গান কভার-“আমার মত এত সুখী নয়তো কারো জীবন ”
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।
গানের কিছু তথ্য
গান-- | “আমার মত এত সুখী নয়তো কারো জীবন ” |
---|---|
শিল্পী- | খালিদ হাসান মিলু |
ছায়াছবি | বাবা কেন চাকর |
পরিচালক | নায়ক রাজ্জাক |
সুরকার | মোহাম্মদ রফিকুজ্জামান |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম।
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন,
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
ঝরালো মায়ার বাঁধন,
ঝরালো মায়ার বাঁধন।
সোর্স
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/3fh3h9
প্রয়াত খালিদ হাসান মিলু আমাদের দেশের একজন বিখ্যাত শিল্পী। কালজয়ী অনেক গানের শিল্পী। তার গাওয়া আমার মত এত সুখী নয়তো কারো জীবন গানটি বেশ দরদ দিয়ে গেয়েছেন। আপনার দরদী গায়কিতে সামান্য সুরের খেলাপ ও উচ্চারণ ত্রুটি উতরে গিয়েছে।বেশ ভালো গেয়েছেন আপু। আমার ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
খালিদ হাসান মিলুর গান গুলো সব সময় সেরা। অনেক ভালো লাগে খালিদ হাসান মিলুর গানগুলো গাইতে আমিও তাই কভার করে আপনাদের সাথে শেয়ার করেছি।
বাহ্ খুব সুন্দর একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করয়েছে আপু।আপনার কণ্ঠে দারুন লাগছে শুনতে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমার গান কভারটি আপনার অনেক ভালো লেগেছে তাই।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন। কি বলবো আপু এই গানের মুভি দেখে হাজার হাজার মানুষ কান্না করেছেন। গানটি আমার খুব প্রিয় একটি গান। আপনার কন্ঠে গানটি শুনে এত বেশি ভালো লাগলো যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
তখনকার একটা অনেক জনপ্রিয় এবং সেরা মুভি ছিল এমন মানুষ বাদ নেই মুভি দেখে কান্না করেছিল।
অনেক আগে শুনেছিলাম গানটি বেশ ভালই লাগতো। কিন্তু বহুদিন পর গানটি আপনার গলায় শুনতে পেরে খুব ভালো লাগলো। আমার কাছে আপনার কন্ঠে গানগুলো খুবই ভালো লাগে। ভীষণ মিষ্টি একটা কন্ঠ। ধন্যবাদ আপু গানটি আমাদের মাঝে কভার করার জন্য
আমার গান কভার গুলো সব সময় আপনার ভালো লাগে তাই অনেক বেশি অনুপ্রাণিত হয়।
আমার পছন্দের একটি গান শেয়ার করেছেন আপনি। এই গানটি আমার কাছে শুনতে বেশ ভালো লাগে। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার গানের গলা বেশ চমৎকার। আপনার কন্ঠে এরকম আরো গান শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।
অসাধারণ একটি গান আপু অনেক ভালো লেগেছে আমার গান কভার টি শুনছেন আপনি।
আপু আপনি খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এই গান নতুন করে শুনতে পেয়ে আরও বেশি ভালো লাগলো। এই গান যত শুনি ততই যেন ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর গান কভার করার জন্য।
চেষ্টা করেছি আপু যতটুকু পারি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য।
অনেক সুন্দর একটা গান কভার করেছেন আপনি। এই গানটা আমার খুবই পছন্দের একটা গান। বেশিরভাগ সময় আমি এই গানটি শুনে থাকি আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর ভাবে কভার করেছেন শুনে মনটা ভরে গেল। খালি গলায় এরকম গানগুলোর কভার করলে শুনতে অনেক বেশি ভালো লাগে। এরকম গানগুলো পরবর্তীতে ও আপনার কন্ঠে শোনার জন্য অপেক্ষায় থাকলাম।
আমার শেয়ার করা গান কভার গুলো আপনি প্রতিনিয়ত শুনেন এবং খুব সুন্দর সুন্দর উৎসাহ দিয়ে অনুপ্রাণিত করেন অনেক ভালো লাগে।