স্পোর্টস পোস্ট || রাজস্থান রয়েলস এর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্দান্ত জয়
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। আপনারা সবাই জানেন যে, ইতিমধ্যেই এই বছরের আইপিএল আসর শুরু হয়ে গিয়েছে। আমার মতে আইপিএল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আইপিএল এর ম্যাচ গুলো দেখতে সত্যিই দারুণ লাগে। সারা বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। তাই প্রায় প্রতিটি ম্যাচেই টানটান উত্তেজনা কাজ করে। যাইহোক এবারের আসরের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়েলস এর মধ্যে। ম্যাচটি ছিলো একেবারে হাই স্কোরিং একটি ম্যাচ। তাই দর্শকরা বেশ উপভোগ করেছে এই ম্যাচটি।
স্ক্রিনশট নেওয়া হয়েছে - tapmad চ্যানেল থেকে
কারণ টি-টোয়েন্টি ম্যাচে চার ছক্কার বন্যা বয়ে গেলে,খেলা দেখতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক এই ম্যাচটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। টসে জিতে রাজস্থান রয়েলস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তো হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড এককথায় দুর্দান্ত সূচনা করেন। দু'জনেই একের পর এক বাউন্ডারি হাঁকান। কিন্তু অভিষেক শর্মা বেশিদূর যেতে পারেনি। সে মাত্র ১১ বল মোকাবেলা করে ২৪ রান করে সাজঘরে ফিরে যায়। তারপর ব্যাট করতে নামে ঈশান কিষান। ইশান এবং হেড দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে। তাছাড়া তারা দু'জন একেবারে মারমুখী ভঙ্গিতে ব্যাট করতে থাকে। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছিল, তারা ৩০০ রানের স্কোর গড়ার জন্য ব্যাট করছে। একের পর এক বাউন্ডারি দেখে মনে হচ্ছিলো হাইলাইটস দেখছি।
স্ক্রিনশট নেওয়া হয়েছে - tapmad চ্যানেল থেকে
মোটকথা রাজস্থানের কোনো বোলার তাদের দু'জনের কাছে পাত্তা পাচ্ছিলো না। ট্রাভিস হেড মাত্র ২১ বল মোকাবেলা করে হাফ সেঞ্চুরি করে ফেলে। কিন্তু হাফ সেঞ্চুরি করার পর হেড আর বেশিদূর যেতে পারেনি। সে ব্যক্তিগত ৬৭ রান করার পর, স্ট্যাম্পের অনেক বাহিরের একটি বল মারতে গিয়ে মিড অফে ক্যাচ আউট হয়ে যায়। এরপর ঈশানের সাথে নিতিশ রেড্ডি যোগ দেয়। ঈশান তো প্রতিটি বোলারকে একেবারে তুলোধুনো করে দিচ্ছিলো। এদিকে নিতিশও দারুণ ব্যাট করে। নিতিশ আউট হওয়ার পর ক্লাসেন যোগ দেয় ঈশানের সাথে। নিতিশ এবং ক্লাসেন উভয়েই ছোটখাটো খুব সুন্দর ইনিংস উপহার দেয়। ঈশান সেঞ্চুরি করে নট আউট থাকে। অর্থাৎ মাত্র ৪৭ বলে ১০৬ রান করে নট আউট থাকে ঈশান। তাছাড়া প্রতিটি ব্যাটসম্যান ২০০+ স্ট্রাইক রেটে ব্যাট করে। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে ২৮৬-৬ রান করতে সক্ষম হয়।
স্ক্রিনশট নেওয়া হয়েছে - tapmad চ্যানেল থেকে
রাজস্থানের কোনো বোলার ভালো বোলিং করতে পারেনি। রাজস্থান ২৮৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে,দলীয় মাত্র ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। জেসওয়াল,অধিনায়ক পরাগ এবং নিতিশ রানা আউট হয়ে যাওয়ার পর, সামসন দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে উইকেটকিপার ধ্রুব জুরেলকে নিয়ে। তারা দু'জন দারুণ পার্টনারশিপ গড়ে। কিন্তু দলীয় ১৬১ রানের মাথায় দু'জনেই আউট হয়ে যায়। পরবর্তীতে হেটমায়ার এবং ডুবে ভালো ব্যাট করলেও, শেষ রক্ষা হয়নি তাদের। তারা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২৪২-৬ রান করতে সক্ষম হয়। এতে করে তারা ৪৪ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। আসলে যতই ব্যাটিং পিচ হোক না কেনো, এতো বড় স্কোর চেজ করা খুবই কঠিন। ঈশান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। যাইহোক হাই স্কোরিং ম্যাচ দেখার মজাই আলাদা। সবমিলিয়ে ম্যাচটি ভীষণ উপভোগ করেছি।
স্ক্রিনশট নেওয়া হয়েছে - tapmad চ্যানেল থেকে
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | স্পোর্টস |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২৫.৩.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1904086010335817999?t=omDxKM6FS4gi9yMfveol9w&s=19
https://x.com/mohin3242127/status/1904153669001756931?t=0WpSyfutU07gAc9vNsHYZg&s=19
https://x.com/mohin3242127/status/1904166923031715855?t=hjxy0eQKImNw51GMTDf1Pg&s=19
https://x.com/mohin3242127/status/1904167819299983568?t=5KsBaujZs225UO8d0Y3BYA&s=19
https://x.com/mohin3242127/status/1904392084926378046?t=0y0OHqhr51W44aRJ7o0KHw&s=19
https://x.com/mohin3242127/status/1904395557470351511?t=EX0EnngX8tOsaTPhQ5ENEg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion