জোকোভিচ কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন


IMAGE SOURCE
আজকে উইম্বলডনের শেষ আটে পৌঁছানোর প্রথম খেলা ছিল। এই খেলায় জোকোভিচ এর সাথে গ্যারিনের খেলা হয়েছিল। এই খেলার কিছুদিন আগে এন্ডারসন কে হারিয়ে জোকোভিচ এই স্থানে পৌঁছিয়েছিলেন। আর আজকে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লড়াই ছিল।

আজকে জোকোভিচ এর সাথে যে প্লেয়ারের খেলা ছিল মানে গ্যারিন এর তাকে টেনিস খেলায় সর্বশ্রেষ্ঠ বলে মানা হতো। কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে জোকোভিচ এর সামনে টিকতে পারলেন না। তিনটি রাউন্ডেই তিনি জোকোভিচ এর কাছে হারতে বাধ্য হলেন।

প্রথম রাউন্ডে হারার পর যদিও দ্বিতীয় রাউন্ডে খেলার সমতায় ফেরার যথাসম্ভব চেষ্টা করেছিলেন গ্যারিন কিন্তু সেখানেও তিনি অসফল হলেন। সর্বশেষ মানে তৃতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের মতো সেম স্কোরে পরাজিত হলেন।

তবে উইম্বলডনের এই খেলায় প্লেয়ারদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সমস্যা বলতে বৃষ্টির কারণে মাঠে পিচ্ছিলতা ভাব আছে ফলে খেলার সময় অনেকবার খেলোয়াড়রা পড়ে যাওয়ার সমস্যায় ভুগেছেন।

জোকোভিচ অনেকবার পড়ে গেছেন এবং তার এই পড়ে যাওয়াকে অনেকে অনেকরকম ভাবে মন্তব্য করে ফেলেছেন, উদাহরণস্বরূপ একটি হলো কেউ কেউ স্পাইডারম্যান এর সাথেও তুলনা করে ফেলেছেন।

এই খেলায় জেতার সাথে সাথে জোকোভিচ অনেকবারই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। এখন দেখার বিষয় কোয়ার্টার ফাইনালে টিকে সেমিফাইনাল অব্দি পৌঁছাতে পারে কিনা। তবে জোকোভিচ এর খেলার ধরণ দেখে অনুমান লাগানো যেতে পারে যে সে সেমিফাইনালে উঠবে। দেখা যাক পরবর্তী ম্যাচে কি ফলাফল দাঁড়ায়।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95840.97
ETH 2689.81
SBD 0.68