গান কভার :-একা আকাশের তারা তুই।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
গুনতে দিস তুই কিছু মোরে(২)
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে।(২)
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।
হৃদয় নায়ে চড়বি যখন
বৈঠা নিস রে তুই মোরে।
ভাসবো না হয় দু'জন মিলে
স্বপ্নলোক চল সুখের ঘোরে।
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে,
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।
দুঃখের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে...
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যতদূরে।
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে।(২)
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে।(৩)
✳️গানের কিছু তথ্য✳️
গান :- একা আকাশের তারা তুই।
শিল্পী :- আইয়ুব বাচ্চু।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | গান |
---|---|
গান কভার তৈরি | @tuhin002 |
ডিভাইস | poco M2 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
https://twitter.com/ABashar45/status/1759423017879584950?t=AMiWkjva4qulSCAAAo5EfQ&s=19
অসাধারণ একটি গান শেয়ার করেছেন। এই গানটি খুব প্রিয় ছিল একটা সময়ে। এখনো অনেক ভালো লাগে যদিও এখন গান তেমন একটা সোনা হয় না সময়ের কারণে। তবে আজকে আপনার মাধ্যমে শুনতে পেয়ে খুব ভালো লাগলো ধন্যবাদ।
প্রতি সপ্তাহে চেষ্টা করে যাচ্ছি ভাই একটি করে গান আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি প্রায়ই আমাদের হ্যাংআউটে সুন্দর সুন্দর গান পরিবেশন করে থাকেন ভাই। আপনার গান আমার কাছে ভীষণ ভালো লাগে। এক আকাশের তারা রে তুই এই গানটি এর আগে অনেকবার শুনেছি আপনার কন্ঠে আজকে শুনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।
বর্তমান সময়ে হ্যাংআউটে আর গান গাওয়া হয় না ভাই। আসলে নিজের ব্যক্তিগত ব্যাপারে একটু সমস্যায় আছি। তবে পরবর্তীতে চেষ্টা করবো আবারো আপনাদের মাঝে ফিরে আসার জন্য।
বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় অনেকেই অনেক সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করছে আপনি দেখছি তাদের মাঝেই একজন। সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কন্ঠে এই গানটা শুনে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ভাই ভালোভাবে গান গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কতটুকু পারছি জানিনা তবে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি।
আপনি আজকে যে গানটার কভার করেছেন এই গানটা যদিও কখনো শোনা হয়নি, তবে গানটা প্রথমবার আপনার কন্ঠে শুনে ভালো লেগেছে। খালি গলায় অনেক সুন্দর করে আপনি পুরো গানটার কভার করেছেন, আর সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার কন্ঠ কিন্তু অনেক সুন্দর। এর আগেও আপনার গান শোনা হয়েছে। আশা করছি সুন্দর সুন্দর গান সব সময় আমাদের মাঝে ভাগ করে নিবেন আপনি।
ভাই আপনি কি বলেন? আইয়ুব বাচ্চুর এই গানটি শুনে নাই এমন মানুষ পাওয়া তো অনেক কঠিন। কারণ এসব গানগুলো খুবই জনপ্রিয়। যাইহোক আমার কন্ঠে প্রথম শুনলেন এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝেই শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহে আপনি আমাদের মাঝে পোস্ট এর মাধ্যমে গান কভার করে শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। নতুন ধরনের এই গানটা আপনার কন্ঠে দারুন লাগছে।
চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহের নতুন নতুন গান আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর গান কভার করে আমাদের উপহার দেন। কারণ আপনার কন্ঠের প্রশংসা না করলে হয় না। আপনার কন্ঠ আমার কাছে আসিফ আকবরের মতই মনে হয়। তাই বেশ মনোযোগ দিয়ে আপনার গান গুলো শুনে থাকি। আজকের গানটি ও আপনার দারুণ কন্ঠে অনেক ভালো লেগেছে।
বেশ ভালো লাগলো আমার গানগুলো ফোনে অনেক মনোযোগ সহকারে শোনেন এটা জানার পরে। চেষ্টা করব ভালোভাবে গিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রত্যেকটা গান। ধন্যবাদ আপনাকে মন্তব্য জন্য।
আমার প্রিয় একটি গান আজ আপনি কভার করেছেন ৷ অনেক ভালো লাগলো প্রিয় গানটির কভার আপনার কন্ঠে শুনে ৷ আপনি বেশ চমৎকার গেয়ে থাকেন ৷ আজও বেশ ভালো গেয়েছেন ৷ খুবই ভালো লাগলো আপনার কভার গান শুনে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য
আসলে ভাই এই গানটি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বেশ ভালো লাগার একটা গান। কারণ গানটি খুবই জনপ্রিয়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলো শুনতে আমার অনেক ভালো লাগে।আপনি আজকে খুব সুন্দর গান পরিবেশন করেছেন।সকালে ট্রেনের জার্নি করতে করতে গান শুনে ভালোই লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আপনার সাথে আমি একমত আপু যে কোন জার্নি করতে করতে গান শুনতে খুব ভাল লাগে। আমরা যখন পিকনিকে যেতাম তখন এই সমস্ত গানগুলো বাজাতে বাজাতে যেতাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
শিল্পী আইয়ুব বাচ্চুর কন্ঠে গাওয়া এই গানটা আমি বেশ কয়েকবার শুনেছি। আমার কাছে বেশ ভালো লাগতো একসময়। তবে আপনার গলায় শুনেও কিন্তু অনেক ভালো লাগলো আজ। আপনার গানগুলো আমি মাঝেমধ্যে শোনার চেষ্টা করি, আপনার গানের গলা অনেক সুন্দর এবং আজকের গানটাও অনেক সুন্দর গেয়েছেন। আপনি খালি গলায় গাইলেও আমার কাছে শুনতে কিন্তু দারুন লেগেছে গানটা । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা গান আমাদের সামনে উপস্থাপন করার জন্য।