গান কভার- “কেমন আছো তুমি, সুখি হতে পেরেছো কিনা”- Covered by @Samhunnahar.
আসসালামু আলাইকুম/নমস্কার,
তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনাদের সাথে গান কভার শেয়ার করে নিচ্ছি—-
গানের কিছু তথ্য
গান-- | “কেমন আছো তুমি, সুখি হতে পেরেছো কিনা” | |
---|---|---|
শিল্পী- | আসিফ আকবর | |
ছায়াছবি | --- | |
সুরকার | --- |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
কেমন আছো তুমি ।
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা--(২)
তুমি তো..জানোনা
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
মন পায়া যায়ানা..
হয়েছে হৃদয় মরু ভূমি,বালু চর
হয়েগেছি কস্টে কাতর..
কাঁদলেও চোখে আর জল আসেনা
চোখ দুটি করেছি পাথর..---(২)
তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
নিজেকে করেছি উদাশী যাযা বর
ভেঙ্গেগেসে সুখে,বাধা ঘর..
দিয়েছো আঘাত খুব যতনো করে
যে আঘাতে পোড়ে অন্তর..---(২)
তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
তুমি তো..জানোনা
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
সোর্স
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি প্রতি সপ্তাহে একটি করে গান কভার করেন এটা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। তবে গত সপ্তাহের সময় এবং সুযোগ না হওয়ার কারণে গান কভার করতে পারেননি। কিন্তু আজকের গান কভার টি দারুন হয়েছে আপু। ভীষণ ভালো লাগলো আপনার কন্ঠে গানটি শুনে। পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গান কভার শোনার অপেক্ষায় রইলাম।
আপনি সব সময় আমার গান কভার গুলো শুনেন আপু তাতে অনেক বেশি ভালো লাগে।
আপনার কন্ঠে গান শোনার জন্য প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করি। আপনি বরাবরই খুবই চমৎকার গান গেয়ে থাকেন। আজকেও আপনার কোকিলা কণ্ঠে খুবই চমৎকার একটি গান গেয়েছেন। এত সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি সময় দিয়ে শুনলেন তাতে অনেক বেশি ভালো লাগলো।
আপনার বরাবরই গান কভার গুলো আমার অনেক ভালো লাগে। তবে আসিফ আকবর শিল্পীর গান গুলো বেশ অসাধারণ হয়। এই গানটি এর আগে শুনেছি কিন্তু মনে পড়তেছে না।যাইহোক আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে গানটি কভার করার জন্য।
শিল্পী আসিফ আকবরের গান গুলো আমারও সব সময় ভালো লাগে। আপনার পছন্দের সাথে আমার পছন্দ মিলে গেল দেখছি।
আমার ফেভারিট গানের তালিকায় এই গানটা। দীর্ঘদিন ধরে আসিফ এর অ্যালবাম শুনে আসছি। এখনো মাঝেমধ্যে এই গানটা শোনা হয়। মোবাইলের ল্যাপটপের সব জায়গায় রয়েছে গানটা। অসাধারণ একটি গান কভার করেছেন।
আপনার পছন্দের গানটি শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে।
আসিফ আকবরের অনেক গানই শুনেছি তবে এই গানটি কিছুটা কম শুনেছি। কিন্তু আপনার গলায় বেশ মিষ্টি লাগলো গানটি। খুব সুন্দর কোকিল কন্ঠে এই গানটি কভার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইলো।
আপনি কম শুনেছেন কিন্তু আমি প্রায় সময় এই গানটি শুনতাম আপু। তবে আপনাকে শোনাতে পেরে ভালো লাগলো।
বাহ্ আপু, আপনার গলায় আজকে খুব সুন্দর একটি গান শুনতে পেয়ে খুবই ভালো লাগছে।এর আগেও আপনার গলায় গান শুনেছি। তবে আজকে এই গানটা শুনে আমার বেশি ভালো লাগছে।এত সুন্দর একটি গান এত সুন্দর ভাবে কাভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ধন্যবাদ ভাইয়া আপনারা এত উৎসাহ দেন বলে বার বার গান কভার নিয়ে উপস্থিত হয়।
https://x.com/nahar_hera/status/1825234497778155952?t=AFPmT--yiUFDcjEDjSMxQw&s=19
আপনি বরাবরই অনেক সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার কন্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার গত সপ্তাহের তেমন সময়ই সুযোগ হয়ে ওঠেন যার কারণে গান কভার করতে পারেননি।এত সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অনেক ভালো লাগে আপু আপনারা এত অনুপ্রাণিত করেন আমাকে।
আপু আপনার কন্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে।