গান ||চিরদিনই তুমি যে আমার (কিশোর কুমার)
picsart থেকে এডিট করা
গানটির নাম :চিরদিনই তুমি যে আমার
শিল্পী :কিশোর কুমার
লেখক ও সুরকার: বাপ্পি লাহিড়ী
কভার :@razuan12
গানের লিরিক্স :
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি
আমি আছি সেই যে তোমার
তুমি আছ সেই আমারই
সঙ্গী…সঙ্গী…
আমরা অমর সঙ্গী
এত কাছে রয়েছ তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কিছু নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারি
গানের লিংক
ক্যাপকাট দিয়ে এডিট করা
কিশোর কুমারের গান আমার অনেক ভালো লাগে। চিরদিনই তুমি যে আমার ,খুব পছন্দের একটি গান আমার। আপনার কণ্ঠে গানটি শুনতে ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভীষণ ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণা পায়, সব সময় দারুন মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় এভাবে পাশে থাকবে
কিশোর কুমারের চমৎকার একটি গান আজকে আপনি নিজ কন্ঠে আমাদের মাঝে গেয়ে শোনানোর চেষ্টা করেছেন ভাইজান। এই গানটা কিন্তু এপার বাংলা ওপার বাংলার সবচেয়ে জনপ্রিয় একটি গান।
ভাইজান আমি যাওয়ার চেষ্টা করেছি এবং এই গানটি অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় বলে গানটি কভার করার চেষ্টা করেছি ধন্যবাদ।
কিশোর কুমার এর খুবি চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পুরনো দিনের এই গানগুলো শুনলে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে রাতের বেলায় এই গানগুলো শুনতে সব থেকে বেশি ভালো লাগে।
ঠিক কথা বলেছেন রাতের বেলায় গান করলে শুনলে অনেক ভালো লাগে। আপনাদের মন্তব্যগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে। সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা পায়।
বাহ্ দারুন গান করেন তো দেখছি। আপনি কিন্তু দারাজ কন্ঠে কিশোর কুমারের এই গানটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে কিন্তু দারুন লেগেছে। আপনি গানটি বেশ সুন্দর করে আপনার কণ্ঠে তুলতে পেরেছেন। আশা করবো এই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হবেন।
আমি চেষ্টা করেছি দারুন কন্ঠে এটাকে উপস্থাপনা করার জন্য। আপনাদের মন্তব্য বরাবরই আমাকে ভীষণ অনুপ্রেরণা যোগায়। সব সময় দারুন মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ ভাই আপনাদের কি গান ও করেন। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালো লাগছে। তবে গলা ছেড়ে গান গেলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
সত্যি কথা বলতে আমি সেরকম গাইতে পারি না কিন্তু আপনাদের যখন সুন্দর অনুপ্রেরণা পায় তখন ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সব সময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য
ভাই আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গান করে থাকেন যেগুলো শোনার চেষ্টা করি আমি। আপনার কবিতা আবৃত্তি যেমন আমার কাছে ভালো লাগে, তেমনি আপনার গানগুলো ও খুব ভালো লাগে। আজকে আপনি আমার পছন্দের একটা গানের কভার করেছেন। আপনার কন্ঠে এই গানটা একবার শুনে বারবার শুনতে ইচ্ছে করতেছে। এভাবে গান গাইতে থাকলে, পরবর্তীতে আরো সুন্দর গান গাইতে পারবেন আপনি।
আপনি প্রতিনিয়ত শোনার চেষ্টা করেন দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমিও চেষ্টা করে দারুন কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় দারুন মন্তব্য করে অনুপ্রানিত করার জন্য।
আরে বাহ্ প্রত্যেক দিনের মতো দেখছি আজকে অনেক সুন্দর একটা গান কভার করলেন। আপনার গানগুলো আমি শোনার চেষ্টা করি। কারণ প্রথম থেকেই আপনার গানগুলো শুনে আসতেছি আমি। যার কারণে খুব ভালোই লাগে। এই গানটা মাঝে মাঝে শোনা হয়। তবে আপনার কন্ঠে শুনতে একটু বেশি ভালো লেগেছে। আসলে সাহস নিয়ে যদি কোন কিছু করা হয় তাহলে ওইটা আমাদের দ্বারা সম্ভব হবে। তেমনি আপনিও গান গাওয়ার চেষ্টা করেছেন, যার ফলে এখন অনেক সুন্দর গান করেন।
চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর গান কভার করার জন্য এবং এটি আপনি শুনেছেন ও শুনে দারুন একটি মন্তব্য করেছেন। আসলে আপু সাহস ছাড়া কোন কিছুই হয় না। অনেক সাহস নিয়ে আমি গানটি কভার করার চেষ্টা করেছি ধন্যবাদ।
ভাইয়া কিশোর কুমার এর খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এমন কিছু গান থাকে যা সবসময়ই শুনতে ইচ্ছে করে। এই গান আমার খুব পছন্দের একটি গান। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
আমি চেষ্টা করেছি দারুণভাবে এটিকে তুলে ধরার জন্য এবং আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপনার মন্তব্য পেয়ে ভীষণ খুশি
ভাইয়া, আপনিও দেখছি গান গাইতে পারেন।আপনার কণ্ঠে আমি এই প্রথম গান শুনলাম সম্ভবত।
কিশোর কুমারের এই গানটি ছোটবেলা থেকেই শুনছি, বেশ ভালো লাগে।আপনি আপনার চেষ্টা দ্বারা সুন্দর গেয়েছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আপু চেষ্টা করতেছি বর্তমান সময় প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে আমি চেষ্টা করতেছি।।সব সময় দারুল মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