স্পেশালিটি অপরাধ নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো কমতি রয়েছে। হয়তো বা সেটা মানসিক দিক দিয়ে আবার হয়তোবা সেটা শারীরিক দিক দিয়ে। আসলে আমরা মানসিক দিক দিয়ে যে কমতি থাকে। সেটাকে লুকানো গেলেও শারীরিক দিক দিয়ে কমতি টিকে আমরা লুকাতে পারি না। অর্থাৎ এই ব্যাপারটি এমন যেটা লুকানোর কিছু নয়। কিন্তু আমরা তাও প্রতিনিয়ত লুকাতে চাই।

যেমন আমরা যদি কোনো কিছু না পারি। সেটা কিন্তু লুকানোর কিছু নেই। কিন্তু তাও আমরা সব সময় লুকাতে চাই। যেমন ওই যে বললাম শারীরিক সমস্যাকে লুকাতে পারি না। আসলে এটা আমি একটু উল্টো করে বললাম। অর্থাৎ এটা আমাদের উচিত নয়, কিন্তু আমরা তাও চাই । অর্থাৎ আমরা মানসিক ব্যাপারটাকে অনেক খুব গোপনীয়ভাবেই লুকিয়ে ফেলতে পারি। কিন্তু শারীরিক ব্যাপারটাকে পারি না। তাই আমরা নিজেরাই লুকিয়ে থাকি।যেমন আমার শরীরের যদি কোনো প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা আলাদা রকম ভাবে তৈরি করেন। সেটা কিন্তু আমার কোনো সমস্যা নয়। কিংবা সৃষ্টিকর্তা নিজেও সেটা জেনে বুঝেই তৈরি করেছেন। তাই সেটা নিয়ে আসলে হীনমন্যতায় ভোগা আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ঠিক একই ভাবে আমরা যদি কোনো কিছু না পারি।তবে ধরে নিতে পারি যে, আমরা কোনো একটা ব্যাপার মনে রাখতে পারি না। অতএব এমন অনেক রকম সমস্যা হয়ে থাকে বিভিন্ন মানুষের, বিভিন্ন রকম সমস্যা হয়। আসলে সেই ব্যাপারগুলো তো অপরাধ নয়। কারণ অপরাধীরা লুকিয়ে থাকবে। যারা খারাপ কাজ করে ওরা লুকিয়ে থাকবে। কিন্তু কারো যদি শরীরে, মনে কমতি থাকে। তাহলে তার কেনো লুকিয়ে থাকতে হবে! সেটা আমার মাথায় আসে না। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, শারীরিকভাবে কিছুটা সমসাগ্রস্ত হলে আমরা সব সময় অনেক হীনমন্যতায় ভুগি। আমরা মানুষের কাছে থেকে আড়াল হয়ে থাকি। কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। কারণ সৃষ্টিকর্তা সবাইকেই সুন্দরভাবে তৈরি করেছেন। আর কোনো মানুষ কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। অর্থাৎ সকলেরই কোনো না কোনো একটি কমতি রয়েছে। যেমন আমার একটি বড় কমতি হলো আমি মেজাজ ছাড়িয়ে ফেলি খুব দ্রুত। তো এই ব্যাপার গুলো আসলে স্বাভাবিক। লুকানোর কিছু নেই। আর আমরা কেনো লুকায় জানেন? আমরা লুকাই, আমাদের সমাজের কিছু কটু কথার কারণে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 81858.20
ETH 2161.50
USDT 1.00
SBD 0.64