সমাধান যখন সূর্যমামা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম নিজের একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে কিছু লেখা শেয়ার করি। অর্থাৎ বলা চলে মনের কিছু কষ্ট কিংবা মনের কিছু ঝামেলার কথা আপনাদের সাথে শেয়ার করে হালকা হওয়ার চেষ্টা করা। যাইহোক তাহলে মূল কথায় চলে আসি আর কথা না বাড়িয়ে।

বেশ কয়েক মাস আগের কথা ব্যাপারটি। হঠাৎ করেই কয়েক দিন ধরেই তখন আমার প্রচন্ড হাত পা ব্যথা করা শুরু করে। আর এমন ভাবে হাত ব্যাথা শুরু করে যে, আমি শুলেও একটা বালিশের উপরে আমার হাত রাখতে হতো। অর্থাৎ যদি বিছানায় হাত রাখতাম। তাহলে আমার সাথে সাথেই হাত ব্যথা শুরু হয়ে যেতো। এমনকি তেমন কোনো কিছু আলগাতে পারতাম না। অর্থাৎ নিজের ব্যাগটা হাতে বহন করলে পর্যন্ত হাত ব্যথা উঠে যেতো। তো এমন করতে করতে যখন ব্যাপারটা অনেকটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়।

তখন আমার মা আমাকে সাজেশন দেয় যে, আমি যেনো দ্রুত একটা ডাক্তারের শরণাপন্ন হই। কারণ সবার কাছে প্রথমে এই হাত-পা ব্যথা ব্যাপার গুলো স্বাভাবিক মনে হলেও। পরবর্তীতে এতো ঘন ঘন হওয়া শুরু করলো যে, তখন ব্যাপারটি অস্বাভাবিক মনে হতে লাগলো।

এরপরে আমি যথারীতি ডাক্তারের কাছে গেলাম এবং তিনি যা বললেন। সেটা হচ্ছে, আমাকে আসলে বিশেষ ওষুধ দিয়ে লাভ নেই। কারণ ওষুধ তিনি অবশ্যই দিতে পারেন এবং ওষুধের মাধ্যমে আমার ব্যথা কমে ও যাবে। তবে উনার মূল বক্তব্যটি হলো, এই ওষুধগুলো আমি যতোদিন খাবো। ঠিক ততোদিনই আমার হাত পা ব্যথা কম থাকবে। ওষুধগুলো বন্ধ করার সাথে সাথে আবার সমস্যা শুরু হবে। তাই এর সমাধান হিসেবে আমাকে বললেন যে, আমার যদি সুস্থ হওয়ার কোনো ইচ্ছে থাকে। তাহলে আমার প্রতিদিন শরীরের ভিটামিন ডি লাগাতে হবে। অর্থাৎ সূর্যের আলো লাগাতে হবে। এছাড়া এই রোগের আর কোনো চিকিৎসা নেই।

তাও আমি আসলে ডাক্তারের কাছ থেকে ওষুধ চেয়ে নিয়েছিলাম এবং সেবার তিনি প্রায় ১০ হাজার পাওয়ারের ওষুধ আমাকে দিয়েছিলেন। আর সেই ওষুধগুলো খেতে হতো সপ্তাহে একটা করে। আর সত্যিই ওষুধ গুলো যতোদিন খেয়েছিলাম শুধুমাত্র ততোদিন ই আমি সুস্থ ছিলাম। এরপর আবার সেই একইভাবে হাত-পা ব্যথা শুরু করেছিলো। তবে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কম রয়েছে। আসলে এটাই বুঝলাম যে, প্রাকৃতিক অনেক কিছুই আমাদের অনেক সময় মেনে নিতে হয়। তাছাড়া সুস্থ হওয়া অসম্ভব।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.037
BTC 94217.54
ETH 1795.21
USDT 1.00
SBD 0.87