াড়দেরকে মেডেল করিয়ে দেওয়া হয় এবং রানার সব দলের মেডেল পরানো শেষ হয়ে যাবার পরে বিজয়ী দলের খেলোয়াড়দের পরিয়ে দেয়া হয়। এমন সুন্দর একটা অর্জন করার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYK1sXkmZeEC7vh9whfyxJvCCpJWS3gV6tUZTequf6wuDb5f3eswWfHYRPcjZ...BApMR8ZqmbfXcLxqYy2tHvctya1kuqufufboYgprY2YGGDgHuJ3iVqVVKuZTwFPnGVUm1SN7pCmRtVBcraSj2zAWkdQ7zeVVrAJRiZExxMKvzn93QBECruk4zy.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 hours ago 

Screenshot_2025-03-10-23-20-47-72_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-03-10-23-19-49-84_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 23 hours ago 

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সত্যিই আনন্দটা অন্যরকম হয়েছিল। আমাদের এখানে জায়গায় জায়গায় লোকজন বাজি পোড়াচ্ছিল। ক্রিকেট একটা এমন জিনিস সিনেমার পর প্রথম এমন একটা জায়গা যেখানে মানুষের দেশপ্রেম উপচে পড়ে৷ আপনি খুব সুন্দর করে পোস্টটি সাজিয়েছেন এবং লিখেছেন। ভালো লাগল পড়ে।

 6 hours ago 

প্রথমে ভারতকে চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য অনেক অনেক অভিনন্দন।আসলে আমি বরাবরই কিন্তু ক্রিকেট খেলা গুলো দেখি। তবে ভারতের ক্রিকেট খেলা আমার কাছে ভীষণ ভালো লাগে।যাইহোক অবশেষে এবারের চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ জয় করে নিলো ভারত।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.22
JST 0.030
BTC 81285.92
ETH 1919.42
USDT 1.00
SBD 0.80