সূর্যের ১১ বছরের সাইকেল পূর্ণ হলো

sun-11582_1920.jpg

Source

আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ধরনের পত্রিকা কিংবা নিউজে দেখতে পারছেন যে ১১ বছর পর সূর্যের ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হয়। এর কারণে প্রতিটা ১১ বছর পরপর পৃথিবীতে আসে বিভিন্ন ধরনের সোলার ফ্লেয়ার এবং এসব সোলার ফ্লেয়ার এতটাই মারাত্মক হতে পারে যার কারণে পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবী ডুবে যেতে পারে সম্পূর্ণ ব্ল্যাকআউট একটি অঞ্চলে। যেটা রিকভার করতেও দুই মাসের বেশি সময় লেগে যাবে। আর যেসব অনুন্নত দেশ রয়েছে যে রকম বাংলাদেশ এসব দেশদের প্রায় বছরখানেক লাগতে পারে সেসব ইকুপমেন্ট ঠিক করতে।

২০২৪ এ কি ধরনের গরম পড়েছিল সেটা আমরা সবাই অনুভব করেছি এবং আমরা সকলেই প্রায় বলেছি এর মত গরম হয়ত এর অতীতে আমরা কখনো ফেস করিনি। আপনারা যেন অবাক হবেন ২০২৫ সাল যে আসছে সেটাই হচ্ছে মূল সিনেমা বরং আমরা ২০২৪ এ যেটা দেখেছিলাম সেটা শুধুমাত্র ট্রেলার ছিল। আপনার একবার কল্পনা করে দেখুন সূর্যের ১১ বছর সাইকেল ২০২৫ এ পূর্ণ হবে এবং অনেক সম্ভাবনা রয়েছে সেই সূর্য ঝড় আমাদের পৃথিবীর উপর আঘাত হানতে পারে।

কিছু কিছু বিজ্ঞানীরা এই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই গবেষণা করছে এবং নাসা কর্তৃক একটি স্যাটেলাইট ইতিমধ্যে সূর্যের প্রতিটা মুহূর্ত এবং একটিভিটি উপর নজর রাখে। কিন্তু সেই নজরদারি করলেও আমরা সর্বোচ্চ ৩০ মিনিট সময় পেতে পারি। একটি সৌর ঝড় সূর্য থেকে বের হওয়ার থেকে পৃথিবীতে আঘাত হানা পর্যন্ত এই ৩০ মিনিট আমাদের জন্য খুবই কম এবং এই সময়ে নিজেদেরকে সেভ রাখা কিংবা পৃথিবীর সকল মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াটা একটি অসম্ভব বিষয় হয়ে দাঁড়াবে। আমাদের যাদের কাছে ল্যাপটপ কম্পিউটার কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেগুলো বিদ্যুৎ ছাড়াই চলা শুরু করবে আমাদের পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অস্বাভাবিকভাবে আরোরা দেখা মিলতে শুরু করবে। আপনারা আল্লাহতালার কাছে প্রার্থনা করেন যেন ২০২৫ সালে আর যাই হোক না কেন সৌর ঝর পৃথিবীর দিকে না আসে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 76756.55
ETH 1459.18
USDT 1.00
SBD 0.66