গান কভার :- মনে কি পড়ে না।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
জানো না তুমি
ফিরে আর এলে না ভুলতেও পারিনা
পারিনা আমি
মনে পড়ে বারে বার শুধু সৃতি তোমার
চোঁখ জুড়ে আসে কান্না।
মনে কি পড়ে না
আমাকে তোমার কি মনে পড়ে না।
মনে কি পড়ে না।
আমাকে তোমার কি মনে পড়ে না।(২)
দুঃখ আমায় শুধু হাতছানি দেয়
আর তো না দেয় কাপে বুক
তুমি ছাড়া করিনা পাওয়ার আশা
জীবনে এক ফুটা সুখ।(২)
মনে পড়ে বারে বার শুধু সৃতি তোমার
চোঁখ জুড়ে আসে কান্না
মনে কি পড়ে না
আমাকে তোমার কি মনে পড়ে না
মনে কি পড়ে না
আমাকে তোমার কি মনে পড়ে না।
স্বপ্ন দেখার সেই দিনগুলি কই
দুজনে ছিলাম দুজনার
যে হৃদয় হাসিগানে ছিলো মূখর
সে হৃদয় আজ হাহাকার।(২)
মনে পড়ে বারে বার শুধু সৃতি তোমার
চোঁখ জুড়ে আসে কান্না
মনে কি পড়ে না
আমাকে তোমার কি মনে পড়ে না
মনে কি পড়ে না।
আমাকে তোমার কি মনে পড়ে না।
হারানোর বেদনা তুমি তো জানো না
জানো না তুমি
ফিরে আর এলে না ভুলতেও পারিনা
পারিনা আমি
মনে পড়ে বারে বার শুধু সৃতি তোমার
চোঁখ জুড়ে আসে কান্না
মনে কি পড়ে না।
আমাকে তোমার কি মনে পড়ে না
মনে কি পড়ে না
আমাকে তোমার কি মনে পড়ে না
মনে কি পড়ে না
আমাকে তোমার কি মনে পড়ে না।
✳️গানের কিছু তথ্য✳️
গান :- মনে কি পড়ে না।
শিল্পী :- আসিফ আকবর।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | গান |
---|---|
গান কভার তৈরি | @tuhin002 |
ডিভাইস | poco M2 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
https://twitter.com/ABashar45/status/1756985504506204422?t=zcM4VqdCcylzX5b-wH9biQ&s=19
খুবই চমৎকার গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে পেরে খুবই ভালো লাগে আমার প্রতিনিয়ত। আপনার শেয়ার করা এই গানটি আমার খুবই প্রিয় একটা গান।
বেশ ভালো লাগলো ভাই তোমার প্রিয় গানটি আমি গেয়েছি এবং আমার কণ্ঠে শুনতে পেরেছো। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আহা!! কি দারুন গান গাইলেন ভাই,আপনার গাওয়া গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এমনিতেও আমরা জানি আপনি খুব সুন্দর গান করেন, তাই আজকেও আপনি আসিফের খুব জনপ্রিয় গানটি সুন্দরভাবে গেয়ে শুনিয়েছেন। ভাই,এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানা।
খুব ভালো পারি কি জানিনা ভাই? তবে একটু চেষ্টা করি ভালোভাবে গান গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তবে বেশ ভালো লাগলো শুনে আপনার ভালো লেগেছে জেনে। আসলে আসিফের গান সবসময় ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বয়স তো প্রায় মাঝামাঝি হয়ে গেছে এখন মনে করে আর কি হবে হি হি হি। জীবন মানে হচ্ছে আনন্দ জীবন মানে হচ্ছে উপভোগ করার। আপনি খুব সুন্দর গান কভার করলেন। আপনার গান শুনে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর গান কভার করেন। অনেক ধন্যবাদ আপনাকে।
