গান কভার || আকাশ কাঁদে বাতাস কাঁদে || শিল্পী: সনু নিগম

in আমার বাংলা ব্লগ2 months ago


❤️আসসালামু আলাইকুম❤️




বিনোদন পর্বে স্বাগতম

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার প্রিয় শিল্পী সনু নিগামের সুন্দর একটি গান কভার নিয়ে। আশা করি আমার কন্ঠে এই জনপ্রিয় গানটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে বিস্তারিত জেনে গানটা শোনা যাক।


Picsart_25-02-08_11-49-28-893.jpg

Editing the picture with picsart


গানের তথ্য


Song: Akash Kadey | আকাশ কাঁদে | Bangla Movie Song
Singer: Sonu Nigam | সনু নিগম
Lyrics: Liaquat Ali Biswas
Tune & Music: Debendranath Chattopadhyay
Cast: Shakil Khan & Nodi
Director: N.A Khokon N
Label: Sangeeta

কন্ঠ:
Sumon09


গান


আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও আমার দু নয়ন

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দু নয়ন
ও আমার দু নয়ন

তোমার ঘরে প্রদীপ জ্বলে
আমি অন্ধকারে

প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারি ধারে

তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে

প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারি ধারে

এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন
আমার এই জীবন

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও. আমার দুনয়ন

তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ

কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ

ও তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ

কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ

এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ
না হলে মরণ

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে

আমার দু নয়ন
ও. আমার দু নয়ন

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও. আমার দু নয়ন



গানের লিঙ্কঃ ইউটিউব চ্যানেল


বিনোদন আমরা সবাই পছন্দ করে থাকি। বিনোদনের ক্ষেত্রে গান অন্যতম। আমি হাই স্কুল জীবন থেকেই শিল্পী সনু নিগমের গান অনেক বেশি পছন্দ করি। প্রথম প্রকাশিত হয়েছিল শিল্পী সনু নিগামের এই অ্যালবাম গুলো, তখন থেকে আমি বিভিন্ন মাধ্যমে এই গানগুলো শোনার চেষ্টা করতাম। এই অ্যালবামের বেশ কয়টা গান আমার অনেক ভালো লাগে। তার মধ্যে আকাশ কাঁদে বাতাস কাঁদে এই গানটা অনেক ভালো লাগার। এই গানের মিউজিক সুর ছন্দ অসাধারণ ছিল। গানটা নিজ কন্ঠে পরিবেশন করতে গিয়ে কোনো প্রকার প্যারার সম্মুখীন হতে হয় না। কিছু কিছু গান রয়েছে ভিন্ন ভিন্ন শব্দ দ্বারা গঠিত হওয়ায় সুর তুলতে খুবই ঝামেলা হয়ে থাকে। কিন্তু এ গানের ক্ষেত্রে তেমন ভিন্নতা না থাকাই একই ছন্দে গান পরিবেশন করতে ভালো লাগে। তাই যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর ভাবে গানটা নিজ কন্ঠে পরিবেশন করার জন্য। আশা করবো আমার কন্ঠে আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই প্রিয় গানটা। আপনারাও চাইলে গান পরিবেশন করতে পারেন। আমরা সকলেই জানি গানের মধ্যে অন্যরকম ভালোলাগা ও ভালোবাসা রয়েছে। প্রিয় শিল্পীদের মিষ্টি কন্ঠে সুন্দর সুন্দর গানগুলো সব সময় মনটাকে আনন্দ প্রদান করে থাকে। তাই তারি মাঝ থেকে চেষ্টা করা হয় সুন্দর এই গানগুলো বাছাই করে নিজ কণ্ঠে পরিবেশন করার। জানিনা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে আমার কন্ঠে এই গানটা। আগামীতেও চেষ্টা করব সনু নিগমের এই একই অ্যালবাম থেকে, আরো গান নিজ কন্ঠে পরিবেশন করার।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png


পোস্টের বিবরণ


গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appspixelLab, InShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর
দেশবাংলাদেশ


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png




file-g5jU1EzEHAcdc41yLeGvhd2C.webp


Sort:  
 2 months ago 

বাংলা গান গুলোর প্রতি আমাদের একটু বেশি টান থাকে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সুন্দর গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো।পুরো গান টি একদম দারুন ভাবে গাওয়ার চেষ্টা করেছেন।

 2 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন

 2 months ago 
 2 months ago 

08-02-25

Screenshot_20250208-120245.jpg

Screenshot_20250208-120139.jpg

 2 months ago 

আসলে ভাইয়া আপনার গান অনেক সুন্দর লাগলো। আকাশ কাঁদে বাতাস কাঁদে গানটি আপনি চমৎকার ভাবে আমাদের সামনে পরিবেশন করলেন। এর আগে আমি আপনার কন্ঠে গান শুনিনি এই প্রথমবার শুনলাম। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 months ago 

ধন্যবাদ বোন

 2 months ago 

আসলে ভাইয়া আপনার গান অনেক সুন্দর লাগলো। আকাশ কাঁদে বাতাস কাঁদে গানটি আপনি চমৎকার ভাবে আমাদের সামনে পরিবেশন করলেন। এর আগে আমি আপনার কন্ঠে গান শুনিনি এই প্রথমবার শুনলাম। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 months ago 

প্রত্যেক সপ্তাহের পোস্ট ফলো করবেন শুনতে পারবেন

 2 months ago 

আপনি খুব সুন্দর একটা গান কভার করে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনলাম মনে হল। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। এই গানটা আগে কখনো শোনা হয়নি। আপনি আপনার প্রিয় শিল্পীর একটা গান করেছেন দেখে ভালো লাগলো। বরাবরের মতই চমৎকার গেয়েছেন। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক অনেক খুশি হলাম

 2 months ago 

ভাইয়া আপনি প্রায় সময় সনু নিগম এর গান কভার করেন। আপনার কণ্ঠে গান শুনতে খুব ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান এর আগে শুনা হয়নি,তবে প্রথমবার শুনে খুব ভালো লেগেছে। আপনি প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে গেয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 2 months ago 

ভালো লাগে তাই

 2 months ago 

খুবই সুন্দর একটি গান আপনি কভার করেছেন। এই গান কভার অনেক ভালো লেগেছে আমার। আপনি খুবই সুন্দর ভাবে গানটি গেয়েছেন।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনার ভেতরে আলাদা একটা প্রতিভা রয়েছে এটা তো বলতেই হচ্ছে। কারণ আলাদা প্রতিভা ছাড়া কেউ এরকম সুন্দর গান গাইতে পারেনা। আসলে আমরা চাইলে সব কিছুই পারি। ঠিক তেমনি ভাবে আপনি প্রতিনিয়ত গান কভার করার কারণে এখন আরো অনেক সুন্দর সুন্দর গান কভার করেন। যেগুলো শুনতে আরো অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের গানটা শুনে মন একেবারে জুড়িয়ে গিয়েছে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.030
BTC 79811.54
ETH 1528.10
USDT 1.00
SBD 0.81