গান কভার || আকাশ কাঁদে বাতাস কাঁদে || শিল্পী: সনু নিগম
❤️আসসালামু আলাইকুম❤️
বিনোদন পর্বে স্বাগতম
গানের তথ্য
Song: Akash Kadey | আকাশ কাঁদে | Bangla Movie Song
Singer: Sonu Nigam | সনু নিগম
Lyrics: Liaquat Ali Biswas
Tune & Music: Debendranath Chattopadhyay
Cast: Shakil Khan & Nodi
Director: N.A Khokon N
Label: Sangeeta
গান
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও আমার দু নয়ন
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দু নয়ন
ও আমার দু নয়ন
তোমার ঘরে প্রদীপ জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারি ধারে
তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারি ধারে
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন
আমার এই জীবন
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও. আমার দুনয়ন
তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
ও তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ
না হলে মরণ
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও. আমার দু নয়ন
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালবেসে কাঁদে
আমার দু নয়ন
ও. আমার দু নয়ন
গুরুত্বপূর্ণ | তথ্য |
---|---|
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | Infinix Hot 11s-50mp |
Editing apps | pixelLab, InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
বাংলা গান গুলোর প্রতি আমাদের একটু বেশি টান থাকে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সুন্দর গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো।পুরো গান টি একদম দারুন ভাবে গাওয়ার চেষ্টা করেছেন।
অনেক সুন্দর মন্তব্য করেছেন
X-promotion
08-02-25
আসলে ভাইয়া আপনার গান অনেক সুন্দর লাগলো। আকাশ কাঁদে বাতাস কাঁদে গানটি আপনি চমৎকার ভাবে আমাদের সামনে পরিবেশন করলেন। এর আগে আমি আপনার কন্ঠে গান শুনিনি এই প্রথমবার শুনলাম। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
ধন্যবাদ বোন
আসলে ভাইয়া আপনার গান অনেক সুন্দর লাগলো। আকাশ কাঁদে বাতাস কাঁদে গানটি আপনি চমৎকার ভাবে আমাদের সামনে পরিবেশন করলেন। এর আগে আমি আপনার কন্ঠে গান শুনিনি এই প্রথমবার শুনলাম। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
প্রত্যেক সপ্তাহের পোস্ট ফলো করবেন শুনতে পারবেন
আপনি খুব সুন্দর একটা গান কভার করে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনলাম মনে হল। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। এই গানটা আগে কখনো শোনা হয়নি। আপনি আপনার প্রিয় শিল্পীর একটা গান করেছেন দেখে ভালো লাগলো। বরাবরের মতই চমৎকার গেয়েছেন। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।
অনেক অনেক খুশি হলাম
ভাইয়া আপনি প্রায় সময় সনু নিগম এর গান কভার করেন। আপনার কণ্ঠে গান শুনতে খুব ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান এর আগে শুনা হয়নি,তবে প্রথমবার শুনে খুব ভালো লেগেছে। আপনি প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে গেয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
ভালো লাগে তাই
খুবই সুন্দর একটি গান আপনি কভার করেছেন। এই গান কভার অনেক ভালো লেগেছে আমার। আপনি খুবই সুন্দর ভাবে গানটি গেয়েছেন।
ধন্যবাদ আপনাকে
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ভেতরে আলাদা একটা প্রতিভা রয়েছে এটা তো বলতেই হচ্ছে। কারণ আলাদা প্রতিভা ছাড়া কেউ এরকম সুন্দর গান গাইতে পারেনা। আসলে আমরা চাইলে সব কিছুই পারি। ঠিক তেমনি ভাবে আপনি প্রতিনিয়ত গান কভার করার কারণে এখন আরো অনেক সুন্দর সুন্দর গান কভার করেন। যেগুলো শুনতে আরো অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের গানটা শুনে মন একেবারে জুড়িয়ে গিয়েছে।
ধন্যবাদ ভাইয়া