বয়স মাঝামাঝি হয়ে গেলেও রোমান্টিক ভাব এখনো যায়নি আপু 😃। চেষ্টা করি যতটুকু পারা যায় জীবনকে উপভোগ করার জন্য। আমার গানগুলো আপনার ভাল লাগে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটি গান কভার করেছেন। আসলে গান এমনিতে প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে আমার বাংলা ব্লগের বন্ধুরা সুন্দর সুন্দর গান কভার করে তা শুনতে বেশ ভালো লাগে। আপনার কন্ঠে গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে আপু আমিও গান তেমন শুনি না। তবে আমার বাংলা ব্লগে এসে প্রতিনিয়ত গান শুনে যাচ্ছি। সপ্তাহে নিজেও একটি গান কভার করে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সুন্দর একটি গান কভার করেছেন আপনি ।আসিফ আকবরের গান গুলো শুনতে এমনিতেই ভালো লাগে। আর আপনার কন্ঠে অনেকদিন পরে গানটি শুনে তো আরো বেশি ভালো লাগলো। প্রতিনিয়তই আপনি অনেক সুন্দর গান আমাদেরকে উপহার দেন। এরকম সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।
আসিফ আকবরের গান গুলো আমার বেশ ভালো লাগে তাই চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটা করে গানা আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য। চেষ্টা করব আপু ধারাবাহিকতা বজায় রাখার জন্য।
মাশাআল্লাহ ভাইয়া😍 আপনার ভয়েস টা দারুণ। আমি হয়তো এই প্রথম আপনার কন্ঠে গান শুনলাম। ভাইয়া এমন গান আরও চাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।এতো সুন্দর গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপু একটি করে গান আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য। আশা করি ধারাবাহিকতা বজায় রাখবো।
ভাই আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। মনে কি পড়ে না গানটা আমার বেশিরভাগ শুনা হয়েছিল অনেক আগে। তবে এখন খুব একটা শোনা হয় না। অনেকদিন পরে এই গানটা শুনলাম তাও আবার আপনার কন্ঠে। পুরো গানের কভার এত সুন্দর ভাবে করেছেন যে শুনেই মনটা একেবারে ভরে গেল। সব সময় অপেক্ষায় থাকলাম আপনার কন্ঠে সুন্দর সুন্দর গান শোনার জন্য।
একটা সময় সব গানগুলো অনেক শুনেছি ভাই কিন্তু বর্তমানে সময়ে একেবারে শোনা হয় না। কিন্তু প্রতি সপ্তাহে একটা করে কভার করার জন্য একটা গান আমাকে শুনতেই হয়। অপেক্ষায় থাকেন ভাই আবারও কোন একটি গান গেয়ে আপনাদের মাঝে সামনের সপ্তাহে হাজির হব।
বেশ দারুন একটি গান কভার করেছেন। আমার বাংলা ব্লগে অনেকেই দারুন ভাবে গান আমাদের মাঝে শেয়ার করেন শুনতে অনেক ভালো লাগে।
আপনার কন্ঠেও গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম আপনার কন্ঠে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসিফের বেশ কিছু গান আমার বেশ ভালো লাগে। তাই মাঝেমধ্যে চেষ্টা করি তার গানগুলো আপনাদের মাঝে কভার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাংলাদেশের বিখ্যাত গায়ক আসিফ আকবর এর বেশ কিছু গান আমি শুনেছি অনেক আগে। তবে এই গানটা খুব সম্ভবত আমার শোনা হয়নি, আপনার গলাতেই প্রথমবার শুনলাম। তবে খালি গলায় কিন্তু আপনি অনেক সুন্দর গান গেয়েছেন ভাই। একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে হয়তো আরো অনেক বেশি ভালো হতো। তারপরও অনেক সুন্দর ছিল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে একটা গান গেয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
এর আগেও আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেছেন ভাই। আসলে আমি ইচ্ছা করে দেয় না। মনে হয় যেন এমন ভাবে ভালো লাগে। তারপরও আপনি বারবার বলছেন যখন তখন একদিন চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আমার বার বার বলায় আপনি যে চেষ্টা করতে চেয়েছেন, সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই।