ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইন্ডিয়া জিতেছে


IMAGE SOURCE
আজকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই খেলা হয়েছে। ইন্ডিয়ার সাথে অনেকদিন বাদে খেলা হলো শ্রীলঙ্কার বলতে গেলে। যাইহোক এই খেলাটি হচ্ছে শ্রীলংকার কলম্বো স্টেডিয়াম এ। খেলাটি শুরু হয়েছে ভারতীয় সময়ে ৩ টার দিকে।

প্রথমে দুই টিমের অধিনায়কের মধ্যে টস হয় এবং টসে শ্রীলঙ্কা জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকে। শ্রীলঙ্কার টিমের অধিনায়কের দায়িত্বে আছেন সানাকা এবং ইন্ডিয়ার দিক থেকে আছেন ধাওয়ান। আমার খেলার দেখার মধ্যে এই প্রথম মনে হলো ধাওয়ান অধিনায়কের পদ সামলালো।

আর এমনিতেও এই তারিখ ইন্ডিয়ার সবাই নতুন প্লেয়ার খেলতে এসেছে, মাত্র ৪জন পুরানো প্লেয়ার ছাড়া। শ্রীলঙ্কারও নতুন প্লেয়ার সবাই। শ্রীলংকার ক্রিকেট টিমের এখন আগের অবস্থা নেই। যাইহোক শ্রীলঙ্কা প্রথমে ওপেনে ব্যাট করতে আসে এবং প্রথম দিকে ভালোই শুরু করেছিল।

১৫ ওভার অব্দি রান রেট যথেষ্ট ভালো ছিল, কিন্তু উঠে উঠে ২-৩ টি ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় রান চেপে যায় অনেকটা। শ্রীলঙ্কার ওপেনের থেকে শুরু করে সবাই মোটামুটি ভালোই খেলেছে। সবাই ৩৩, ৪০,২৮ এইরকম আরো করেছে মোটামুটি। তারা ৫০ ওভার খেলে এবং ৯ উইকেট হারিয়ে ২৬২ রান তুলতে সক্ষম হয়, যেটা ইন্ডিয়ার সামনে কিছুটা মানানসই রান হয়েছে।

ইন্ডিয়া এই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে আসে এবং অবাক করা ব্যাটিং দেখি পৃথ্বী এবং ধাওয়ান এর। যদিও ধাওয়ান প্রথম দিকে ধীরে ধীরে খেলেছে এবং অনেক পরের থেকে মার্ শুরু করেছে। পৃথ্বী প্রথমেই শ্রীলঙ্কান বোলারদের মেরে দিশেহারা করে দিয়েছে। পৃথ্বী আউট হওয়ার পরে আবার ঈশান এসে মেরে তুলো ধুনে দিয়েছে একপ্রকার ।

ঈশান এসেই মার্ শুরু করেছে আর আউট হওয়া পর্যন্ত শর্ট খেলে গেছে। ধাওয়ান লাস্টে ভালোই খেলেছে এবং ৮৬ রানে নট আউট আছে। এই রান তুলতে ইন্ডিয়ার বেশি একটা কষ্ট হয়নি, সময়ও লাগেনি। ওভার প্রতি যে রান রেট দরকার ছিল তার থেকে আরো বেশি রান রেট তারা প্রথম থেকেই বজায় রেখেছিলো, ফলে ৩৬ ওভারেই রান তুলে ফেলে ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে। ইন্ডিয়ার এই টিমের প্লেয়ার নতুন হলেও অসাধারণ খেলেছে।

ধন্যবাদ:))

Sort:  
 4 years ago 

দুই দলই ভালো খেলে ।তবে পরিসংখ্যানে ইন্ডিয়া অনেক এগিয়ে।

শ্রীলংকার টিম আগে ভালো মজবুত ছিল। সবাই একসাথে অবসর নেওয়ায় ভেঙে গেছে টিম।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.22
JST 0.031
BTC 80410.38
ETH 2148.66
USDT 1.00
SBD 0.67