কভার গান: মানুষ ভজলে সোনার মানুষ হবি..
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৯শে অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে মানুষ ভজলে সোনার মানুষ হবি... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। ফকির লালন শাহের প্রতিটি গানই আধ্যাত্মিক তাৎপর্যে ভরপুর। ফকির লালন সাহেব প্রতিটি গানের যথার্থ অর্থ খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ফকির লালন শাহ এবং তার গানকে নিয়ে রিসার্চ করা হচ্ছে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- মানুষ ভজলে সোনার মানুষ হবি।
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: লালন ফকির
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক-লতা
মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলেক-লতা
জেনে-শুনে মুড়াও মাথা, জাতে উঠবি
জেনে-শুনে মুড়াও মাথা, জাতে উঠবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া মন রে আমার দেখ না সব শূন্যকার
মানুষ ছাড়া মন রে আমার দেখ না সব শূন্যকার
লালন বলে, "মানুষ আকার ভজলে ত্বরবি"
লালন বলে, "মানুষ আকার ভজলে ত্বরবি"
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি।
লালন ফকিরের প্রত্যেকটা গানই আধ্যাত্মিক মানবতাবতার গান তাই এই গানটি ব্যতিক্রম নয়। এই গানটিতে বলা হয়েছে মানুষকে ভজলে অথবা মানুষকে সাহায্য করলে একমাত্র সোনার মানুষ হওয়া যাবে। আমার কাছে মনে হয় এই গানে সোনার মানুষ বলতে একজন ভালো মানুষের কথা বোঝানো হয়েছে।
পোস্টের বিবরন
পোস্টের ধরন | কভার গান |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
তারিখ | ১৯শে অক্টোবর ২০২৩ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


দারুন একটি গান আজকে আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন নিজ কন্ঠে আপনার কন্ঠে লালন গীতির এই গানটা আমার শুনতে বেশ ভালো লাগলো। আসলে এ জাতীয় গানগুলো আগেকার মানুষের মুখে বেশি শোনা যায় এখন আর তেমন একটা কানে আসে না।
আমার কন্ঠে লালনগীতির এই গানটা শুনতে অনেক বেশি ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম ভাই। আমার পোস্টে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। যদিও লালনগীতি বেশি একটা শোনা হয় না। তাও আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে বেশ ভালই লাগে। এরকম আরো গান শোনার অপেক্ষায় রইলাম।
আমার কন্ঠের লালনগীতি শুনতে আপনার কাছে ভালো লাগে এটা আমার অনেক বড় পাওয়া। অবশ্যই আপু আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে এরকম গান কভার করে আপনাদের শোনানোর। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
দারুণ একটা গান কভার করলেন আপনি। আপনার গান কভার গুলো সব সময় ভালো লাগে। বিশেষ করে যখন হ্যাংআউটে আপনি গান গুলো শোনান অসাধারণ হয়। আজকেও অনেক সুন্দর একটি লালন গীতি কভার করে শোনালেন। অসাধারণ ভালো লেগেছে ধন্যবাদ।
আমার কভার করা গানগুলো সব সময় আপনার কাছে ভালো লাগে এটা জেনে খুশি হলাম আপু। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।