গান কভার || এতটুকু বুকের ভেতর, এত ব্যথা রাখব কি করে || শিল্পী: মনির খান
বিনোদন পর্বে স্বাগতম
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার প্রিয় শিল্পী মনির খানের সুন্দর একটি বিরহের গান কভার নিয়ে। আশা করি আমার কন্ঠে মনির খানের এই জনপ্রিয় গানটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে গানটি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আমার কন্ঠে গানটা শোনা যাক।
গানের তথ্য
গান
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া সারা জীবন থাকব কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে
ভালবেসে সব হারাবো যদি জানতাম
তাহলে কি আর আমি ভালবাসতাম
ভালবেসে সব হারাবো যদি জানতাম
তাহলে কি আর আমি ভালবাসতাম
তুমিই বল সব হারিয়ে
এখন আমি বাঁচব কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে
ভালবেসে মন পোরাব যদি জানতাম
তাহলে কি চোখের জলে আমি ভাসতাম
ভালবেসে মন পোড়াব যদি জানতাম
তাহলে কি চোখের জলে আমি ভাসতাম।
তুমিই বল সব হারিয়ে
এখন আমি হাসবো কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে।
এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া সারা জীবন থাকব কি করে
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে।
এতটুকু বুকের ভেতর
এত ব্যথা রাখব কি করে।
(@sumon09)
গানটি সম্পর্কে আমার অনুভূতি
আপনারা জানেন আমি গান কভার করতে অনেক পছন্দ করি। তাই প্রায় মাঝেমধ্যে ভালো লাগার কিছু বিরহের গান বা প্রেমের গান আপনাদের মাঝে নিজ কন্ঠে গেয়ে শোনানোর চেষ্টা করি। তবে বেশ কিছুদিন ধরে গান কভার করব করব এমনটা আশা করে যেন হয়ে উঠছিল না। তবে কভার যে করতে পারি নাই তাই বলে গান শোনা বন্ধ রয়েছে তা কিন্তু না। বিভিন্ন ব্যস্ততার মাঝে ভালো লাগার গানগুলো শুনে থাকি পাশাপাশি নিজেও সুর মিলানোর চেষ্টা করি যেন গানগুলো একটু ভালোভাবে কণ্ঠ দিতে পারি। তাই এই কয়দিন ভাবলাম এ সপ্তাহে একটা গান নিজ কন্ঠে পরিবেশন করব। কিন্তু কোন গানটা কভার করলে সবচেয়ে ভালো হবে এটাই সিলেক্ট করতে আর রেকর্ড করতে যেন দেরি হয়ে গেল। এতদিন পর গতকালকে সিদ্ধান্ত নিলাম এই গানটা আপনাদের মাঝে পরিবেশন করব। তাই কিছুটা সময় সবকিছু থামিয়ে রেখে নিজে বসে গেলাম গানটা কভার করার জন্য। কিন্তু খেয়াল করে দেখলাম এমনিতেই মুখে যখন গানটা বলতে থাকি যেখানে সেখানে বেশ দারুন সুর উঠে কিন্তু রেকর্ড করার ক্ষেত্রে কেন জানি একটু কাপাকাপি সৃষ্টি হয়। তাই ৩-৪ বার রেকর্ড করে কেটে দেওয়ার পর এটা আপনাদের জন্য রাখলাম কারণ ধৈর্যের একটা সীমা রয়েছে কতবার চেষ্টা করা যায়। আমি খেয়াল করে দেখেছি মুক্তমনে পুকুরপাড়ে বা ফাঁকা জায়গায় গান বললে পরে খুব সুন্দর শুরুটাই এবং কোন বাধা বা সৃষ্টি হয় না। কিন্তু কাজের ক্ষেত্রে তো আর সেখান থেকে রেকর্ড হয় না তাই ঘরে বসে রেকর্ড করতে হয় বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে।।যেমন বাড়িতে মানুষের শব্দ বিভিন্ন পশু পাখির শব্দ রাস্তা দিয়ে বিভিন্ন মাইকার এনাউন্স করতে করতে তাদের জিনিস বিক্রয় করতে চলে। এই সমস্ত কিছু উপেক্ষা করে চেষ্টা করেছি গানটা কভার করার। আশা করি আমার কন্ঠে প্রিয় শিল্পী মনির খানের অ্যালবামের অসাধারণ গানটা শুনতে ভালো লেগেছে। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর গানগুলো পরিবেশন করতে। আর এখন থেকে প্রত্যেক সপ্তাহে আবারো গান নিয়ে উপস্থিত থাকবো ইনশাল্লাহ।
গুরুত্বপূর্ণ | তথ্য |
---|---|
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | Infinix Hot 11s-50mp |
Editing apps | pixelLab, InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
মনির খানের গান তো আমার অনেক পছন্দের। এরকম পছন্দের শিল্পীর গান যদি আপনাদের মুখে শুনতে পাই তাহলে আরো ভালো লাগে। আমার কাছে সত্যি দুর্দান্ত লেগেছে আপনার কন্ঠে গানটি শুনে। পরবর্তীতে আরো গান আপনার মুখ থেকে শুনতে চাই। এত সুন্দর একটি গান কভার করার জন্য অনেক ধন্যবাদ
প্রশংসা করার জন্য ধন্যবাদ
মামা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান কভার শেয়ার করেছেন। এমনিতেই মনির খানের গান আমার কাছে বেশ ভালো লাগে। অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনতে পেয়ে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে মধুর কন্ঠে আমাদের সকলকে গান উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা।
গানটা শোনার জন্য ধন্যবাদ মামা
এই গানটা আগে কখনো শোনা হয়নি। আপনি খুব সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো গানটা শুনে। অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুযোগ পেলে শুনবেন
মুক্ত বা খোলা পরিবেশে একা একা গান গাইলে এমনিতেই মনে হয় সুরটা সুন্দর হয়ে যায়। আর মানুষের মাঝে বা আশেপাশে গান গাইতে গেলে লজ্জার কারণে এমনিতেই কন্ঠ কেমন হয়ে যায়। আপনি আজকে মনির খানের খুব সুন্দর একটি বিরহের গান কভার করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক কথা
গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আপনার গাওয়া গানটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গানটা বেশি ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম আপনার গাওয়া আরেকটা গান শোনার জন্য।
খুব শীঘ্রই আবারো গান নিয়ে আসবো ভাইয়া
মনির খান আমার প্রিয় শিল্পী। এতটুকু বুকের ভেতর, এত ব্যথা রাখব কি করে এই গানটি আমার খুব পছন্দের। আমি প্রায় সময় এই গানটি শুনে থাকি। আজকে আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। এতো দারুণ গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তোমার কন্ঠে গানটা শোনার জন্য ধন্যবাদ ভাই
আগে একবার জানতে পেরেছিলাম আপনি মনির খানের গান খুবই পছন্দ করেন। আমারও খুব ভালো লাগে মনির খানের গান গুলো। আপনি আজকে খুব সুন্দর একটি গান কভার শেয়ার করলেন। জাস্ট অসাধারণ ভালো লেগেছে আপনার গানটি শুনে।
ভালো লেগেছে জেনে খুশি হয়েছি
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান কভার শেয়ার করেছেন। আসলে ভাইয়া গানটা অনেক সুন্দর একটি গান। এই গানটা সকলের কাছে অনেক প্রিয়। গানটা আপনার পোস্টের মাধ্যমে শুনতে পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
গানটা শোনার জন্য ধন্যবাদ।