ভারতের জয়ের নায়ক ভিরাট কোহলি!

in আমার বাংলা ব্লগ4 days ago

24-02-2025

১২ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকাটায় হলো প্রথম কথা। মাঝে মাঝে ভালো থাকার জন্য বিনোদনের প্রয়োজন হয়। আপনারা হয়তো জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে। ইতোমধ্যে গ্রুপ-এ ও গ্রুপ-ব এর লড়াই জমে উঠেছে। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য। ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। দর্শকরা বসেই থাকে দুদলের লড়াই দেখার জন্য। তবে আমার মনে হয় এখন আগের মতো এতো উত্তেজনাটা কাজ করে না। কারণ ভারত পাকিস্তান ম্যাচে বলে দেয়া যায় যে ভারত জিতবে। এটা এক প্রকার বলা যায়। পাকিস্তানের পারফর্মেন্স তেমন ভালো না বললেই চলে।

Screenshot_2025-02-24-16-06-50-77.jpg

Screenshot_2025-02-24-16-07-14-18.jpg

screenshot from PTV Sports

চ্যাম্পিয়নস ট্রফির ৫ম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তো টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই ব্যাটিং করতে নামে বাবর আজম ও ইমামুল হক। অনেকদিন পর ইনজুরি কাটিয়ে ম্যাচে ফিরেছে ইমামুল হক। ইমামুল হকের পারফর্মেন্স ভালো ছিল। তবে দেখার বিষয় ছিল কেমন ব্যাটিং করে। তো ইনিংসের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সংগ্রহ যখন ৪১ রান তখন হার্ডিক পান্ডিয়ার বলে কিপারে কাছে ক্যাচে আউট হয়ে সাজঘরে চলে যায়। তারপর মাঠে আসে সাকিল। সাকিলের সাথে ইমামুল হক একটা পার্টনারশিপ গড়ার আগেই ইমামুল হক রান আউট হয়ে যায়। তারপর মাঠে আসে রিজওয়ান। রিজওয়ানের পারফর্মেন্স বেশ ভালো যাচ্ছিল। তো রিজওয়ান সাকিল মিলে দুজনে একটা পার্টনারশিপ গড়ে তোলে।

Screenshot_2025-02-24-16-09-46-62.jpg

screenshot from PTV Sports

তারা দুজন মিলে ১০০ এর উপরে একটা পার্টনারশিপ গড়ে তোলে। তাদের পার্টনারশিপ ভাঙে দলীয় সংগ্রহ যখন ১৫১ রান। এক্সার পাটেলের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রিজওয়ানকে। তবে রিজওয়ান ব্যক্তিগত ৪৬ রানের ইনিংস খেলে আউট হয়। এদিকে সাকিল তার অর্ধশত রান সংগ্রহ করে। রিজওয়ান আউট হওয়ার পর মাঠে আসে সালমান আলি আগা। তারপর সাকিল ৬২ রান করে আউট হয়ে যায়। তারপর বড় কোনো পার্টনারশিপ হয়নি। তবে শেষের দিকে খুশিদিল শাহ ৩৮ রানের একটা ইনিংস খেলে। শেষ অবধি সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান ২৪১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। তো এটা চেইস করা ইজি ভারতের কাছে। কারণ এমন পিচে ৩০০ রান করেও কোনো টিম সেইফ না। সেখানে পাকিস্তান ২৫০ রানই সংগ্রহ করতে পারেনি।

Screenshot_2025-02-24-16-13-08-71.jpg

Screenshot_2025-02-24-16-13-44-50.jpg

screenshot from PTV Sports

তো শুরুতেই ওপেনিং এ নামে রুহিত শার্মা ও শুভমান গিল। রোহিত শর্মা হার্ড হিটার ব্যাটসম্যান। যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ বলতে গেলে বোলাররা আতঙ্কে থাকে। একের পর এক ক্ল্যাসিক্যাল শট খেলে। এজন্য রোহিত শর্মার ব্যাটিং দেখতেও ভালো লাগে। শুরুতেই রোহিত তান্ডব শুরু হয়ে যায়। তবে সেটা বেশিক্ষণ থাকেনি। শাহীন শাহ আফ্রিদির বলে ইয়র্কার ডেলিভারিতে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে। তারপরে মাঠে ভিরাট কোহলি। হাই ভোল্টেজ ম্যাচে ভিরাট কোহলি পারফর্মেন্স করবে না তা কি হয়!! শুভমান গিলকে নিয়ে একটা পার্টনারশিপ গড়ে তোলে। তবে দলীয় সংগ্রহ যখন ১০০ রান তখন আবরারের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি ভারত টিমকে। শেষ অবধি সেঞ্চুরি হাকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে ভিরাট কোহলি। দিনশেষে ম্যাচের নায়ক ভিরাট কোহলি।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 hours ago 

প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান কে পেলে বিরাট কোহলি যেন অপ্রতিরোধ‍্য হয়ে উঠে। পাকিস্তানি বোলারদের একেবারে তুলোধুনা করে ছেড়েছে বিরাট কোহলি। ভারত একেবারে কাঙ্ক্ষিত দল হিসেবে ম‍্যাচটা জিতে যায়।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80410.38
ETH 2148.66
USDT 1.00
SBD 0.67